কলকাতা, 7 ফেব্রুয়ারি: শহরে আবারও পার্ক স্ট্রিট গণধর্ষণ কান্ডের ছায়া ৷ এবার ঘটনাস্থল হেয়ার স্ট্রিট থানার একটি পানশালা ৷ সেখানেই ধর্ষণের স্বীকার তরুণী ৷ অভিযোগের তীর পানশালায় গান শুনতে আসা ব্যবসায়ী মহম্মদ তৌফিকের বিরুদ্ধে ৷ নির্যাতিতার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার আদালতে পেশ করা হলে অভিযুক্তকে আগামী 21 ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন বিচারক।
পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা হেয়ার স্ট্রিট থানা এলাকার ওই পানশালায় গান করেন ৷ পুলিশের কাছে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, মঙ্গালবার পানশালায় গান শুনতে এসেছিল মহম্মদ তৌফিক নামে এক ব্যবসায়ী ৷ গান শেষে সে মদ্যপ অবস্থায় পানশালার একটি ঘরে নিয়ে য়ায় নির্যাতিতাকে ৷ সেখানেই তাকে ধর্ষণ করে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ সংশ্লিষ্ট পানশালার কর্মী ও আধিকারিকদের সঙ্গে কথা বলেন লালবাজারে আধিকারিকরা। পাশাপাশি, পানশালার সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেন তদন্তকারীরা। সেখান থেকেই ওই ব্যবসায়ীর হদিশ মেলে ৷
নির্যাতিতার গোপন জবানবন্দির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। গোপন জবানবন্দি সংগ্রহের পাশাপাশি নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষাও করা হবে বলে লালবাজার সূত্রের খবর। সেই পরীক্ষার পর অপরাধের ধরন সম্পর্কে নিশ্চিত হতে পারবেন তদন্তকারীরা ৷ এই ঘটনায় আবারও 2012 সালের পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের স্মৃতি ফিরে এল ৷ সেইসময়ে রাজ্য রাজনীতিকে আলোড়িত করেছিল এই ঘটনা ৷ রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড়ও উঠেছিল ৷
তথ্য বলছে, 2012 সালের 5 ফেব্রুয়ারি পার্কস্ট্রিটের একটি নাইট ক্লাবের সামনে থেকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়েছিল এক তরুণীকে ৷ বিচার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই মৃত্যু হয়েছিল নির্যাতিতার ৷ সেই স্মৃতি উসকে আবারও ফেব্রুয়ারি মাসে ব্যবসায়ীর লালসার 'শিকার' পানশালার গায়িকা ৷ ঘটনায় শহরের নারীদের নিরাপত্তা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ৷
আরও পড়ুন: