ETV Bharat / state

আরজি করকাণ্ডে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, সমস্যায় রোগী ও তাদের পরিবার - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Diamond Harbour Medical College and Hospital: আরজি করকাণ্ডে অন্যান্য হাসপাতালের পাশাপাশি কর্মবিরতির ডাক দিয়েছেন ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারেরা ৷ তাঁদের এই আন্দোলনের জেরে ব্যাহত হয়েছে হাসপাতালের পরিষেবা ৷ সমস্যায় পড়েছেন দূর দূরান্ত থেকে আসা রোগীর আত্মীয়রা ৷

Diamond Harbour Medical Colleg
ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে কর্মবিরতিতে চিকিৎসকেরা (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 12, 2024, 5:11 PM IST

ডায়মন্ড হারবার, 12 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতিতে । এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় সরব হয়েছে জুনিয়র ডাক্তারেরা ৷ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ নেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷

হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় রোগীর পরিবার (ইটিভি ভারত)

সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন । এর ফলে হাসপাতালের সমস্ত বহির বিভাগ ও অন্তর বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে । সমস্যার পড়েছেন রোগীর পরিবার ৷ তবে তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা ।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের দাবি, আরজি করকাণ্ডে আরও অনেকে জড়িত রয়েছে ৷ সেই সব অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং প্রয়োজনে প্রাণদণ্ড দিতে হবে । ঘটনার দিন সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সবটাই আন্দোলনকারী চিকিৎসকদের সামনে আনতে হবে । তদন্ত প্রক্রিয়া গোপন করা যাবে না ।

Diamond Harbour Medical Colleg
আরজি করকাণ্ডে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা (নিজস্ব ছবি)

এ বিষয়ে আন্দোলনরত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ঈশা পান্না বলেন, "আরজি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত নিন্দনীয় । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই । যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার না করা হবে, আমাদের এই আন্দোলন চলবে । এই ঘটনায় আতঙ্কে রয়েছে আমাদের পরিবার ।"

এই বিষয়ে অপর এক জুনিয়র ডাক্তার সাগ্নিক মিদ্দা জানান, "বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে আরজি কর হাসপাতালের ঘটনা কোনও মানুষের একার পক্ষে করা সম্ভব নয় । এই ঘটনার পিছনে আরও অনেকে জড়িত রয়েছে । তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করুক পুলিশ । আমরা আতঙ্কে রয়েছি ৷ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন । আমাদের দাবি যদি মানা না হয় তাহলে লাগাতার এই কর্মবিরতি ও আন্দোলন চলবে ।"

Diamond Harbour Medical Colleg
আরজি করকাণ্ডে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা (নিজস্ব ছবি)

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন রোগীরা ৷ এক রোগীর আত্মীয় আবুল বাসার মীরের কথায়, "ভোর তিনটে থেকে আমরা লাইনে দিয়ে রয়েছি ৷ ডাক্তার দেখানোর সুযোগ এখনও পর্যন্ত পায়নি । কখন চিকিৎসা পরিষেবা পাব তাও ঠিক জানি না ৷ আমাদের কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী বললেন যে এখন কোনও ডাক্তার নেই । কখন ডাক্তার আসবে তাও কেউ জানে না । আমার থেকেও আরও অনেকে গতকাল রাত থেকে লাইন দিয়ে রয়েছে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ৷ কিন্তু, তারা হতাশ হয়ে বাড়ি ফিরছে ৷ আমরাও হতাশ হয়ে বাড়ি ফিরব ।"

চিকিৎসকদের রোগীদের প্রতি বিনয়ী হওয়ার অনুরোধ জানান আবুল বাসার মীর । তিনি বলেন, "কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তাও জানি না । এমনিতেই ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা অনেক কম ৷ তাই চিকিৎসা পরিষেবা পেতে অনেক ভোর থেকে আমাদের লাইন দিতে হয় বহির বিভাগের সামনে । কিন্তু চিকিৎসা পরিষেবা না পাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি । শুধু আমি নই আমাদের মতনই বহু মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য এসেছে, তাঁরাও হতাশ হয়ে পড়েছে । আমরা চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক ৷ মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ পাক ।"

ডায়মন্ড হারবার, 12 অগস্ট: আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ ও খুনের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতিতে । এই ঘটনার প্রতিবাদে জেলায় জেলায় সরব হয়েছে জুনিয়র ডাক্তারেরা ৷ সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ৷ সেই তালিকা থেকে বাদ নেই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷

হাসপাতালের পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় রোগীর পরিবার (ইটিভি ভারত)

সোমবার সকাল থেকে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তারেরা কর্মবিরতি পালন করছেন । এর ফলে হাসপাতালের সমস্ত বহির বিভাগ ও অন্তর বিভাগে চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়েছে । সমস্যার পড়েছেন রোগীর পরিবার ৷ তবে তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন চিকিৎসকেরা ।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তারদের দাবি, আরজি করকাণ্ডে আরও অনেকে জড়িত রয়েছে ৷ সেই সব অভিযুক্তকে অবিলম্বে গ্রেফতার করতে হবে ৷ তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং প্রয়োজনে প্রাণদণ্ড দিতে হবে । ঘটনার দিন সিসিটিভি ক্যামেরায় যে ফুটেজ ধরা পড়েছে, ময়নাতদন্তের রিপোর্ট সবটাই আন্দোলনকারী চিকিৎসকদের সামনে আনতে হবে । তদন্ত প্রক্রিয়া গোপন করা যাবে না ।

Diamond Harbour Medical Colleg
আরজি করকাণ্ডে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা (নিজস্ব ছবি)

এ বিষয়ে আন্দোলনরত ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তার ঈশা পান্না বলেন, "আরজি কর হাসপাতালের ঘটনা অত্যন্ত নিন্দনীয় । আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই । যতক্ষণ না পর্যন্ত এই ঘটনায় মূল অভিযুক্তদের গ্রেফতার না করা হবে, আমাদের এই আন্দোলন চলবে । এই ঘটনায় আতঙ্কে রয়েছে আমাদের পরিবার ।"

এই বিষয়ে অপর এক জুনিয়র ডাক্তার সাগ্নিক মিদ্দা জানান, "বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে আরজি কর হাসপাতালের ঘটনা কোনও মানুষের একার পক্ষে করা সম্ভব নয় । এই ঘটনার পিছনে আরও অনেকে জড়িত রয়েছে । তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করুক পুলিশ । আমরা আতঙ্কে রয়েছি ৷ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করুক প্রশাসন । আমাদের দাবি যদি মানা না হয় তাহলে লাগাতার এই কর্মবিরতি ও আন্দোলন চলবে ।"

Diamond Harbour Medical Colleg
আরজি করকাণ্ডে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তারেরা (নিজস্ব ছবি)

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা করাতে এসে সমস্যায় পড়েছেন রোগীরা ৷ এক রোগীর আত্মীয় আবুল বাসার মীরের কথায়, "ভোর তিনটে থেকে আমরা লাইনে দিয়ে রয়েছি ৷ ডাক্তার দেখানোর সুযোগ এখনও পর্যন্ত পায়নি । কখন চিকিৎসা পরিষেবা পাব তাও ঠিক জানি না ৷ আমাদের কর্তব্যরত এক নিরাপত্তারক্ষী বললেন যে এখন কোনও ডাক্তার নেই । কখন ডাক্তার আসবে তাও কেউ জানে না । আমার থেকেও আরও অনেকে গতকাল রাত থেকে লাইন দিয়ে রয়েছে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ৷ কিন্তু, তারা হতাশ হয়ে বাড়ি ফিরছে ৷ আমরাও হতাশ হয়ে বাড়ি ফিরব ।"

চিকিৎসকদের রোগীদের প্রতি বিনয়ী হওয়ার অনুরোধ জানান আবুল বাসার মীর । তিনি বলেন, "কখন পরিস্থিতি স্বাভাবিক হবে তাও জানি না । এমনিতেই ডায়মন্ড হারবার জেলা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকের সংখ্যা অনেক কম ৷ তাই চিকিৎসা পরিষেবা পেতে অনেক ভোর থেকে আমাদের লাইন দিতে হয় বহির বিভাগের সামনে । কিন্তু চিকিৎসা পরিষেবা না পাওয়ায় আমরা হতাশ হয়ে পড়েছি । শুধু আমি নই আমাদের মতনই বহু মানুষ যারা বিভিন্ন প্রান্ত থেকে চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য এসেছে, তাঁরাও হতাশ হয়ে পড়েছে । আমরা চাই দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক ৷ মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ পাক ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.