দুর্গাপুর, 15 ফেব্রুয়ারি: ফুলের মালা দিয়ে জানানো হল শেষ শ্রদ্ধা । দাহ করতে নিয়ে যাওয়ার চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল । তখনই বৃদ্ধের মৃতদেহের বদলে এক অচেনা বৃদ্ধার মৃতদেহ দেখে চমকে উঠলেন পরিবার-পরিজন ও এলাকাবাসী । অভিযোগ, হাসপাতালের গাফিলতিতে বদলে গিয়েছে মৃতদেহ ৷ তারই প্রতিবাদে সেই দেহ নিয়ে গিয়েই হাসপাতালের সামনে বিক্ষোভে ফেটে পড়লেন মানুষজন ৷
অভিযোগ, কয়েকদিন আগে দুর্গাপুরের বেনাচিতির 71 বছরের এক বৃদ্ধ নৃপেন্দ্রনাথ শ্যাম ভর্তি হয়েছিলেন দুর্গাপুরের বিধাননগর পুলিশ ফাঁড়ি সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে । দু'দিন আগে দুর্গাপুরের সগড়ভাঙার দেশবন্ধু নগরের এক বৃদ্ধা কনক মজুমদারও ভর্তি হন ওই বেসরকারি হাসপাতালে । বুধবার রাতে ওই হাসপাতালেই মৃত্যু হয় দু'জনের । বৃহস্পতিবার সকালে বেনাচিতির বাসিন্দা মৃত নৃপেন্দ্রনাথ শ্যামের দেহ নিয়ে যান পরিবার-পরিজনেরা । পাড়ার ক্লাবে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর পর বাড়িতে নিয়ে যাওয়া হয় মৃতদেহ । তখনই মৃতদেহের মুখ ভালো করে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে পরিবার-পরিজন ও এলাকাবাসীর । তাঁরা দেখতে পান নৃপেন্দ্রনাথের দেহের বদলে তাঁদের দেওয়া হয়েছে এক বৃদ্ধার মৃতদেহ ।
এরপর শববাহী যানে করেই সেই মৃতদেহ নিয়ে হাসপাতালে গিয়ে ক্ষোভে ফেটে পড়েন আত্মীয়-পরিজনেরা । অন্যদিকে, মৃত বৃদ্ধা কনক মজুমদারের পরিবারের লোকজন সেই কথা জানতে পেরে তাঁরাও হাসপাতালের সামনে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ৷ মৃতার আত্মীয়া রানু পান অভিযোগ করেন, তাঁর পিসি বুধবার রাতে এই হাসপাতালে মারা যান । বৃহস্পতিবার সকাল থেকে দেহ নেওয়ার জন্য তাঁরা দাঁড়িয়ে আছেন । তারই মধ্যে খবর পান, তাঁর পিসির দেহ বদলে গিয়েছে । এক বৃদ্ধের মৃতদেহের জায়গায় তাঁর পিসির মৃতদেহ চলে গিয়েছে । হাসপাতালে চূড়ান্ত গাফিলতি ছাড়া এই ধরনের ঘটনা ঘটতে পারে না বলে অভিযোগ করেন তিনি ।
হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আবার উলটে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ । অভিযোগ স্বীকার করে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের কর্ণধার পঙ্কজ মুখোপাধ্যায় বলেন, মৃতদেহ সনাক্ত করতে ভুল হয়েছিল । মর্গের দায়িত্বে থাকা কর্মীদের বরখাস্ত করা হয়েছে বলেও জানান তিনি । ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে, সেদিকেও নজরদারি বাড়াবেন বলে জানান তিনি ।
আরও পড়ুন: