জলপাইগুড়ি, 2 অগস্ট: সরকারি গাড়িতে অবৈধভাবে নীলবাতি লাগিয়ে ঘুরছেন একাংশের আধিকারিকরা ৷ এমনই অভিযোগ পাচ্ছিল জলপাইগুজড়ি জেলা পুলিশ ৷ এবার কড়া পদক্ষেপ হল ৷ শুরু হল গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ ৷ জবাব না দিতে পারলেই, করা হচ্ছে শো-কজ ৷ গাড়ি থেকে বাতিও খুলে নেওয়া হচ্ছে ৷ 2021 সালের সংশোধিত পরিবহণ আইন অনুযায়ী, রাজ্য পরিবহণ দফতরের নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়েই যথেচ্ছভাবে নীলবাতি ব্যবহারের অভিযোগ উঠছিল একাংশের সরকারি আধিকারিকদের বিরুদ্ধে ৷ আর তারপরেই জলপাইগুড়ি শহরের পোস্ট অফিস মোড়ে নীলবাতির বিরুদ্ধে অভিযানে নামল জেলা পুলিশ ৷
প্রথম দিন জলপাইগুড়ি জেলা পরিষদের গ্রামোন্নয়ন শাখার একটি গাড়ি, আবগারি দফতরের গাড়ি, এডিএসআর বিভাগের গাড়ি, ও পূর্ত দফতর-সহ বেশ কয়েকটি সরকারি অফিসের নীলবাতি লাগানো গাড়িকে শোকজ করা হয়েছে ৷ গাড়ির চালকদের নোটিশ দিয়েছে ট্রাফিক পুলিশ ৷ সঙ্গে নীলবাতি গাড়িতে লাগানোর কোনও লিখিত অনুমতি আছে কিনা, তা দেখতে চাইছে পুলিশ ৷
কারা নীলবাতি ব্যবহার করতে পারবেন তা 2021 সালের 23 জুলাই পরিবহণ দফতর নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে ৷ সেই অনুসারে সাব ডিভিশনাল অফিসার বা সাব ডিভিশনাল পুলিশ আধিকারিকরা নীলবাতি ব্যবহার করতে পারেন ৷ এছাড়া পুলিশ কমিশনার, পুরসভা ও পুরনিগমের কমিশনার, আইজি, ডিআইজি-সহ পুলিশ সুপার এবং জেলাশাসকরাও নীলবাতি ব্যবহার করতে পারেন ৷
জলপাইগুড়ি পোস্ট অফিস মোড়ে ডিআরডিসি দফতরের গাড়ি ও খাদ্য দফতরের গাড়িতে নীলবাতি দেখতে পেয়ে আটকায় ট্রাফিক পুলিশ ৷ ইতিমধ্যেই নোটিশ ইস্যু করা হয়েছে ৷ গাড়ি ব্যবহারকারী সরকারি আধিকারিককে ট্রাফিক বিভাগে ডেকে পাঠানো হচ্ছে ৷ মূলত, গাড়িতে নীলবাতি ব্যবহার করতে পারেন কিনা, তা জানার জন্য এই তলব ৷ যদি, ব্যবহার করতে পারেন, তা হলে তার অনুমতিপত্র দেখাকে হবে ৷
আবগারি দফতরের গাড়ির চালক আনন্দ বৈদ্য বলেন, "আমার গাড়িতে নীলবাতি লাগানো আছে, তাই পুলিশ ধরেছে ৷ গাড়িতে নীলবাতি লাগানো যায় কিনা, আমি জানি না ৷ পুলিশ যা বলবে তাই করব ৷ এদিকে ডিআরডিসি-র গাড়ির চালককে নীলবাতি লাগানোর জন্য নোটিশ দিয়েছে পুলিশ ৷ ওই গাড়ির চালক অরিজিৎ দাস পুলিশকে জানিয়েছেন, তিনি নীলবাতি খুলে ফেলবেন ৷
এনিয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে বলেন, "আমাদের কাছে খবর আছে বিভিন্ন সরকারি দফতরের আধিকারিকরা অবৈধভাবে নীলবাতি ব্যবহার করছেন ৷ এখনও পর্যন্ত গাড়িতে নীলবাতি লাগিয়ে অবৈধ কাজ করার কোনও অভিযোগ আসেনি ৷ যাঁদের নীলবাতি ব্যবহারের এক্তিয়ার নেই তাঁরাও সরকারি দফতরের গাড়িতে নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷ আমরা এবার সরকারি নিয়ম অনুযায়ী অভিযানে নেমেছি ৷"