ETV Bharat / state

দালালের মতো কাজ করবেন না, পুলিশকে হুঁশিয়ারি নওশাদের - LOk Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Political Violence at Shasan: ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর সভা ঘিরে ধুন্ধুমার শাসন ৷ আইএসএফের সঙ্গে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বচসা গড়াল হাতাহাতি পর্যন্ত ৷ পুলিশে অভিযোগ দায়ের ৷

Nawsad Siddique
নওশাদের সভা ঘিরে উত্তপ্ত শাসন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 16, 2024, 3:29 PM IST

তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা (ইটিভি ভারত)

শাসন, 16 মে: আইএসএফকে সভা করতে বাধা তৃণমূূলের ৷ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভার আগে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। দুই দলের সংঘর্ষে উত্তপ্ত শাসন ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় যান নওশাদ। সেখানেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন বিধায়ক। তাঁকে বলতে শোনা যায়, পুলিশের মতো আচরণ করুন। আপনারা দালাল নন।"

জানা গিয়েছে, বৃহস্পতিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে শাসনে সভা ছিল আইএসএফের। তার আগে খড়িবাড়ি বাজারে পোস্টার এবং পতাকা লাগাচ্ছিলেন কীর্তিপুর 1 নম্বর অঞ্চল আইএসএফ কমিটির এক সদস্য। অভিযোগ, সেই সময় এক তৃণমূলকর্মী ওই যুবককে পতাকা লাগাতে বাধা দেন। এর পরই অশান্তি চরমে ওঠে। প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।

এই অশান্তির আবহেই এলাকায় পৌঁছন নওশাদ সিদ্দিকী। পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল ৷ এরপরেই থানায় অভিযোগ জানাতে যান খোদ ভাঙড়ের বিধায়ক নওশাদ ৷ সেখানেও পুলিশের সঙ্গেও বচসা বেধে যায় আইএসএফ নেতার ৷ অভিযোগ, তিনি পুলিশ কর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন ৷ পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায়, "আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল। হাইকোর্ট এখনও বন্ধ হয়নি… ৷"

পালটা এসডিপিও বলেন, "আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।" তারপর গোটা বিষয়টিকে কেন্দ্র করে থানায় অভিযোগ জানান আইএসএফ নেতা। নওশাদ জানিয়েছেন, এদিন নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে সভার অনুমতি নেওয়া হয়েছিল। তারপরও এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না ৷ এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই চারদফার লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে ৷ আগামী 20 তারিখ পঞ্চম দফার নির্বাচন ৷ জোর কদমে চলছে প্রচার ৷ তার মধ্যে আইএসএফ-তৃণমূল কর্মীদের বচসায় উত্তপ্ত শাসন ৷

আরও পড়ুন

  1. প্রতিবাদী মহিলাকে রাতে অপহরণের চেষ্টা, নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে
  2. সন্দেশখালির মহিলাদের নিরাপত্তা নেই, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মামলা খারিজ প্রধান বিচারপতির
  3. রানাঘাট কলেজে স্ট্রংরুমে বন্ধ সিসিটিভি ! কারচুপি করতে পারে তৃণমূল, আশঙ্কা বিজেপি প্রার্থীর

তৃণমূল সমর্থকদের সঙ্গে বচসা (ইটিভি ভারত)

শাসন, 16 মে: আইএসএফকে সভা করতে বাধা তৃণমূূলের ৷ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর সভার আগে তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে হাতাহাতি। দুই দলের সংঘর্ষে উত্তপ্ত শাসন ৷ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে থানায় যান নওশাদ। সেখানেই পুলিশের সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন তিনি। শুধু তাই নয়, পুলিশ কর্মীদের দায়িত্ব স্মরণ করিয়ে দেন বিধায়ক। তাঁকে বলতে শোনা যায়, পুলিশের মতো আচরণ করুন। আপনারা দালাল নন।"

জানা গিয়েছে, বৃহস্পতিবার বসিরহাট লোকসভা কেন্দ্রে শাসনে সভা ছিল আইএসএফের। তার আগে খড়িবাড়ি বাজারে পোস্টার এবং পতাকা লাগাচ্ছিলেন কীর্তিপুর 1 নম্বর অঞ্চল আইএসএফ কমিটির এক সদস্য। অভিযোগ, সেই সময় এক তৃণমূলকর্মী ওই যুবককে পতাকা লাগাতে বাধা দেন। এর পরই অশান্তি চরমে ওঠে। প্রবল উত্তেজনা ছড়ায় এলাকায়।

এই অশান্তির আবহেই এলাকায় পৌঁছন নওশাদ সিদ্দিকী। পরিস্থিতি হয়ে ওঠে আরও জটিল ৷ এরপরেই থানায় অভিযোগ জানাতে যান খোদ ভাঙড়ের বিধায়ক নওশাদ ৷ সেখানেও পুলিশের সঙ্গেও বচসা বেধে যায় আইএসএফ নেতার ৷ অভিযোগ, তিনি পুলিশ কর্মীদের সঙ্গে আঙুল উঁচিয়ে কথা বলেন ৷ পুলিশ কর্মীদের উদ্দেশ্যে ভাঙড়ের বিধায়ককে বলতে শোনা যায়, "আপনি পুলিশ, পুলিশের মতোই কাজ করুন। তৃণমূলের হয়ে কাজ করবেন না। আপনি দালাল। হাইকোর্ট এখনও বন্ধ হয়নি… ৷"

পালটা এসডিপিও বলেন, "আপনি একজন সরকারি আধিকারিককে দালাল বলতে পারেন না।" তারপর গোটা বিষয়টিকে কেন্দ্র করে থানায় অভিযোগ জানান আইএসএফ নেতা। নওশাদ জানিয়েছেন, এদিন নির্বাচন কমিশনের অ্যাপের মাধ্যমে সভার অনুমতি নেওয়া হয়েছিল। তারপরও এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না ৷ এ বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি। ইতিমধ্যেই চারদফার লোকসভা নির্বাচন হয়ে গিয়েছে ৷ আগামী 20 তারিখ পঞ্চম দফার নির্বাচন ৷ জোর কদমে চলছে প্রচার ৷ তার মধ্যে আইএসএফ-তৃণমূল কর্মীদের বচসায় উত্তপ্ত শাসন ৷

আরও পড়ুন

  1. প্রতিবাদী মহিলাকে রাতে অপহরণের চেষ্টা, নতুন করে উত্তেজনা সন্দেশখালিতে
  2. সন্দেশখালির মহিলাদের নিরাপত্তা নেই, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের মামলা খারিজ প্রধান বিচারপতির
  3. রানাঘাট কলেজে স্ট্রংরুমে বন্ধ সিসিটিভি ! কারচুপি করতে পারে তৃণমূল, আশঙ্কা বিজেপি প্রার্থীর
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.