ETV Bharat / state

বেআইনি নিয়োগের অভিযোগ, এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে তলব হাইকোর্টে - SSC Recruitment Scam

Calcutta High Court Summons Former SSC Chairman: স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে হাইকোর্টে হাজিরার নির্দেশ দেওয়া হল ৷ মুর্শিদাবাদের গোথা হাইস্কুলে বাতিল হয়ে যাওয়া প্যানেলের প্রার্থীকে 2019 সালে বেআইনিভাবে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগের মামলায় তাঁকে তলব করা হয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 22, 2024, 2:17 PM IST

কলকাতা, 22 জানুয়ারি: রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে তলব করল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 24 জানুয়ারি সকাল সাড়ে 10টার সময় তাঁকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হাজির থাকতে বলা হয়েছে ৷ 2019 সালে মুর্শিদাবাদের গোথা হাইস্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় তাঁকে তলব করা হয়েছে ৷ সঙ্গে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান অধ্যাপক শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত ৷

উল্লেখ্য, বাঁকুড়ার সালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন ৷ তিনি এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ৷ অভিযোগ তিনি স্ত্রী যসমিনা খাতুনকে বাঁকুড়ার ভত্রাশ্রী দূর্গানিকেতন হাইস্কুলে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি 2012 সালের এসএসসি প্যানেলের চাকরিপ্রার্থী ছিলেন ৷ 2015 সালে ওই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ৷ তার পরেও 2019 সালে অধ্যক্ষ সিরাজউদ্দিন স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ৷

এই বেআইনি নিয়োগের তদন্ত শুরু হয়েছিল মুর্শিদাবাদের গোথা হাইস্কুলকে কেন্দ্র করে ৷ সেখানে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে এর তদন্ত করতে নির্দেশ দেন ৷ সঙ্গে একটি সিট গঠন করেছিলেন ৷ সেই সিট এর আগে বেশ কয়েকটি রিপোর্ট জমা দিয়েছিল ৷ যেখানে প্রভাব খাটিয়ে এমন একাধিক বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে ৷ এরপর আদালত নির্দেশ দেয়, রাজ্যের আর কোথায় এমন বেআইনি নিয়োগ হয়েছে, তা খুঁজে বের করতে হবে সিটকে ৷

সেই মতো, আজ সিআইডি-র বিশেষ তদন্তকারী দল একটি রিপোর্ট জমা দিয়েছে আদালতে ৷ সেখানেই বাঁকুড়ার ভত্রাশ্রী দূর্গানিকেতন হাইস্কুলে বেআইনি নিয়োগের বিষয়টি সামনে আসে ৷ তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ৷

তিনি মন্তব্য করেন, "স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন ৷ অবিলম্বে তাঁকে হেফাজতে নিন ৷ তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও, তিনি তাঁর স্ত্রীকে চাকরি দিয়েছেন ৷ অবিলম্বে পদক্ষেপ করুন ৷" সেই সঙ্গে 2019 সালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সৌমিত্র সরকারকে হাজিরার নির্দেশ দিয়েছেন ৷ 24 জানুয়ারি অর্থাৎ, আগামী বুধবার সকাল সাড়ে 10টার সময় সশরীরে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 2016 এসএসসি দর্শনের দু'টি প্রশ্নের উত্তর বদল কার নির্দেশে ? কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
  2. পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের
  3. উচ্চ-প্রাথমিকে কাউন্সেলিং শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের

কলকাতা, 22 জানুয়ারি: রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারকে তলব করল কলকাতা হাইকোর্ট ৷ আগামী 24 জানুয়ারি সকাল সাড়ে 10টার সময় তাঁকে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে হাজির থাকতে বলা হয়েছে ৷ 2019 সালে মুর্শিদাবাদের গোথা হাইস্কুলে বেআইনি শিক্ষক নিয়োগের মামলায় তাঁকে তলব করা হয়েছে ৷ সঙ্গে এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান অধ্যাপক শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে আদালত ৷

উল্লেখ্য, বাঁকুড়ার সালডিহা কলেজের অধ্যক্ষ শেখ সিরাজউদ্দিন ৷ তিনি এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন ৷ অভিযোগ তিনি স্ত্রী যসমিনা খাতুনকে বাঁকুড়ার ভত্রাশ্রী দূর্গানিকেতন হাইস্কুলে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন ৷ কিন্তু, তিনি 2012 সালের এসএসসি প্যানেলের চাকরিপ্রার্থী ছিলেন ৷ 2015 সালে ওই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় ৷ তার পরেও 2019 সালে অধ্যক্ষ সিরাজউদ্দিন স্ত্রীকে বেআইনিভাবে চাকরি পাইয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ৷

এই বেআইনি নিয়োগের তদন্ত শুরু হয়েছিল মুর্শিদাবাদের গোথা হাইস্কুলকে কেন্দ্র করে ৷ সেখানে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই সময় বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে এর তদন্ত করতে নির্দেশ দেন ৷ সঙ্গে একটি সিট গঠন করেছিলেন ৷ সেই সিট এর আগে বেশ কয়েকটি রিপোর্ট জমা দিয়েছিল ৷ যেখানে প্রভাব খাটিয়ে এমন একাধিক বেআইনি নিয়োগের অভিযোগ সামনে আসে ৷ এরপর আদালত নির্দেশ দেয়, রাজ্যের আর কোথায় এমন বেআইনি নিয়োগ হয়েছে, তা খুঁজে বের করতে হবে সিটকে ৷

সেই মতো, আজ সিআইডি-র বিশেষ তদন্তকারী দল একটি রিপোর্ট জমা দিয়েছে আদালতে ৷ সেখানেই বাঁকুড়ার ভত্রাশ্রী দূর্গানিকেতন হাইস্কুলে বেআইনি নিয়োগের বিষয়টি সামনে আসে ৷ তারপর বিচারপতি বিশ্বজিৎ বসু এসএসসির পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান পদ থেকে অধ্যাপক শেখ সিরাজউদ্দিনকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন ৷

তিনি মন্তব্য করেন, "স্কুল সার্ভিস কমিশনের পশ্চিমাঞ্চলের চেয়ারম্যান শেখ সিরাজউদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করুন ৷ অবিলম্বে তাঁকে হেফাজতে নিন ৷ তাঁর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ৷ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও, তিনি তাঁর স্ত্রীকে চাকরি দিয়েছেন ৷ অবিলম্বে পদক্ষেপ করুন ৷" সেই সঙ্গে 2019 সালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে থাকা সৌমিত্র সরকারকে হাজিরার নির্দেশ দিয়েছেন ৷ 24 জানুয়ারি অর্থাৎ, আগামী বুধবার সকাল সাড়ে 10টার সময় সশরীরে কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে তাঁকে হাজির হতে বলা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. 2016 এসএসসি দর্শনের দু'টি প্রশ্নের উত্তর বদল কার নির্দেশে ? কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
  2. পার্থর নাম রেখেই এসএসসি নিয়োগ দুর্নীতিতে 4 চার্জশিট সিবিআইয়ের
  3. উচ্চ-প্রাথমিকে কাউন্সেলিং শুরুর নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.