কলকাতা, 1 জুন: নির্বাচন চলাকালীন দু'বার মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে অভিযোগ জানাল কংগ্রেস ৷ নির্বিঘ্নে ভোটের দাবি ও নারকেলডাঙ্গার ওসির বিরুদ্ধে শাসক দলের হয়ে কাজ করার অভিযোগ জানায় কংগ্রেস ৷
সপ্তম দফার লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে আশুতোষ চট্টোপাধ্যায় জানান,সকাল থেকে প্রায় 40টির উপর অভিযোগ জানানো সত্ত্বেও সিইও'র পক্ষ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। তিনি আরও অভিযোগ করে জানান, কলকাতা উত্তরে বিভিন্ন জায়গায় বুথের বাইরে মস্তান বাহিনী ঘুরে বেড়াচ্ছে। ভোটারদের ধমকানো-চমকানো হচ্ছে। হুমকি দেওয়া হচ্ছে। কোথাও কুইক রেসপন্স টিমকে দেখা যায়নি ৷ কমিশনের তরফে বলা হচ্ছে যে তাদের দায়িত্ব ভিতর পর্যন্ত। অন্যদিকে অবজারভরদের ফোনে পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে।
এদিন, আশুতোষ চট্টোপাধ্যায় আরও অভিযোগ করে বলেন, "সিইও দফতর থেকে যে বুকলেটটি দেওয়া হয়েছে তাতে নারকেলডাঙার সেক্টর অফিসার প্রলয় ঘোষের ফোন নম্বর 'ইনভ্যালিড' বলা হচ্ছে। নারকেলডাঙার ওসি শাসক দলের হয়ে কাজ করছে।" কংগ্রেসের তরফে অভিযোগে জানানো হয়, সপ্তম দফায় নির্বাচন কমিশন ব্যর্থ কারণ তাঁরা চোখে ঠুলি পরে রয়েছে। কোথাও দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে না। পুলিশ অবজারভার কিছুই করছে না। তাঁকে অনেক সময় ফোনেও পাওয়া যাচ্ছে না। বহু জায়গায় সিআরপিএফ বিজেপি নেতাদের পিছনে পিছনে ঘুরে বেড়াচ্ছে ৷ ইতিমধ্যেই অভিযোগ তুলে লিখিত অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
এদিন লিখিত অভিযোগে জানানো হয়েছে, অস্ত্র নিয়ে কাউন্সিলরের ভাই দুষ্কৃতীদের নিয়ে ভয় দেখাচ্ছে। কলকাতার ভোটে বিভিন্ন জায়গায় সিআরপিএফ আইসক্রিম খেতে ব্যস্ত ৷ কিন্তু তাঁদের যখন ফোন করা হচ্ছে অর্থাৎ কুইক রেসপন্স টিমকে ফোন করা হচ্ছে তখন সেই দুষ্কৃতীদের দমন করতে পারছে না বা বলা যায় ইচ্ছুক নয়। কলকাতাকে দুষ্কৃতীদের হাতে তুলে দেওয়া হচ্ছে। সেই কারণে পোলিং শতাংশ শেষ দফায় কলকাকায় খুব কম হয়েছে। খাস কলকাতায় যদি এমনটা হয় তাহলে অন্যান্য জায়গায় কী পরিস্থিতি তা অনুমান করা যায় বলে লিখিত অভিযোগে জানানো হয়েছে কংগ্রেসের তরফে।