ETV Bharat / state

অয়নের চাপেই তাঁর কর্মী আত্মহত্যা করেছেন, চার্জশিটে দাবি সিবিআইয়ের - Municipal Recruitment Scam

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 6:33 PM IST

Updated : Jul 27, 2024, 8:03 PM IST

Municipality Recruitment Scam Case: পুরসভা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷ এই চার্জশিটে অয়নের সম্পর্কে কিছু চাঞ্চল্যকর দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাঁরই এক কর্মী আত্মহত্যা করেন এবং দায়ী করে যান অয়ন শীলকেই ৷

Municipality Recruitment Case
পুরসভা নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীল (ফাইল ছবি)

কলকাতা, 27 জুলাই: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জন্য আত্মহত্যা করেছিলেন তাঁর এক কর্মী 'বড়বাবু' ৷ এমনকী তিনি তাঁর ছেলেকেও হত্যা করতে চেয়েছিলেন, শুধুমাত্র অয়নের হাত থেকে বাঁচতে ৷ শনিবার পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের বিশেষ আদালতে অয়ন শীলের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷

জানা গিয়েছে, অয়নের হয়ে তাঁরই এক কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন ৷ পরে টাকার বদলে চাকরি দিতে না-পারায়, তিনি আত্মঘাতী হন ৷ তিনি সুইসাইড নোটে অয়নের নাম উল্লেখ করেছিলেন ৷

সিবিআই জানিয়েছে, ওই এজেন্ট তথা 'বড়বাবু'র নাম শ্রীকুমার চট্টোপাধ্যায় ৷ এই বড়বাবু অয়ন শীলের হয়ে কাজ করতেন ৷ নানা জায়গা থেকে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন ৷ এদিকে চাকরি না-পাওয়ায় সেই টাকা ফেরত চান অযোগ্য চাকরিপ্রার্থীরা ৷ শ্রীকুমার চট্টোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করতে থাকেন তাঁরা ৷ এই সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন শ্রীকুমার ৷

2018 সালে শ্রীকুমার একটি সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন ৷ ওই নোটে আত্মহত্যার জন্য তিনি দায়ী করেছেন অয়ন শীলকে ৷ সুইসাইড নোটে 'বড়বাবু' লিখে গিয়েছেন, অয়নের জন্যই তিনি মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন ৷ শুধু তাই নয়, অয়নের খপ্পর থেকে বাঁচাতে নিজের পুত্রকে হত্যা করবেন বলেও লিখে গিয়েছিলেন তিনি ৷

সিবিআই আরও উল্লেখ করেছে, অয়নের আরও এক ঘনিষ্ঠ পূর্ণেন্দু চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ৷ সেখানেই 'বড়বাবু'র আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর পাশাপাশি সিবিআই-এর চার্জশিট থেকে জানা গিয়েছে, পুরসভা নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা অয়ন শীল বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র তৈরি করতেন ৷ প্রায় 1 হাজার 300 জনকে তিনি রাজ্যের নানা পুরসভায় নিয়োগও করেছিলেন ৷

কলকাতা, 27 জুলাই: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত অয়ন শীলের জন্য আত্মহত্যা করেছিলেন তাঁর এক কর্মী 'বড়বাবু' ৷ এমনকী তিনি তাঁর ছেলেকেও হত্যা করতে চেয়েছিলেন, শুধুমাত্র অয়নের হাত থেকে বাঁচতে ৷ শনিবার পুরসভা নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের বিশেষ আদালতে অয়ন শীলের নামে চার্জশিট পেশ করেছে সিবিআই ৷

জানা গিয়েছে, অয়নের হয়ে তাঁরই এক কর্মী চাকরির প্রলোভন দেখিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন ৷ পরে টাকার বদলে চাকরি দিতে না-পারায়, তিনি আত্মঘাতী হন ৷ তিনি সুইসাইড নোটে অয়নের নাম উল্লেখ করেছিলেন ৷

সিবিআই জানিয়েছে, ওই এজেন্ট তথা 'বড়বাবু'র নাম শ্রীকুমার চট্টোপাধ্যায় ৷ এই বড়বাবু অয়ন শীলের হয়ে কাজ করতেন ৷ নানা জায়গা থেকে অর্থের বিনিময়ে চাকরির প্রলোভন দেখিয়ে অযোগ্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা তুলতেন ৷ এদিকে চাকরি না-পাওয়ায় সেই টাকা ফেরত চান অযোগ্য চাকরিপ্রার্থীরা ৷ শ্রীকুমার চট্টোপাধ্যায়ের উপর চাপ সৃষ্টি করতে থাকেন তাঁরা ৷ এই সময় অবসাদগ্রস্ত হয়ে পড়েন শ্রীকুমার ৷

2018 সালে শ্রীকুমার একটি সুইসাইড নোটও লিখে গিয়েছিলেন ৷ ওই নোটে আত্মহত্যার জন্য তিনি দায়ী করেছেন অয়ন শীলকে ৷ সুইসাইড নোটে 'বড়বাবু' লিখে গিয়েছেন, অয়নের জন্যই তিনি মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন ৷ শুধু তাই নয়, অয়নের খপ্পর থেকে বাঁচাতে নিজের পুত্রকে হত্যা করবেন বলেও লিখে গিয়েছিলেন তিনি ৷

সিবিআই আরও উল্লেখ করেছে, অয়নের আরও এক ঘনিষ্ঠ পূর্ণেন্দু চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তাঁর বয়ান রেকর্ড করেন তদন্তকারীরা ৷ সেখানেই 'বড়বাবু'র আত্মহত্যার বিষয়টি জানতে পেরেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এর পাশাপাশি সিবিআই-এর চার্জশিট থেকে জানা গিয়েছে, পুরসভা নিয়োগ দুর্নীতির মূল পাণ্ডা অয়ন শীল বিভিন্ন বই পড়ে পুরসভা নিয়োগের প্রশ্নপত্র তৈরি করতেন ৷ প্রায় 1 হাজার 300 জনকে তিনি রাজ্যের নানা পুরসভায় নিয়োগও করেছিলেন ৷

Last Updated : Jul 27, 2024, 8:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.