ETV Bharat / state

ভাগ্নি মমতার আহত হওয়ার খবরে চিন্তিত মামা, সুস্থতা কামনায় তারাপীঠে পুজো - CM Mamata Banerjees Health

CM Mamata Banerjees Health: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার খবর পেয়ে দুঃশ্চিন্তায় কুসুম্বায় মামার বাড়ির পরিবার ৷ সুস্থতা কামনায় তারাপীঠে পুজো দিয়েছেন তাঁরা ৷ ভাগ্নির দ্রুত সুস্থতা কামনা করে কুলদেবী রক্ষাকালীর পুজো করেছেন অনিল মুখোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 2:34 PM IST

ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার পরামর্শ মামা অনিল মুখোপাধ্যায়ের

রামপুরহাট, 15 মার্চ: বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার নিজের বাড়িতেই হোঁচট খেয়ে পড়ে কপালে ও নাকে সেলাই পড়েছে তাঁর ৷ আর তাই নিয়ে চিন্তিত কুসুম্বায় মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায় ৷ সাবধানে চলা ফেরা করার পরামর্শ দিলেন ভাগ্নিকে ৷ রাতেই ফোন করে ভাই নীহার মুখোপাধ্যায় দিদি মমতার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ৷ আর তাঁর স্ত্রী পম্পা মুখোপাধ্যায় জানালেন, মমতার দ্রুত সুস্থতা কামনা করে তারাপীঠে পুজো দেবেন ৷ কুলদেবী ক্ষ্যাপাকালী মন্দিরে পুজো দিয়েছেন তাঁরা ৷

কয়েকদিন ছাড়া ছাড়া দুর্ঘটনার কবলে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই নিয়ে চিন্তিত তাঁর মামা অনিল মুখোপাধ্যায় ৷ তাঁর ভাগ্নির উপর পুরো রাজ্যের দায়িত্বভার ৷ তাই ভাগ্নিকে মামার পরামর্শ, "আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ৷ আজ সকালে জানতে পারি ঘটনাটা ৷ চিন্তা তো হবেই ৷ ভয়ও লাগছে, বারবার কেন এমন ঘটনা ঘটছে ! আমি বলব সাবধানে চলা ফেরা করতে ৷"

দিদির সুস্থতা কামনা করে গতকাল সন্ধেতেই কালীঘাটের বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছিলেন মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "বারবার দুর্ঘটনায় আহত হওয়ায় দুঃশ্চিন্তা ও উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক ৷ খুবই চিন্তায় আছি ৷ কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খবর নিয়েছি ৷ বাবার অনেক বয়স, চিন্তা করবে তাই রাতে ওনাকে জানান হয়নি ৷ দিদির ঘরটা খুবই ছোট ৷ কোনও ভাবে পড়ে গেছেন ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে তারাপীঠে মা তারার কাছে পুজো দেবেন বলে জানিয়েছেন, তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় ৷ তাঁদের বাড়িতে কুলদেবী ক্ষ্যাপাকালীর পুজো দিয়েছেন ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় নিজের ঘরেই হোঁচট খেয়ে পড়ে যান মমতা ৷ দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে ৷ সিটি স্ক্যান ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা-সহ একাধিক বিষয়ে গাফিলি নজরে এসেছে ৷ কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে 24 ঘণ্টার ডেমিক্যাল টিম নেই ? সেই প্রশ্নও উঠছে ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে ভালো ঘুম হয়েছে
  2. পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের
  3. ‘পিছন থেকে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর’, দাবি এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে

ভাগ্নি মমতা বন্দ্যোপাধ্যায়কে সাবধানে চলাফেরা করার পরামর্শ মামা অনিল মুখোপাধ্যায়ের

রামপুরহাট, 15 মার্চ: বারবার দুর্ঘটনার শিকার হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এবার নিজের বাড়িতেই হোঁচট খেয়ে পড়ে কপালে ও নাকে সেলাই পড়েছে তাঁর ৷ আর তাই নিয়ে চিন্তিত কুসুম্বায় মুখ্যমন্ত্রীর মামা অনিল মুখোপাধ্যায় ৷ সাবধানে চলা ফেরা করার পরামর্শ দিলেন ভাগ্নিকে ৷ রাতেই ফোন করে ভাই নীহার মুখোপাধ্যায় দিদি মমতার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন ৷ আর তাঁর স্ত্রী পম্পা মুখোপাধ্যায় জানালেন, মমতার দ্রুত সুস্থতা কামনা করে তারাপীঠে পুজো দেবেন ৷ কুলদেবী ক্ষ্যাপাকালী মন্দিরে পুজো দিয়েছেন তাঁরা ৷

কয়েকদিন ছাড়া ছাড়া দুর্ঘটনার কবলে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাই নিয়ে চিন্তিত তাঁর মামা অনিল মুখোপাধ্যায় ৷ তাঁর ভাগ্নির উপর পুরো রাজ্যের দায়িত্বভার ৷ তাই ভাগ্নিকে মামার পরামর্শ, "আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ৷ আজ সকালে জানতে পারি ঘটনাটা ৷ চিন্তা তো হবেই ৷ ভয়ও লাগছে, বারবার কেন এমন ঘটনা ঘটছে ! আমি বলব সাবধানে চলা ফেরা করতে ৷"

দিদির সুস্থতা কামনা করে গতকাল সন্ধেতেই কালীঘাটের বাড়িতে ফোন করে খোঁজ নিয়েছিলেন মামাতো ভাই নীহার মুখোপাধ্যায় ৷ তিনি বলেন, "বারবার দুর্ঘটনায় আহত হওয়ায় দুঃশ্চিন্তা ও উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক ৷ খুবই চিন্তায় আছি ৷ কালকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে খবর নিয়েছি ৷ বাবার অনেক বয়স, চিন্তা করবে তাই রাতে ওনাকে জানান হয়নি ৷ দিদির ঘরটা খুবই ছোট ৷ কোনও ভাবে পড়ে গেছেন ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনা করে তারাপীঠে মা তারার কাছে পুজো দেবেন বলে জানিয়েছেন, তাঁর ভাইয়ের স্ত্রী পম্পা মুখোপাধ্যায় ৷ তাঁদের বাড়িতে কুলদেবী ক্ষ্যাপাকালীর পুজো দিয়েছেন ৷ উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধেয় নিজের ঘরেই হোঁচট খেয়ে পড়ে যান মমতা ৷ দ্রুত তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাঁর কপালে তিনটি ও নাকে একটি সেলাই পড়েছে ৷ সিটি স্ক্যান ও অন্যান্য শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে ৷ তবে, দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা-সহ একাধিক বিষয়ে গাফিলি নজরে এসেছে ৷ কেন মুখ্যমন্ত্রীর বাড়িতে 24 ঘণ্টার ডেমিক্যাল টিম নেই ? সেই প্রশ্নও উঠছে ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে ভালো ঘুম হয়েছে
  2. পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের
  3. ‘পিছন থেকে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর’, দাবি এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.