ETV Bharat / state

ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা অনুব্রতকে, মঙ্গলে মমতাই কি কেষ্টকে করবেন বরণ ? - Anubrata Mondal - ANUBRATA MONDAL

Anubrata Mondal Gets Y Category security: মঙ্গলে 'কেষ্টকে বীরের বরণ' করতে তৈরি বীরভূম ৷ এমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ একইদিনে বীরভূম সফরে আসছেন মমতাও ৷ পুলিশ ও প্রশাসন জানিয়ে দিল, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তাই পাবেন ৷ মেয়ে সুকন্যাও পুলিশি নিরাপত্তা পাচ্ছেন।

Anubrata Mondal Gets Y Category security
মঙ্গলে মমতাই কি 'কেষ্টকে বীরের বরণ' দেবেন? (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 6:06 PM IST

বোলপুর, 23 সেপ্টেম্বর: ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত মণ্ডল। এমনকী, এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন। এমনটাই জানা গিয়েছে পুলিশ ও প্রশাসন সূত্রে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল, দু'জনকেই বরণ করতে প্রস্তুত বীরভূম । দাবি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইতিমধ্যেই শহরজুড়ে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে স্বাগত তোরণ তৈরি হয়েছে। বীরভূম সফরে এসে অনুব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

গরুপাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার তিহার থেকে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার বোলপুরে আসার কথা অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ মঙ্গলবারই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক স্থির হয়েছে বীরভূমে ৷ তাই বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুর 12টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মমতা-অনুব্রতর জন্য তৈরি বীরভূম (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বীরভূম পুলিশ ও প্রশাসনের দফায় দফায় প্রস্তুতির বৈঠক হয় ৷ হেলিপ্যাডও তৈরি রাখা হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর থেকে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউজে উঠবেন। তারপর প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে শহরজুড়ে একাধিক স্বাগত তোরণ তৈরি হয়েছে। শহর কার্যত অনুব্রতর ছবিতে ছয়লাপ ৷

বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, দলনেত্রী ও অনুব্রত, দু'জনকেই স্বাগত জানানো হবে ৷ আগেই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'কেষ্টকে বীরের বরণ' করতে ৷ সেই মতোই প্রস্তুত বীরভূম ৷

প্রসঙ্গত, তৃণমূল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ ফের সেই নিরাপত্তা পাবেন ৷ বাড়তি সংযোজন, এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন ৷ আরও জানা গিয়েছে, জেলা সফরে এসে 'প্রিয় কেষ্ট'-সহ বীরভূমের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন দলনেত্রী ৷ 2 বছর পর বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরছেন ৷ তাই রাজনৈতিক প্রেক্ষাপট যে বদলাবে সেটাও আঁচ করতে পারছেন অনেকেই ৷

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আরও বলেন, "প্রশাসনিক বৈঠক করতে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। বাড়তি খুশি ওই দিনই আমাদের দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আসার কথা ৷ দু'জনকেই বরণ করা হবে ৷ আগেও অনুব্রতর ছবি দিয়েই মুখ্যমন্ত্রীকে বরণ করা হয়েছে। এখন অপেক্ষার অনুব্রত মণ্ডল কখন ছাড়া পান ও কোনও বিমানে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে যা নির্দেশ দেবেন সেই মতো দল চলবে ৷"

বোলপুর, 23 সেপ্টেম্বর: ফের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পাবেন অনুব্রত মণ্ডল। এমনকী, এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন। এমনটাই জানা গিয়েছে পুলিশ ও প্রশাসন সূত্রে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল, দু'জনকেই বরণ করতে প্রস্তুত বীরভূম । দাবি রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। ইতিমধ্যেই শহরজুড়ে দলনেত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রতর ছবি দিয়ে স্বাগত তোরণ তৈরি হয়েছে। বীরভূম সফরে এসে অনুব্রতর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করতে পারেন তৃণমূল সুপ্রিমো।

গরুপাচার ও আর্থিক তছরুপে ইডির মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল। সোমবার তিহার থেকে ছাড়া পাওয়ার পর মঙ্গলবার বোলপুরে আসার কথা অনুব্রত ও মেয়ে সুকন্যা মণ্ডলের ৷ মঙ্গলবারই হঠাৎ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক স্থির হয়েছে বীরভূমে ৷ তাই বিষয়টি যে তাৎপর্যপূর্ণ তা বলাই যায় ৷ বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে দুপুর 12টায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

মমতা-অনুব্রতর জন্য তৈরি বীরভূম (ইটিভি ভারত)

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের সঙ্গে বীরভূম পুলিশ ও প্রশাসনের দফায় দফায় প্রস্তুতির বৈঠক হয় ৷ হেলিপ্যাডও তৈরি রাখা হয়েছে। মঙ্গলবার দুর্গাপুর থেকে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। প্রথমেই শান্তিনিকেতনের বল্লভপুর জঙ্গলে রাঙাবিতান গেস্ট হাউজে উঠবেন। তারপর প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবির সঙ্গে অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে শহরজুড়ে একাধিক স্বাগত তোরণ তৈরি হয়েছে। শহর কার্যত অনুব্রতর ছবিতে ছয়লাপ ৷

বোলপুরের বিধায়ক তথা রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, দলনেত্রী ও অনুব্রত, দু'জনকেই স্বাগত জানানো হবে ৷ আগেই তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, 'কেষ্টকে বীরের বরণ' করতে ৷ সেই মতোই প্রস্তুত বীরভূম ৷

প্রসঙ্গত, তৃণমূল ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ৷ ফের সেই নিরাপত্তা পাবেন ৷ বাড়তি সংযোজন, এবার অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডলও পুলিশি নিরাপত্তা পাবেন ৷ আরও জানা গিয়েছে, জেলা সফরে এসে 'প্রিয় কেষ্ট'-সহ বীরভূমের শীর্ষ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করতে পারেন দলনেত্রী ৷ 2 বছর পর বীরভূমে অনুব্রত মণ্ডল ফিরছেন ৷ তাই রাজনৈতিক প্রেক্ষাপট যে বদলাবে সেটাও আঁচ করতে পারছেন অনেকেই ৷

রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা আরও বলেন, "প্রশাসনিক বৈঠক করতে বোলপুরে আসছেন মুখ্যমন্ত্রী। বাড়তি খুশি ওই দিনই আমাদের দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের আসার কথা ৷ দু'জনকেই বরণ করা হবে ৷ আগেও অনুব্রতর ছবি দিয়েই মুখ্যমন্ত্রীকে বরণ করা হয়েছে। এখন অপেক্ষার অনুব্রত মণ্ডল কখন ছাড়া পান ও কোনও বিমানে আসেন। মমতা বন্দ্যোপাধ্যায় এসে যা নির্দেশ দেবেন সেই মতো দল চলবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.