কৃষ্ণনগর, 27 মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আপ্লুত নদিয়ার কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজবধূ অমৃতা রায় । সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি আজ বলেন, "সাংঘাতিক অনুভূতি, ওঁর মতো একজন মানুষ আমাকে ফোন করায় ভিতরে অনেক সাহস পেলাম ৷"
দীর্ঘ জল্পনার পর কৃষ্ণনগরের হেভিওয়েট তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের বিরুদ্ধে ভোট লড়ার জন্য বিজেপি প্রার্থী করেছে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে । ইতিমধ্যেই রাজবাড়ি থেকে দলীয় কর্মীদের সঙ্গে আবির খেলে প্রচার অভিযান শুরু করেছেন তিনি । বিভিন্ন জায়গায় নিজের হাতেই দেওয়াল লিখেছেন । রাজবধূ যখন বিভিন্ন মণ্ডলে কর্মীদের নিয়ে দলীয় বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই তাঁর কাছে আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন । বেশ কয়েক মিনিট কথা হয় তাঁদের ৷
এ বিষয়ে বিজেপি প্রার্থী অমৃতা রায় জানান, "সে এক সাংঘাতিক অনুভূতি । এইরকম একজন মানুষের সঙ্গে ফোনে কথা বলতে পেরে আমি আপ্লুত । আমার রাজনৈতিক জীবনে অনেক বড় সাহস পেলাম ।" তিনি আরও বলেন, "নরেন্দ্র মোদি প্রথমেই আমার শরীরের দিকে নজর রাখতে বলেন । পাশাপাশি রাজনীতির অভিভাবক হিসেবে সবসময় পাশে থাকবেন বলেছেন ।"
প্রধানমন্ত্রীই তাঁর অনুপ্রেরণা, মোদিকে এ কথা বলায় রাজবধূর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, "ব্যক্তিগতভাবে আমি কিছুই নযই । সাধারণ মানুষের আশীর্বাদ পাওয়াটাই বড় কথা । আর সেটা করে যেতে হবে ।" অমৃতা রায় বলেছেন যে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা অক্ষরে অক্ষরে পালন করবেন । তাঁর প্রতিশ্রুতি, "সাধারণ মানুষের উন্নয়নে যাতে নিজেকে সব সময় উজাড় করে দিতে পারি সেই চেষ্টাই করব । গরিব মানুষদের পাশে দাঁড়াব ৷" তাঁর দাবি, প্রধানমন্ত্রী ফোনে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, রাজ্যে শিক্ষক-সহ বিভিন্ন নিয়োগ দুর্নীতিতে ইডি বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে বাজেয়াপ্ত হওয়া প্রায় 3 হাজার কোটি টাকা যাঁরা দিয়েছিলেন, তাঁদের তা ফেরানোর ব্যবস্থা করবেন ৷
আরও পড়ুন: