ETV Bharat / state

মমতার পিতৃপরিচয়! নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল, দিলীপকে শো-কজ বিজেপির - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: দিলীপ ঘোষকে শো-কজ নোটিশ পাঠাল বিজেপির হাইকম্যান্ড ৷ এদিকে আজই রাজ্যে মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে এই আপত্তিকর মন্তব্য নিয়ে অভিযোগ জানাবে তৃণমূল ৷ এর মধ্যেই হস্তক্ষেপ করল ভারতীয় জনতা পার্টি ৷

ETV Bharat
দিলীপ ঘোষ
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 27, 2024, 7:55 AM IST

Updated : Mar 27, 2024, 9:21 AM IST

কলকাতা, 27 মার্চ: নির্বাচনী প্রচারের শুরুতেই বিতর্কে জড়ালেন বিজেপির দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এবার তাঁকে শো-কজ নোটিশ ধরাল ভারতীয় জনতা পার্টির হাইকম্যান্ড ৷ তবে গতকালই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসকদল ৷ তার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিস্তারিত রিপোর্ট পাঠালে, তা দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠানো হবে ৷ তারপর সেখান থেকে রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

এদিকে গতকালই শাসকদল তৃণমূল জানিয়েছে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ ৷ তাই তাঁর বিরুদ্ধে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাবে তারা ৷ সেই অনুযায়ী বুধবার বেলা 11টায় 10 সদস্যের তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে । তার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি ৷ রবিবার বিজেপি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ তাতে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷

দুর্গাপুরে নির্বাচনী প্রচারের শুরুতেই বিতর্কিত মন্তব্যটি করেছেন বিজেপি নেতা ৷ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন দিলীপ ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে ।" এরপরই দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কে, তা নিয়ে কুরুচিকর মন্তব্য করেন । তিনি বলেন, "যার-তার মেয়ে হওয়া ঠিক নয়"৷ এরপরই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷

এ দিনই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "মুখে নারীশক্তির কথা বললেই মেয়েদের সম্মান দেওয়া হয় না ৷ মোদির গ্যারান্টি যে ফেল করছে, নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, দিলীপ ঘোষের কথা থেকে তা স্পষ্ট ।" এদিকে যুব সভানেত্রী তথা যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, "দিলীপবাবু আপনাকে ধন্যবাদ । আপনি আরও একবার বাংলার মা-বোনেদের অপমান করতে সফল হয়েছেন ।" 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লেগেছিল ৷

সেই সময়ের কথা মনে করিয়ে সায়নী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল, আপনি তাঁকে বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন । এর পরিণাম 2024-এর ভোটের ফলে দেখা গিয়েছিল । আজকে আপনি বলেছেন দিদিকে আগে ঠিক করতে হবে তাঁর বাবা কে ! যার তার মেয়ে হওয়া ঠিক নয় । এসব করে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত মাতৃশক্তির অপমান করেছেন আপনি । কেন আপনি বারবার ভুলে যান, বাংলা মাতৃশক্তির আরাধনা করে ৷ তাই যো রাধা কা না হো সাকা, ওহ শ্যাম কা না হো সাকা ৷ যো সীতা মাইয়া কো ভুল গ্যায়া, ওহ রাম কা না হো সাকা ৷"

আরও পড়ুন:

  1. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  2. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  3. সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের

কলকাতা, 27 মার্চ: নির্বাচনী প্রচারের শুরুতেই বিতর্কে জড়ালেন বিজেপির দিলীপ ঘোষ ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এবার তাঁকে শো-কজ নোটিশ ধরাল ভারতীয় জনতা পার্টির হাইকম্যান্ড ৷ তবে গতকালই নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে শাসকদল ৷ তার প্রেক্ষিতে পশ্চিম বর্ধমানের জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিস্তারিত রিপোর্ট পাঠালে, তা দিল্লিতে কমিশনের সদর দফতরে পাঠানো হবে ৷ তারপর সেখান থেকে রিপোর্ট খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ৷

এদিকে গতকালই শাসকদল তৃণমূল জানিয়েছে, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বিজেপির লোকসভা প্রার্থী দিলীপ ঘোষ ৷ তাই তাঁর বিরুদ্ধে আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাবে তারা ৷ সেই অনুযায়ী বুধবার বেলা 11টায় 10 সদস্যের তৃণমূলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাবে । তার আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের তোপের মুখে পড়লেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সহ-সভাপতি ৷ রবিবার বিজেপি পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে ৷ তাতে মেদিনীপুরের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি ৷

দুর্গাপুরে নির্বাচনী প্রচারের শুরুতেই বিতর্কিত মন্তব্যটি করেছেন বিজেপি নেতা ৷ মঙ্গলবার সকালে দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে প্রাতঃভ্রমণ করতে গিয়েছিলেন দিলীপ ৷ সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন, "দিদি গোয়াতে গিয়ে বলেন, আমি গোয়ার মেয়ে, ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে ।" এরপরই দিলীপ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা কে, তা নিয়ে কুরুচিকর মন্তব্য করেন । তিনি বলেন, "যার-তার মেয়ে হওয়া ঠিক নয়"৷ এরপরই বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীর এহেন মন্তব্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নেয় তৃণমূল ৷

এ দিনই তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ৷ তিনি বলেন, "মুখে নারীশক্তির কথা বললেই মেয়েদের সম্মান দেওয়া হয় না ৷ মোদির গ্যারান্টি যে ফেল করছে, নারীদের প্রতি যে তাদের সম্মান নেই, দিলীপ ঘোষের কথা থেকে তা স্পষ্ট ।" এদিকে যুব সভানেত্রী তথা যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, "দিলীপবাবু আপনাকে ধন্যবাদ । আপনি আরও একবার বাংলার মা-বোনেদের অপমান করতে সফল হয়েছেন ।" 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে মুখ্যমন্ত্রীর পায়ে চোট লেগেছিল ৷

সেই সময়ের কথা মনে করিয়ে সায়নী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের যখন পায়ে চোট লেগেছিল, আপনি তাঁকে বারমুডা পরার পরামর্শ দিয়েছিলেন । এর পরিণাম 2024-এর ভোটের ফলে দেখা গিয়েছিল । আজকে আপনি বলেছেন দিদিকে আগে ঠিক করতে হবে তাঁর বাবা কে ! যার তার মেয়ে হওয়া ঠিক নয় । এসব করে একা মমতা বন্দ্যোপাধ্যায় নয়, সমস্ত মাতৃশক্তির অপমান করেছেন আপনি । কেন আপনি বারবার ভুলে যান, বাংলা মাতৃশক্তির আরাধনা করে ৷ তাই যো রাধা কা না হো সাকা, ওহ শ্যাম কা না হো সাকা ৷ যো সীতা মাইয়া কো ভুল গ্যায়া, ওহ রাম কা না হো সাকা ৷"

আরও পড়ুন:

  1. মমতার পিতৃপরিচয় নিয়ে কটাক্ষ দিলীপের, কমিশনে অভিযোগ তৃণমূলের
  2. 'কানের নীচে থাপ্পড় দিলে সাত দিন শুনতে পাবে না', 'চোর' স্লোগানে মেজাজ হারালেন দিলীপ
  3. সুন্দর মুখ দেখে ভোট দেবে না মানুষ, জুন মালিয়াকে কটাক্ষ দিলীপের
Last Updated : Mar 27, 2024, 9:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.