ETV Bharat / state

কার্নিভালের রাতে পুলিশের বিরুদ্ধে পুর চিকিৎসককে হেনস্তার অভিযোগ - SILIGURI CARNIVAL DOCTOR HARASSMENT

কার্নিভালের রাতে কর্তব্যরত এক পুর চিকিৎসককে হেনস্তার অভিযোগ ওঠে মহিলা পুলিশ কর্মীর বিরুদ্ধে ৷ তবে ওই চিকিৎসকের বিরুদ্ধে হেনস্তার পাল্টা অভিযোগ আনল পুলিশ ৷

Doctor Harassment Incident
চিকিৎসককে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 16, 2024, 5:13 PM IST

শিলিগুড়ি, 16 অক্টোবর: কার্নিভালের রাতে এক চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠল মহিলা পুলিশ কর্মীদের বিরুদ্ধে ৷ পাল্টা চিকিৎসকের বিরুদ্ধে মহিলা পুলিশকে হেনস্তার অভিযোগ তুলল পুলিশ । ওই চিকিৎসক শিলিগুড়ি পুরনিগমের 28 নম্বর ওয়ার্ডের মেডিক্যাল অফিসার হীরকব্রত সরকার ৷

শিলিগুড়িতে দুর্গাপুজোর কার্নিভালের রাতে হীরকব্রত সরকারের ডিউটি পড়ে কার্নিভালের ঘাটে ৷ সেখানে ডিউটি করার সময় তিনি পুলিশের বাধার মুখে পড়েন বলে জানা গিয়েছে । ব্যারিকেড পার করতে গেলে তাঁকে আটকায় উইনার্স বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা ৷ অভিযোগ, তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিলেও তাঁর কথায় কর্ণপাত করেনি পুলিশ ৷ উল্টে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷ তাঁর ঘাড়ে ও হাতে আঘাত লাগে বলে অভিযোগ ৷

চিকিৎসককে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এরপর দু'পক্ষের মধ্যে বচসা বাধলে তাকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেও তাঁকে প্রায় দু'ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ রাত দেড়টা নাগাদ ব্যক্তিগত বন্ডে তাঁকে ছাড়া হয় ৷ এরপরই চিকিৎসক ওই বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

ঘটনার পর বুধবার শিলিগুড়ি পুরনিগমে চিকিৎসককে তলব করেন পুর আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক চলে ওই চিকিৎসকের ৷ এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হীরকব্রত সরকার বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ মিটে গিয়েছে ৷"

ওই ঘটনার পর পালটা চিকিৎসকের বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীকে হেনস্তার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ৷ এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব, জোন 1) রাকেশ সিং বলেন, "কার্নিভালের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল ৷ ওই চিকিৎসক জোর করে ব্যারিকেড পার করে ঢোকার চেষ্টা করছিলেন ৷ তখন মহিলা পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন ৷ সেসময় তিনি মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত দেন ৷ ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে ৷"

শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "খুব ভালোভাবেই কার্নিভাল সম্পন্ন হয়েছে ৷ তবে যে ঘটনা ঘটেছে সেটা কোনওভাবে কাম্য নয় ৷ আমি চিকিৎসকের সঙ্গে কথা বলব ৷ কী হয়েছে জানব ৷ অভিযোগ দায়ের হয়েছে ৷ খতিয়ে দেখা হবে ৷"

শিলিগুড়ি, 16 অক্টোবর: কার্নিভালের রাতে এক চিকিৎসককে হেনস্তার অভিযোগ উঠল মহিলা পুলিশ কর্মীদের বিরুদ্ধে ৷ পাল্টা চিকিৎসকের বিরুদ্ধে মহিলা পুলিশকে হেনস্তার অভিযোগ তুলল পুলিশ । ওই চিকিৎসক শিলিগুড়ি পুরনিগমের 28 নম্বর ওয়ার্ডের মেডিক্যাল অফিসার হীরকব্রত সরকার ৷

শিলিগুড়িতে দুর্গাপুজোর কার্নিভালের রাতে হীরকব্রত সরকারের ডিউটি পড়ে কার্নিভালের ঘাটে ৷ সেখানে ডিউটি করার সময় তিনি পুলিশের বাধার মুখে পড়েন বলে জানা গিয়েছে । ব্যারিকেড পার করতে গেলে তাঁকে আটকায় উইনার্স বাহিনীর মহিলা পুলিশ কর্মীরা ৷ অভিযোগ, তিনি নিজেকে চিকিৎসক বলে পরিচয় দিলেও তাঁর কথায় কর্ণপাত করেনি পুলিশ ৷ উল্টে তাঁকে হেনস্তা করা হয় বলে অভিযোগ ৷ তাঁর ঘাড়ে ও হাতে আঘাত লাগে বলে অভিযোগ ৷

চিকিৎসককে হেনস্তার অভিযোগ পুলিশের বিরুদ্ধে (ইটিভি ভারত)

এরপর দু'পক্ষের মধ্যে বচসা বাধলে তাকে আটক করে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় ৷ সেখানেও তাঁকে প্রায় দু'ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ ৷ রাত দেড়টা নাগাদ ব্যক্তিগত বন্ডে তাঁকে ছাড়া হয় ৷ এরপরই চিকিৎসক ওই বিষয়টি নিয়ে শিলিগুড়ি পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র, স্বাস্থ্য আধিকারিকের কাছে অভিযোগ জানান ৷

ঘটনার পর বুধবার শিলিগুড়ি পুরনিগমে চিকিৎসককে তলব করেন পুর আধিকারিকরা ৷ তাঁদের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠক চলে ওই চিকিৎসকের ৷ এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হীরকব্রত সরকার বলেন, "একটা ভুল বোঝাবুঝি হয়েছিল ৷ মিটে গিয়েছে ৷"

ওই ঘটনার পর পালটা চিকিৎসকের বিরুদ্ধে মহিলা পুলিশ কর্মীকে হেনস্তার অভিযোগ তুলেছেন শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের আধিকারিকরা ৷ এই বিষয়ে শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার (পূর্ব, জোন 1) রাকেশ সিং বলেন, "কার্নিভালের সময় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছিল ৷ ওই চিকিৎসক জোর করে ব্যারিকেড পার করে ঢোকার চেষ্টা করছিলেন ৷ তখন মহিলা পুলিশকর্মীরা তাঁকে বাধা দেন ৷ সেসময় তিনি মহিলা পুলিশ কর্মীর গায়ে হাত দেন ৷ ঘটনায় ইতিমধ্যে অভিযোগ দায়ের হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে ৷"

শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার বলেন, "খুব ভালোভাবেই কার্নিভাল সম্পন্ন হয়েছে ৷ তবে যে ঘটনা ঘটেছে সেটা কোনওভাবে কাম্য নয় ৷ আমি চিকিৎসকের সঙ্গে কথা বলব ৷ কী হয়েছে জানব ৷ অভিযোগ দায়ের হয়েছে ৷ খতিয়ে দেখা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.