বেলঘরিয়া, 9 জুলাই: আড়িয়াদহে রাস্তায় বেধড়ক মারধরের ঘটনার রেশ কাটেনি এখনও। তারই মধ্যে আড়িয়াদহ কাণ্ডের মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের দলবলের আরেক অত্যাচারের ভিডিয়ো প্রকাশ্যে আসায় তোলপাড় রাজ্য রাজনীতি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত।ভিডিয়োতে স্পষ্ট দেখা যাচ্ছে, একটি ঘরের মধ্যে একজনের হাত-পা দু'দিক থেকে টেনে ধরে একের পর এক লাঠির 'ঘা' দেওয়া হচ্ছে। তবে, যাকে মারা হচ্ছে তিনি পুরুষ না মহিলা তা নিয়ে অবশ্য বিতর্ক রয়েছে।
ভিডিয়ো ভাইরাল হতেই ছটু ও সুভাষ নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, এই দুই ব্যক্তিকে মারধরের ভিডিয়োতে দেখা গিয়েছে । যাঁকে মারধর করা হচ্ছিল তাঁর পা ধরেছিলেন ধৃতদের মধ্যে একজন । অন্যজন উইকেট হাতে ওই ব্যক্তিকে মারধর করছিলেন বলে ভিডিয়ো ধরা পড়েছে।
BKP PC has taken note of an old video now in circulation on social media involving assault on a girl.A suo motu criminal case has been started.All legal actions against persons seen in video(2 among them are already in custody)are being taken. @WBPolicehttps://t.co/FEJ8SaiXez
— Barrackpore Police (@bkpcitypolice) July 9, 2024
বিজেপির দাবি, চোর সন্দেহে এক মহিলাকে আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে ঢুকিয়ে অত্যাচার করছেন জয়ন্ত সিং এবং তাঁর দলবল। 'যদিও মহিলা নয়, পুরনো ওই ভিডিয়োতে পুরুষ কোনও ব্যক্তিকে মারধর করা হচ্ছে বলে পাল্টা দাবি শাসক শিবির তৃণমূলের। ইতিমধ্যে হাড়হিম করা সেই মারধরের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সরকারকে বিঁধেছেন বিজেপির রাজ্য সভাপতি ও কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।একইভাবে পোস্ট করে শাসক শিবিরকে নিশানা করেছেন বিজেপির রাজ্য আইটি সেলের প্রধান অমিত মালব্যও।
সম্প্রতি, আড়িয়াদহে মা এবং কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ ওঠে জয়ন্ত সিং ও তাঁর দলবলের বিরুদ্ধে। মারধরের সেই ভিডিয়ো সামনে আসতেই শোরগোল পড়ে এলাকায়। এরপরই তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের কুকীর্তির বিরুদ্ধে সরব হন স্থানীয় বাসিন্দারা। চলে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এমনকী, ক্ষুদ্ধ বাসিন্দাদের রোষের মুখে পড়ে ভাঙচুর হয় স্থানীয় তালতলা স্পোর্টিং ক্লাবঘরও । অভিযোগ, এই তালতলা স্পোর্টিং ক্লাবেই ওঠা-বসা তৃণমূল কর্মী জয়ন্ত সিংয়ের।
এখান থেকে বসেই তিনি তাঁর যাবতীয় দুষ্কর্ম চালান বলেও অভিযোগ ছিল এলাকাবাসীর। সেকারণে এই ক্লাবটি বন্ধ করার দাবিতেও সোচ্চার হন স্থানীয় বাসিন্দারা। মা ও কলেজ পড়ুয়া ছেলেকে মারধরের ঘটনার পর জয়ন্ত সিংয়ের সঙ্গে একাধিক শাসকদলের নেতার ছবি প্রকাশ্যে আসায় তাঁর 'শাসকযোগ' আরও জোরালো হয়। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ছিল কামারহাটির গ্ল্যামারাস বিধায়ক মদন মিত্রও । যদিও, পরবর্তী সময়ে জয়ন্ত সিংয়ের কুকর্মের দায় নিতে চাননি তৃণমূলের এই বিধায়ক।
এদিকে, আড়িয়াদহ কাণ্ডে মূল অভিযুক্ত জয়ন্ত সিং ও তাঁর ঘনিষ্ঠ কয়েকজন ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তবে, জয়ন্ত'র দলবলের দাপট যে এতটুকু কমেনি তা স্পষ্ট হয়েছে এই ভিডিয়োতেই। এদিকে, যে ভিডিয়োটি প্রকাশ্যে এসেছে সেটি 2021 সালের মার্চ মাসের বলে দাবি করছে পুলিশ। সূত্রের খবর, সেদিন মোটরবাইক চোর সন্দেহে এক ব্যাক্তিকে আটক করে জয়ন্ত সিংয়ের দলবল। ওই ব্যাক্তির সঙ্গে মহিলা এবং এক শিশুও ছিল বলে দাবি স্থানীয় সূত্র মারফত।
অভিযোগ, এরপরই ওই ব্যাক্তিকে আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবের ভিতরে ঢুকিয়ে হাত-পা টেনে ধরে বেধড়ক পেটায় জয়ন্ত সিংয়ের ঘনিষ্ঠ কয়েকজন। মারধরের সময় মহিলার চিৎকারও শোনা যাচ্ছে। ভিডিয়োতে যাঁদের দেখা যাচ্ছে তাঁদের কয়েকজনের পরিচয়ও ইতিমধ্যে সামনে এসেছে।তাদের মধ্যে উল্লেখযোগ্য জয়ন্ত'র ঘনিষ্ঠ সৈকত মান্না ওরফে জঙ্গা। যাকে ইতিমধ্যেই আড়িয়াদহ কাণ্ডে পুলিশ গ্রেফতার করেছে। তবে, মারধরের ভিডিয়োতে তৃণমূল কর্মী জয়ন্ত সিংকে দেখা না-গেলেও তিনি ঘটনার সময় উপস্থিত ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফে ৷ অন্যদিকে, হাড়হিম করা এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পুলিশও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে।
ইতিমধ্যে এই ঘটনায় তৎপর হয়েছে জাতীয় মহিলা কমিশন । ঘটনার তদন্তের দাবি জানিয়েছে তারা । রাজ্য পুলিশের ডিজির কাছ থেকে এই সংক্রান্ত রিপোর্ট তলব করা হয়েছে ।