কলকাতা, 23 অগস্ট: আরজি কর-কাণ্ডে এবার সংশ্লিষ্ট হাসপাতালের পুলিশ আউটপোস্টের ওসি এবং অ্যাডিশনাল ওসি-সহ চারজন পুলিশ কর্মীকে তলব করল সিবিআই ৷ সিবিআইয়ের আধিকারিকরা তাঁদের জিজ্ঞাসাবাদ করবেন এবং তাঁদের বয়ান রেকর্ড করবেন বলে জানা গিয়েছে ।
আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্ত করছে সিবিআই ৷ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷ এবার সিজিও কমপ্লেক্সে ডাক পড়ল হাসপাতালের পুলিশ আউটপোস্টের ওসি ও অ্যাডিশনাল ওসি-সহ চারজন পুলিশ কর্মীর ৷ তাঁদের কাছ থেকে মূলত কী জানতে চান তদন্তকারীরা ?
যা জানতে চায় সিবিআই
- যেহেতু হাসপাতালের মধ্যেই পুলিশ আউটপোস্ট রয়েছে, ফলে তরুণী চিকিৎসকের দেহ কখন উদ্ধার হল এবং তার সঠিক তথ্য সেখানকার বড়বাবু কখন জানলেন ?
- চিকিৎসক ছাত্রীর দেহ উদ্ধারের ঘটনার পর আউটপোস্টের ভূমিকা কী ছিল ?
- চিকিৎসক ছাত্রীর দেহ যখন উদ্ধার হল, তার কতক্ষণের মধ্যে হাসপাতালের আউটপোস্টের পুলিশ কর্মীরা গোটা ঘটনাটি জানতে পারেন ?
- ঘটনাটি জানার পর আরজি কর হাসপাতালের পুলিশ আউটপোস্টের ওসির ভূমিকা কী ছিল ?
- কতক্ষণের মধ্যে ডেপুটি কমিশনার অফ পুলিশ নর্থ ডিভিশনকে গোটা ঘটনাটি জানানো হয়েছিল ?
- ঘটনার কতক্ষণের মধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল ?
হাসপাতাল আউটপোস্টের পুলিশকর্মীদের থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এমনই একাধিক প্রশ্নের উত্তর জানতে চাইবেন বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে ৷ সেজন্যই পুলিশ আউটপোস্টের ওসি ও অ্যাডিশনাল ওসি-সহ মোট চারজন পুলিশ কর্মীকে ডেকে পাঠানো হয়েছে ।
এর আগে এই ঘটনা নিয়ে টালা থানার পুলিশকর্মীদের সঙ্গে কথা বলেছেন তদন্তকারীরা । টালা থানার অফিসার ইনচার্জকে সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদের সময় গোয়েন্দারা জানতে চেয়েছিলেন যে, ঘটনার দিন কখন ঘটনাস্থলে যান ওসি, তিনি কীভাবে সন্দীপ ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন ৷
এদিকে, আজও সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ । তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ পর্ব চালাচ্ছেন তদন্তকারীরা । অন্যদিকে, শিয়ালদা আদালতে পেশ করা হয় ধৃত সঞ্জয় রায়কে । আদালতের তরফে তাঁর জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে । ফলে এবার সংশোধনাগারে গিয়ে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানিয়েছে সিবিআই ।