ETV Bharat / state

পাণ্ডুয়ায় প্যান্টোগ্রাফ ভেঙে বন্ধ ট্রেন, তীব্র গরমে চরম ভোগান্তি যাত্রীদের - Train halts after pantograph breaks - TRAIN HALTS AFTER PANTOGRAPH BREAKS

Train halts after pantograph breaks: ভরদুপুরে পাণ্ডুয়ায় প্যান্টোগ্রাফ ভেঙে গিয়ে বন্ধ হল ট্রেন চলাচল ৷ তীব্র গরমে চরম ভোগান্তির মুখে পড়েন যাত্রীরা ৷ বেশ কিছুক্ষণ ধরে মেরামতির পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 22, 2024, 6:45 PM IST

পাণ্ডুয়া, 22 এপ্রিল: পাণ্ডুয়ায় প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ডাউন লাইনে ট্রেন চলাচল । ব্যস্ত সময়ে আটকে পড়ে সমস্ত ট্রেন । আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও তীব্র গরমের মধ্যে হাওড়া লোকালের যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন । তার উপর পাণ্ডুয়া রেলগেটের উপর এই ঘটনা ঘটনায় মহানাদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় । বাস, লরি-সহ সমস্ত যানবাহন আটকে পড়ে ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় রেলকর্মীরা মেরামত করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

সোমবার দুপুর দেড়টা নাগাদ পাণ্ডুয়া লোকাল পাণ্ডুয়া স্টেশন থেকে ছাড়ে ৷ হাওড়ার দিকে যেতে গিয়ে রিভারলাইন থেকে এক নম্বরে ওঠার সময় এই ঘটনা ঘটে । ট্রেনের প্রথম কামরার প্যান্টোগ্রাফ ভেঙে যায় । সঙ্গে সঙ্গে চালক বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন । খবর দেওয়া হয় রেল আধিকারিকদের । তারপরই দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ । ডাউন লাইনে এক ঘণ্টা মতো ট্রেন চলাচল বন্ধ ছিল । আপলাইন দিয়েই লোকাল ট্রেন পাস করানো হয় । ট্রেনের গার্ড জানান, পাণ্ডুয়া স্টেশনে পুনরায় ট্রেনটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

মেরামত হলে দুপুর 2 টোর পর ফের ডাউন লাইনে ট্রেন চালু হয় । ধীরে ধীরে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় । ওই ট্রেনের গার্ড টিকে সামন্ত বলেন, "এটা আমাদের দায়িত্ব নয় । রেলের ইঞ্জিনিয়ারিং কর্মীর দায়িত্ব । হঠাৎ করে ট্রেনের সামনে মোটরম্যান আওয়াজ পেয়ে দাঁড় করিয়েছেন । পরে আমাকে জানান, আমি পাণ্ডুয়া স্টেশনে খবর দিয়েছিলাম । কাজ চলে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চালু হয়ে যাবে । আপ লাইন চালু থাকলেও ডাউন লাইন বন্ধ হয়ে যায় ।"

এই ঘটনার কারণে হাওড়া-রাধিকাপুর মেল দাঁড়িয়ে যায় । এছাড়াও বেশকিছু লোকাল ট্রেন থমকে যায় । তীব্র গরমে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা । এক যাত্রী হাওড়া লোকালে চুঁচুড়া যাওয়ার পথে আটকে পড়েন । প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, "ঘণ্টাখানেক হল ট্রেন বন্ধ হয়েছে । এই তো রেলের অবস্থা । গরমের মধ্যে যাত্রীদের খুব খারাপ অবস্থা ।"

দু'দিন আগেই ব্যান্ডেল লোকাল যাওয়ার সময় ধরে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । আতঙ্কিত হয়ে পড়েন অফিস যাত্রীরা । আজ আবার ভরদুপুরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি । পরে লাইন ফাঁকা হলে ট্রেন ও মেল চলাচল স্বাভাবিক হয় ।

আরও পড়ুন:

  1. চুঁচুড়া স্টেশনে ট্রেনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি; অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল
  2. টানা 20 দিন লাইন মেরামতের কাজ, একগুচ্ছ ট্রেন বাতিলে হয়রান যাত্রীরা
  3. ভিড় সামলাতে শিয়ালদা উত্তর শাখায় এবার সব ট্রেনই 12 কোচের

পাণ্ডুয়া, 22 এপ্রিল: পাণ্ডুয়ায় প্যান্টোগ্রাফ ভেঙে যাওয়ায় বেশ কিছুক্ষণ বন্ধ থাকল ডাউন লাইনে ট্রেন চলাচল । ব্যস্ত সময়ে আটকে পড়ে সমস্ত ট্রেন । আপ লাইন দিয়ে ট্রেন চলাচল করলেও তীব্র গরমের মধ্যে হাওড়া লোকালের যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন । তার উপর পাণ্ডুয়া রেলগেটের উপর এই ঘটনা ঘটনায় মহানাদ যাওয়ার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায় । বাস, লরি-সহ সমস্ত যানবাহন আটকে পড়ে ৷ বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় রেলকর্মীরা মেরামত করে দেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷

সোমবার দুপুর দেড়টা নাগাদ পাণ্ডুয়া লোকাল পাণ্ডুয়া স্টেশন থেকে ছাড়ে ৷ হাওড়ার দিকে যেতে গিয়ে রিভারলাইন থেকে এক নম্বরে ওঠার সময় এই ঘটনা ঘটে । ট্রেনের প্রথম কামরার প্যান্টোগ্রাফ ভেঙে যায় । সঙ্গে সঙ্গে চালক বুঝতে পেরে ট্রেন দাঁড় করিয়ে দেন । খবর দেওয়া হয় রেল আধিকারিকদের । তারপরই দ্রুততার সঙ্গে শুরু হয় মেরামতির কাজ । ডাউন লাইনে এক ঘণ্টা মতো ট্রেন চলাচল বন্ধ ছিল । আপলাইন দিয়েই লোকাল ট্রেন পাস করানো হয় । ট্রেনের গার্ড জানান, পাণ্ডুয়া স্টেশনে পুনরায় ট্রেনটি ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ।

মেরামত হলে দুপুর 2 টোর পর ফের ডাউন লাইনে ট্রেন চালু হয় । ধীরে ধীরে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয় । ওই ট্রেনের গার্ড টিকে সামন্ত বলেন, "এটা আমাদের দায়িত্ব নয় । রেলের ইঞ্জিনিয়ারিং কর্মীর দায়িত্ব । হঠাৎ করে ট্রেনের সামনে মোটরম্যান আওয়াজ পেয়ে দাঁড় করিয়েছেন । পরে আমাকে জানান, আমি পাণ্ডুয়া স্টেশনে খবর দিয়েছিলাম । কাজ চলে কিছুক্ষণের মধ্যেই ট্রেন চালু হয়ে যাবে । আপ লাইন চালু থাকলেও ডাউন লাইন বন্ধ হয়ে যায় ।"

এই ঘটনার কারণে হাওড়া-রাধিকাপুর মেল দাঁড়িয়ে যায় । এছাড়াও বেশকিছু লোকাল ট্রেন থমকে যায় । তীব্র গরমে চরম ভোগান্তির মুখে পড়েন নিত্যযাত্রীরা । এক যাত্রী হাওড়া লোকালে চুঁচুড়া যাওয়ার পথে আটকে পড়েন । প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, "ঘণ্টাখানেক হল ট্রেন বন্ধ হয়েছে । এই তো রেলের অবস্থা । গরমের মধ্যে যাত্রীদের খুব খারাপ অবস্থা ।"

দু'দিন আগেই ব্যান্ডেল লোকাল যাওয়ার সময় ধরে ট্রেনের নীচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । আতঙ্কিত হয়ে পড়েন অফিস যাত্রীরা । আজ আবার ভরদুপুরে ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি । পরে লাইন ফাঁকা হলে ট্রেন ও মেল চলাচল স্বাভাবিক হয় ।

আরও পড়ুন:

  1. চুঁচুড়া স্টেশনে ট্রেনে আগুন আতঙ্ক, হুড়োহুড়ি; অফিস টাইমে বিঘ্নিত ট্রেন চলাচল
  2. টানা 20 দিন লাইন মেরামতের কাজ, একগুচ্ছ ট্রেন বাতিলে হয়রান যাত্রীরা
  3. ভিড় সামলাতে শিয়ালদা উত্তর শাখায় এবার সব ট্রেনই 12 কোচের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.