ETV Bharat / state

'ভোটই হয়নি', অভিষেকের বিরুদ্ধে হাইকোর্টে ইলেকশন পিটিশন বিজেপি প্রার্থীর - Election Petition against Abhishek

Election Petition against Abhishek: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস । তাঁর অভিযোগ, লোকসভা নির্বাচনে ভোট লুট হয়েছে তাঁর কেন্দ্রে ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 18, 2024, 6:31 PM IST

Updated : Jul 18, 2024, 7:31 PM IST

ETV BHARAT
হাইকোর্টে ইলেকশন পিটিশন বিজেপি প্রার্থীর (নিজস্ব চিত্র)

কলকাতা, 18 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস । তাঁর অভিযোগ, হিন্দু ভোটারদের কার্যত ভোটই দিতে দেওয়া হয়নি ৷ ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি । একইসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ এনেছেন অভিজিৎ দাস ৷

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বৃহস্পতিবার আদালতে অভিযোগ করেন, "ডায়মন্ড হারবারে কোনও ভোট হয়নি । যাঁরা পরিদর্শক ছিলেন তাঁদের সহযোগিতায় ভোট লুট করা হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর শক্তিকে কাজে লাগিয়ে, রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করিয়েছেন । অধিকাংশ হিন্দু এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননি ।"

তাঁর আরও অভিযোগ, "ফলতা, বজবজ এলাকায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি । 2014 সালে যখন বিজেপির সংগঠন ছিল না, তখন ফলতা থেকে 29 হাজারেরও বেশি ভোট পেয়েছিলাম । কিন্তু এখন দশ বছর পরে যখন ঘরে ঘরে মোদির সমর্থক, তখন এবছর সেখান থেকে ভোট পেয়েছি 15 হাজারের একটু বেশি । ফলতাতে প্রায় 4 ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল আমাকে । এখানে কমিশনের সিইও যতদিন আরিজ আফতাব থাকবেন, ততদিন মমতা ও অভিষেকের সঙ্গে তাঁদের যোগসাজশে কখনওই জেতা সম্ভব নয় । জেলাশাসক থেকে পুলিশ প্রশাসন, সবার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি ।"

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস । 7 লক্ষ 10 হাজার 930 ভোটের ব্যবধানে জয়ী হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট ছিল 10 লক্ষ 48 হাজার 230 । অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির অভিজিৎ দাস (ববি)-র প্রাপ্ত ভোট ছিল 3 লক্ষ 37 হাজার 300 । সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন 86953 ভোট ।

কলকাতা, 18 জুলাই: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করলেন গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস । তাঁর অভিযোগ, হিন্দু ভোটারদের কার্যত ভোটই দিতে দেওয়া হয়নি ৷ ওই কেন্দ্রের ভোট বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি । একইসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের বিরুদ্ধে পক্ষপাতেরও অভিযোগ এনেছেন অভিজিৎ দাস ৷

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বৃহস্পতিবার আদালতে অভিযোগ করেন, "ডায়মন্ড হারবারে কোনও ভোট হয়নি । যাঁরা পরিদর্শক ছিলেন তাঁদের সহযোগিতায় ভোট লুট করা হয়েছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর শক্তিকে কাজে লাগিয়ে, রাজ্য প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট লুট করিয়েছেন । অধিকাংশ হিন্দু এলাকায় হিন্দুরা ভোট দিতে পারেননি ।"

তাঁর আরও অভিযোগ, "ফলতা, বজবজ এলাকায় হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি । 2014 সালে যখন বিজেপির সংগঠন ছিল না, তখন ফলতা থেকে 29 হাজারেরও বেশি ভোট পেয়েছিলাম । কিন্তু এখন দশ বছর পরে যখন ঘরে ঘরে মোদির সমর্থক, তখন এবছর সেখান থেকে ভোট পেয়েছি 15 হাজারের একটু বেশি । ফলতাতে প্রায় 4 ঘণ্টা ধরে আটকে রাখা হয়েছিল আমাকে । এখানে কমিশনের সিইও যতদিন আরিজ আফতাব থাকবেন, ততদিন মমতা ও অভিষেকের সঙ্গে তাঁদের যোগসাজশে কখনওই জেতা সম্ভব নয় । জেলাশাসক থেকে পুলিশ প্রশাসন, সবার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছি ।"

লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা আসনে বিপুল ভোটে জয়ী হয় তৃণমূল কংগ্রেস । 7 লক্ষ 10 হাজার 930 ভোটের ব্যবধানে জয়ী হন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । তাঁর প্রাপ্ত ভোট ছিল 10 লক্ষ 48 হাজার 230 । অভিষেকের নিকটতম প্রতিদ্বন্দী বিজেপির অভিজিৎ দাস (ববি)-র প্রাপ্ত ভোট ছিল 3 লক্ষ 37 হাজার 300 । সিপিএম প্রার্থী প্রতীক উর রহমান পেয়েছিলেন 86953 ভোট ।

Last Updated : Jul 18, 2024, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.