সন্দেশখালি, 21 ফেব্রুয়ারি: সন্দেশখালির আসল পরিস্থিতি দেখতে বুধবার সেখানেই রাত্রিযাপন করছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷ তাঁর সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার এবং বসিরহাট পুলিশ জেলার এসপি ডঃ মেহেদি হোসেন ৷ বুধবার রাত 8টা নাগাদ রহস্যজনকভাবে স্টিমারে উঠে পড়েন এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, বসিরহাট জেলা পুলিশ সুপার মেহেদি হোসেন এবং ডিজি রাজীব কুমার ৷ সেই স্টিমারটিকে একেবারে নদীর মাঝে নিয়ে যাওয়া হয় ৷ এরপর আচমকাই স্টিমারের আলো নিভিয়ে দেওয়া হয় ৷ সেখানে চলে গোপন বৈঠক ৷
এদিন বেলা সাড়ে 12টার পর রাজীব কুমার সন্দেশখালিতে পৌঁছে বিভিন্ন স্তরের পুলিশকর্মীদের সঙ্গে বৈঠকে বসেন ৷ সেখানে সিভিক ভলান্টিয়াদের তিনি বলেন, "আপনারা সজাগ থাকুন ৷ কোথাও কোনও বহিরাগতকে দেখলে থানায় খবর দিন ৷ এলাকার আইন ও শৃঙ্খলা যাতে পুলিশের হাতে আছে, এই বার্তা একেবারে প্রান্তিক স্তরে মানুষের কাছে পৌঁছে দিতে হবে ৷"
জেলা পুলিশকর্মীদের তিনি জিজ্ঞাসা করেন, "আচমকা সন্দেশখালিতে আইন-শৃঙ্খলার অবনতি হল কী করে ?" তাঁদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মী সদ্য সন্দেশখালিতে এসেছেন ৷ ফলে এর সদুত্তর পাওয়া যায়নি ৷ রাত সাড়ে 8টা নাগাদ গৌপন বৈঠক নিয়ে আইপিএস মহলের একাংশের দাবি, পরবর্তীকালে সন্দেশখালিতে কীভাবে সাধারণ মানুষের মনে পুলিশি সুরক্ষাব্যবস্থা এবং পুলিশি আস্থা ফেরানো যায়, তার ব্লুপ্রিন্ট তৈরি করেছেন খোদ রাজ্য় পুলিশের ডিজি রাজীব কুমার ৷
সন্দেশখালি একটি সীমান্তবর্তী এলাকা ৷ নদী পেরলেই বাংলাদেশ ৷ সূত্রের খবর, ইতিমধ্যে সন্দেশখালিতে নারী নির্যাতন থেকে শুরু করে আইন-শৃঙ্খলার অবনতির পর নতুন অভিযোগ এসেছে মানবপাচারের ৷ ফলে জলপথে রাজ্যপুলিশের নজরদারি বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে ৷ পাশাপাশি রাজীব কুমার নিজে খোঁজ নিয়েছেন, গত আড়াই বছরের মধ্যে এলাকায় থানায় ক'টি নিখোঁজের অভিযোগ দায়ের হয়েছে ৷ এর সঙ্গে কতজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ এই বিষয়েও বিশদে আলোচনা হয় ৷
সূত্রের খবর, এদিন বসিরহাট জেলা পুলিশের পুলিশ সুপারকে তিনি নির্দেশ দিয়েছেন, এলাকায় রাতে নজরদারি বাড়াতে হবে ৷ বাংলাদেশের সীমান্তবর্তী সন্দেশখালিতে প্রবেশ এবং সেখান থেকে বাইরে যাওয়ার রাস্তা তথা সীমান্তে যতটুকু এলাকা পুলিশের আওতাধীন, সেখানে বিশেষভাবে পুলিশি নজরদারি আজ রাত থেকেই বাড়ানো হচ্ছে ৷ এ বিষয়ে রাজ্য পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "এটি মানুষের আস্থা ফিরে পাওয়ার একটা কৌশল ৷ পাশাপাশি শেখ শাহজাহান-সহ যে সব অভিযুক্তরা এখনও পলাতক, তাদের বিরুদ্ধে পুলিশ কড়া পদক্ষেপ করছে, সেই বিষয়টি সেখানকার মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া ৷" ভবানীভবন সূত্রে খবর, আগামিকাল সকালে ফের রাজ্যপুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন রাজীব কুমার ৷
আরও পড়ুন: