আলিপুর, 9 মে: মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ কলকাতার আলিপুর-গোপালনগর ৷ সিপিএম এবং তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে চরম বাদানুবাদের জেরে ব্যাপক অশান্তির সৃষ্টি হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দক্ষিণ কলকাতার ডিভিশনাল কলকাতার পুলিশ আধিকারিকরা ৷
ব্যারিকেড দিয়ে বিবদমান দুই গোষ্ঠীকে আলাদা করে দেওয়া হয় ৷ একে অপরকে লক্ষ্য করে 'চোর চোর' স্লোগান দিতে থাকেন তাঁরা ৷ এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ৷ কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ঘটনাস্থলে এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন । বৃহস্পতিবারই মনোনয়ন পেশ করার দিন ছিল । মনোনয়নের দিনে এই ঘটনা ঘটার আগে কেন পুলিশ প্রশাসন সজাগ ছিল না, সেই নিয়েও প্রশ্ন উঠেছে । পাশাপাশি প্রশ্ন উঠেছে যে দুই পক্ষের সমর্থকরা কীভাবে সামনাসামনি এসে পড়ল, কেন আগে থেকে ব্যারিকেড করা হয়নি ৷
আরও পড়ুন :