ETV Bharat / state

স্কুল ছাড়া অন্য অনুষ্ঠানে পড়ুয়াদের যোগদান নয়, স্কুল পরিদর্শকের নির্দেশিকার সমালোচনা শুভেন্দুর - Notice on Students Involvement - NOTICE ON STUDENTS INVOLVEMENT

School District Inspector Issues Notice: আরজি করের ঘটনার প্রতিবাদে সামিল হয়ে স্কুলের পড়ুয়ারা মিছিল করে ৷ তারপরই জেলা স্কুল পরিদর্শক ছাত্রছাত্রীদের অন্য কোনও অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে নোটিশ জারি করল ৷ এর সমালোচনা করে একটি পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

Students join protest rally
পড়ুয়াদের প্রতিবাদ মিছিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2024, 10:15 AM IST

Updated : Aug 23, 2024, 12:23 PM IST

মেদিনীপুর, 23 অগস্ট: স্কুল চত্বরে শিক্ষা দফতরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা, জারি হল জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শকের নোটিশ ৷ গত বুধবার একটি স্কুলের পড়ুয়ারা আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্কুল ক্যাম্পাসের বাইরে আন্দোলন করে ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই এই নোটিশ বলে মনে করছে শিক্ষক মহল ৷ এদিকে এই নোটিশের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

District Inspector of School issues notice
জেলা স্কুল পরিদর্শকের নোটিশ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শক বা ডিআই (মাধ্যমিক) স্বপন সামন্ত একটি নোটিশ জারি করে এই নির্দেশের কথা জানিয়েছেন ৷ এই নোটিশে জানানো হয়েছে, স্কুলের পড়ুয়ারা তাদের স্কুলের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ৷ অধিকাংশ শিক্ষক জানিয়েছেন, তাঁরা ই-মেইল মারফত এই নোটিশ পেয়েছেন ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনায় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন করছেন ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে পথে নেমেছে ৷ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে ৷ রাজ্যের সাধারণ মানুষও প্রতিবাদ জানিয়েছেন ।

পাশাপাশি হোমিওপ্যাথি কলেজ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সমিতিও প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিল করছে ৷ এই নারকীয় ঘটনার প্রতিবাদে বুধবার শালবনি বিধানসভার নান্দাড়িয়া বিদ্যাপীঠ হাইস্কুলের পড়ুয়ারা একটি মিছিলে অংশগ্রহণ করে ৷ স্কুলে ক্লাস শেষ করে সপ্তম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা আরজি করের ঘটনার প্রতিবাদে হাতে ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল করে ৷ তাদের প্রতিবাদের ভিডিয়ো বিভিন্ন সংবাদমাধ্যমের চ্যানেল এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এরপরই তড়িঘড়ি স্কুল পরিদর্শক এই নোটিশ জারি করলেন ৷ এই নোটিশ জারি করা নিয়ে ডিআই-এর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি ৷

এদিকে এই নোটিশ জারিকে অগণতান্ত্রিক ফতোয়া বলে মন্তব্য করেছে বাম ছাত্র সংগঠন ৷ অন্যদিকে এই নোটিশ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকই জানিয়েছেন, স্কুল শেষ হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা কোথায় কী করবে বা কোন অনুষ্ঠানে যাবে, তা স্কুল কীভাবে আটকাবে ? এক্ষেত্রে পড়ুয়ারা তাদের বাবা-মা যা বলবেন, তাই শুনবে ৷

মেদিনীপুর, 23 অগস্ট: স্কুল চত্বরে শিক্ষা দফতরের অনুষ্ঠান ছাড়া অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবে না পড়ুয়ারা, জারি হল জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শকের নোটিশ ৷ গত বুধবার একটি স্কুলের পড়ুয়ারা আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনায় স্কুল ক্যাম্পাসের বাইরে আন্দোলন করে ৷ সেই ঘটনার প্রেক্ষিতেই এই নোটিশ বলে মনে করছে শিক্ষক মহল ৷ এদিকে এই নোটিশের কড়া সমালোচনা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

District Inspector of School issues notice
জেলা স্কুল পরিদর্শকের নোটিশ (ইটিভি ভারত)

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় স্কুল পরিদর্শক বা ডিআই (মাধ্যমিক) স্বপন সামন্ত একটি নোটিশ জারি করে এই নির্দেশের কথা জানিয়েছেন ৷ এই নোটিশে জানানো হয়েছে, স্কুলের পড়ুয়ারা তাদের স্কুলের অনুষ্ঠান ব্যতীত অন্য কোনও অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না ৷ অধিকাংশ শিক্ষক জানিয়েছেন, তাঁরা ই-মেইল মারফত এই নোটিশ পেয়েছেন ৷

উল্লেখ্য, আরজি কর হাসপাতালে চিকিৎসক হত্যার ঘটনায় রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা আন্দোলন করছেন ৷ মেদিনীপুর মেডিক্যাল কলেজেও ডাক্তাররা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ রাজনৈতিক দলগুলিও প্রতিবাদে পথে নেমেছে ৷ আন্দোলনের রেশ ছড়িয়ে পড়েছে সারা দেশে ৷ রাজ্যের সাধারণ মানুষও প্রতিবাদ জানিয়েছেন ।

পাশাপাশি হোমিওপ্যাথি কলেজ, বিভিন্ন ক্লাব, সংগঠন, সমিতিও প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিল করছে ৷ এই নারকীয় ঘটনার প্রতিবাদে বুধবার শালবনি বিধানসভার নান্দাড়িয়া বিদ্যাপীঠ হাইস্কুলের পড়ুয়ারা একটি মিছিলে অংশগ্রহণ করে ৷ স্কুলে ক্লাস শেষ করে সপ্তম থেকে দশম শ্রেণির পড়ুয়ারা আরজি করের ঘটনার প্রতিবাদে হাতে ব্যানার, ফ্লেক্স, ফেস্টুন নিয়ে রাস্তায় মিছিল করে ৷ তাদের প্রতিবাদের ভিডিয়ো বিভিন্ন সংবাদমাধ্যমের চ্যানেল এবং সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ এরপরই তড়িঘড়ি স্কুল পরিদর্শক এই নোটিশ জারি করলেন ৷ এই নোটিশ জারি করা নিয়ে ডিআই-এর সঙ্গে কোনওভাবে যোগাযোগ করা যায়নি ৷

এদিকে এই নোটিশ জারিকে অগণতান্ত্রিক ফতোয়া বলে মন্তব্য করেছে বাম ছাত্র সংগঠন ৷ অন্যদিকে এই নোটিশ ঘিরে বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন স্কুলের শিক্ষকদের মধ্যে ৷ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষকই জানিয়েছেন, স্কুল শেষ হয়ে যাওয়ার পর ছাত্র-ছাত্রীরা কোথায় কী করবে বা কোন অনুষ্ঠানে যাবে, তা স্কুল কীভাবে আটকাবে ? এক্ষেত্রে পড়ুয়ারা তাদের বাবা-মা যা বলবেন, তাই শুনবে ৷

Last Updated : Aug 23, 2024, 12:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.