ETV Bharat / state

আরজি কর: নির্যাতিতার সঙ্গে সঞ্জয়ের শরীরের নমুনার মিলের উল্লেখ চার্জশিটে - RG KAR DOCTOR RAPE AND MURDER

চার্জশিটে সিবিআই উল্লেখ করেছে, নির্যাতিতার সঙ্গে সঞ্জয়ের শরীরের নমুনার মিল খুঁজে পেয়েছে তারা ৷ ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয়েরই নাম রয়েছে ৷

RG Kar Doctor Rape and Murder
নির্যাতিতার সঙ্গে সঞ্জয়ের শরীরের নমুনার মিল পেল সিবিআই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 4:32 PM IST

কলকাতা, 8 অক্টোবর: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের শরীরের একাধিক নমুনার সঙ্গে মৃত চিকিৎসক ছাত্রীর শরীরের নমুনার মিল পেয়েছে সিবিআই । চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ এই ঘটনায় সোমবার শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই । সেখানে সঞ্জয়ের নাম আছে বলে জানা গিয়েছে ।

সিবিআই সূত্রে খবর, আরজি কর-কাণ্ডের চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার 64 (ধর্ষণ), 66 (দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন থাকা অবস্থায় ধর্ষণ) এবং 103 (1) (খুন) ধারায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে । ওই চার্জশিট মঙ্গলবার ধৃত সঞ্জয়ের হাতেও তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে তা ধৃতের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে ।

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ । ওই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে । সেই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে । পরে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । সিবিআই ওই ঘটনার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে ।

বর্তমানে আরজি করের ঘটনার দুটি দিক তদন্ত হচ্ছে । একটি আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা, অন্যটি হল হাসপাতালে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির ঘটনা । এই দুটি ঘটনার তদন্ত করছে সিবিআই । তার মধ্যে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট সোমবার পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ চার্জশিটের মূল অংশটি প্রায় 213 পাতার । 200 জন সাক্ষীর কথাও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে । সেই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের নাম আছে ।

সিবিআইয়ের দাবি, এই সঞ্জয়ই মূলত ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত । সিবিআইয়ের দেওয়া চার্জশিটে উল্লেখ্য রয়েছে যে গত 9 অগস্ট ভোর 4টে 3 মিনিট থেকে ভোর 4টে 31 মিনিট, এই 28 মিনিটে সেমিনার রুমের মধ্যে ওই ঘটনা ঘটিয়েছিলেন ধৃত সিভিক ।

কলকাতা, 8 অক্টোবর: আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়ের শরীরের একাধিক নমুনার সঙ্গে মৃত চিকিৎসক ছাত্রীর শরীরের নমুনার মিল পেয়েছে সিবিআই । চার্জশিটে এমনটাই উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ এই ঘটনায় সোমবার শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট জমা করেছে সিবিআই । সেখানে সঞ্জয়ের নাম আছে বলে জানা গিয়েছে ।

সিবিআই সূত্রে খবর, আরজি কর-কাণ্ডের চার্জশিটে ভারতীয় ন্যায় সংহিতার 64 (ধর্ষণ), 66 (দীর্ঘক্ষণ সংজ্ঞাহীন থাকা অবস্থায় ধর্ষণ) এবং 103 (1) (খুন) ধারায় সঞ্জয় রায়কে অভিযুক্ত করা হয়েছে । ওই চার্জশিট মঙ্গলবার ধৃত সঞ্জয়ের হাতেও তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে । পরে তা ধৃতের আইনজীবীর কাছে দেওয়া হয়েছে ।

গত 9 অগস্ট আরজি কর হাসপাতালে চারতলার সেমিনার হল থেকে উদ্ধার হয় এক তরুণী চিকিৎসকের দেহ । ওই ঘটনায় ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে । সেই ঘটনার তদন্ত নেমে কলকাতা পুলিশ গ্রেফতার করে সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে । পরে অবশ্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্তভার চলে যায় সিবিআইয়ের হাতে । সিবিআই ওই ঘটনার তথ্য-প্রমাণ লোপাটের অভিযোগে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার প্রাক্তন অফিসার ইনচার্জ অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে ।

বর্তমানে আরজি করের ঘটনার দুটি দিক তদন্ত হচ্ছে । একটি আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনা, অন্যটি হল হাসপাতালে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির ঘটনা । এই দুটি ঘটনার তদন্ত করছে সিবিআই । তার মধ্যে আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রথম চার্জশিট সোমবার পেশ করে কেন্দ্রীয় তদন্তকারী ব্যুরো ৷ চার্জশিটের মূল অংশটি প্রায় 213 পাতার । 200 জন সাক্ষীর কথাও উল্লেখ করা হয়েছে এই চার্জশিটে । সেই সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতেই মূল অভিযুক্ত হিসাবে ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের নাম আছে ।

সিবিআইয়ের দাবি, এই সঞ্জয়ই মূলত ধর্ষণ ও খুনের সঙ্গে যুক্ত । সিবিআইয়ের দেওয়া চার্জশিটে উল্লেখ্য রয়েছে যে গত 9 অগস্ট ভোর 4টে 3 মিনিট থেকে ভোর 4টে 31 মিনিট, এই 28 মিনিটে সেমিনার রুমের মধ্যে ওই ঘটনা ঘটিয়েছিলেন ধৃত সিভিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.