কলকাতা, 29 এপ্রিল: আরও একবার বিজেপিকে ভোট প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে খাস কলকাতার রাজাবাজার এলাকায়। এই অভিযোগ তুলেছেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় । তিনি বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনের কাছে চিঠি দিচ্ছেন বলেও জানিয়েছেন । বিভিন্ন বিরোধী দলকে অনেকসময় বলতে শোনা যায়, বিজেপি সাম্প্রদায়িক বিভাজন করছে ৷ সাম্প্রদায়িক রাজনীতি করছে । তবে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা সংখ্যালঘু মহল্লায় ঢুকে বিজেপির ভোট প্রচারে বাধা দিচ্ছে ।
বিজেপি প্রার্থী তাপস রায় সোমবার জানান, দিন যত এগোচ্ছে নির্বাচনের নিশ্চিত পরাজয় জেনে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তাঁর অনুগতদের দিয়ে অসভ্যতা করাচ্ছেন । তাঁর কথায়, "আজ রাজাবাজারে 29 নম্বর ওয়ার্ডে ভোট প্রচার গিয়েছিলাম। নারকেলডাঙা নর্থ রোডে ঢোকার সময় দেখলাম স্থানীয় কাউন্সিলর দলবল নিয়ে হাজির হয়েছেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সাগরেদ জেল খাটা আসামি মহম্মদ জামিল ও মহম্মদ আসিফ। তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা আছে ৷ এই ওয়ার্ডে কর্মীদের নিয়ে পদযাত্রা করার সময় এই দু'জন জিজ্ঞাসা করেন সংখ্যালঘু এলাকায় কেন এসেছেন ? এটা ভয়ঙ্কর কথা । আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি । এই কথা বলতে বারণ করি ৷ এই কথোপকথন পুলিশের সামনে হচ্ছিল আমি 13বারের প্রার্থী । কখনও এই ধরনের কথা শুনতে হয়নি । বিভিন্ন জায়গায় বিধায়ক ছিলাম সেখানেও সংখ্যালঘু মানুষের বসবাস ছিল । জীবনে শুনিনি । অত্যন্ত দুঃখিত এই কথা শুনে । নির্বাচন কমিশনে এই বিষয়টি জানাতে হবে ।"
আরও পড়ুন :