কলকাতা, 28 মার্চ: নিজের অবস্থানেই অনড় রয়েছেন দিলীপ ঘোষ ৷ কুকথা নিয়ে বিতর্কের মাঝেও বদল হল না দিলীপ ঘোষের মুখের ভাষা ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিয়ে বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বুধবার জাতীয় নির্বাচন কমিশন শো-কজ করেছে ৷ দু'দিনের মধ্যে উত্তর দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে তাঁকে ৷ তারপরে ফের বিতর্কিত মন্তব্য করার থেকে দূরে থাকলেন না দিলীপ। এবার একেবারে জাতীয় নির্বাচন কমিশনকে 'মেসোমশাই' বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।
সম্প্রতি ভোট প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ যার জেরে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতিকে শো-কজ করে নির্বাচন কমিশন ৷ তারই পালটা এবার কমিশনকে নিশানা করলেন দিলীপ ৷ বৃহস্পতিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, তৃণমূল কংগ্রেস মাঠের লড়াই করতে না পেরে এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে। দিলীপের কথায়, "মাঠে লড়াই না করতে পেরে 'মেসোমশাই' কাছে গিয়ে কানমোলা দেওয়ার কথা বলে। আমাদের দলের নেতাদেরও অনেক কুকথা বলা হয় কিন্তু আমরা তো কথায় কথায় মেসোর কাছে যাই না ৷" এখানেই শেষ নয়, দিলীপ আরও বলেন, "আগে তো ওনারা রাজ্যপালের কাছেও যেতেন না ৷ এখন তো গিয়ে চা খাচ্ছেন ৷ কী এমন হয়ে গিয়েছে যে 10 জন মিলে যাচ্ছে ! আসলে লড়াই করতে পারছেন না ৷"
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেয় তৃণমূল ৷ এরপর বুধবার তৃণমূল কংগ্রেসের 10 সদস্যের প্রতিনিধিদল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গেও দেখা করেন। তারা জানান যে, শুধু শো-কজ করলেই হবে না দিলীপ ঘোষের প্রার্থীপদ কিছুদিনের জন্য সাসপেন্ড করতে হবে। এরপর মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে বর্ধমান-দুর্গাপুর নির্বাচনী আধিকারিকের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয় ৷
সেই রিপোর্ট এসে পৌঁছলে তা পাঠানো হয়েছিল জাতীয় নির্বাচন কমিশনে সেই রিপোর্টটি খতিয়ে দেখে জাতীয় নির্বাচন কমিশন আগামী শুক্রবারের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন ৷ এরপরও এদিন ফের বেলাগাম দিলীপ ঘোষ ৷ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এই মন্তব্যের প্রেক্ষিতে দুর্গাপুর থানায় এফআইআরও দায়ের করা হয়েছে।
আরও পড়ুন
কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে ব্যস্ত! দিল্লিতে ইডি হাজিরা দিলেন না মহুয়া
মুখ্যমন্ত্রীর উদ্দেশে কুরুচিকর মন্তব্য, দিলীপের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের