ETV Bharat / state

দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ হাইকোর্টে - Jagannath Temple in Digha - JAGANNATH TEMPLE IN DIGHA

Jagannath Temple in Digha: দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের বিরোধিতা করে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট ৷ আগামী রথযাত্রার দিন দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা । পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী ।

ETV BHARAT
দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের বিরোধিতায় মামলা খারিজ হাইকোর্টে (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 4, 2024, 2:46 PM IST

কলকাতা, 4 জুলাই: দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আবেদনকারীর দাবি ছিল, হিডকোর অর্থ ও জনগণের অর্থ দিয়ে এই ধরনের মন্দির তৈরি করা যায় না । তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, রাজ্যের টাকা উন্নয়ন খাতে যে কোনও বিভাগকে দিয়েই খরচ করা যেতে পারে ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "রাজ্য সরকার মনে করলে, উন্নয়নের জন্য যে কোনও দফতরকেই দায়িত্ব দিতে পারে । এখানে রাজ্য মনে করেছে, তাই এই মন্দিরের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়েছে ।" মামলাকারীর আইনজীবী সৌম্য দাশগুপ্ত বলেন, "হিডকো শুধুমাত্র রাজারহাট-নিউটাউনের দায়িত্বে রয়েছে । রাজ্যের আর কোনও জায়গা তাদের এক্তিয়ারে পড়ে না । সেখানে দীঘায় মন্দির তৈরিতে হিডকো টাকা দিচ্ছে ।" এ বিষয়ে রাজ্য বলে, "2022 সাল থেকে এই মন্দির তৈরির কাজ চলছে । চলতি মাসের 7 তারিখ এই মন্দিরের উদ্বোধন ।"

দীঘায় জগন্নাথ মন্দিরের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় নিউটাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্রেটার্নিটি । মন্দির তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার । ব্যবহার করা হচ্ছে হিডকোর টাকা । এটাই অভিযোগ ছিল মামলাকারীর আইনজীবীর । যেখানে হিডকো শুধু রাজারহাট-নিউটাউনের জন্য তৈরি ৷ সেখানে দীঘার মন্দিরের জন্য হিডকোর টাকা ব্যবহার কী করে সম্ভব ? শুধু তাই নয়, সরকার কীভাবে মন্দির তৈরির জন্য টাকা দিতে পারে ? এই প্রশ্ন তুলেই দায়ের হয় জনস্বার্থ মামলা ।

উল্লেখ্য, পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কাজ প্রায় শেষের পথে । রথযাত্রার দিন দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ।

কলকাতা, 4 জুলাই: দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের বিরোধিতা করে জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । আবেদনকারীর দাবি ছিল, হিডকোর অর্থ ও জনগণের অর্থ দিয়ে এই ধরনের মন্দির তৈরি করা যায় না । তবে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, রাজ্যের টাকা উন্নয়ন খাতে যে কোনও বিভাগকে দিয়েই খরচ করা যেতে পারে ।

প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, "রাজ্য সরকার মনে করলে, উন্নয়নের জন্য যে কোনও দফতরকেই দায়িত্ব দিতে পারে । এখানে রাজ্য মনে করেছে, তাই এই মন্দিরের দায়িত্ব হিডকোকে দেওয়া হয়েছে ।" মামলাকারীর আইনজীবী সৌম্য দাশগুপ্ত বলেন, "হিডকো শুধুমাত্র রাজারহাট-নিউটাউনের দায়িত্বে রয়েছে । রাজ্যের আর কোনও জায়গা তাদের এক্তিয়ারে পড়ে না । সেখানে দীঘায় মন্দির তৈরিতে হিডকো টাকা দিচ্ছে ।" এ বিষয়ে রাজ্য বলে, "2022 সাল থেকে এই মন্দির তৈরির কাজ চলছে । চলতি মাসের 7 তারিখ এই মন্দিরের উদ্বোধন ।"

দীঘায় জগন্নাথ মন্দিরের বিরোধিতায় আদালতের দ্বারস্থ হয় নিউটাউন সিটিজেন ওয়েলফেয়ার ফ্রেটার্নিটি । মন্দির তৈরি করতে টাকা দিচ্ছে রাজ্য সরকার । ব্যবহার করা হচ্ছে হিডকোর টাকা । এটাই অভিযোগ ছিল মামলাকারীর আইনজীবীর । যেখানে হিডকো শুধু রাজারহাট-নিউটাউনের জন্য তৈরি ৷ সেখানে দীঘার মন্দিরের জন্য হিডকোর টাকা ব্যবহার কী করে সম্ভব ? শুধু তাই নয়, সরকার কীভাবে মন্দির তৈরির জন্য টাকা দিতে পারে ? এই প্রশ্ন তুলেই দায়ের হয় জনস্বার্থ মামলা ।

উল্লেখ্য, পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই কাজ প্রায় শেষের পথে । রথযাত্রার দিন দীঘার সেই জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.