ETV Bharat / state

কোটি টাকার বই রয়েছে, আইনজীবী কল্যাণের সম্পত্তির পরিমাণ চোখ ধাঁধানো - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Kalyan Banerjee Property: আইনজীবী হিসাবে দিনে দিনে বেড়েছে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ । কেবল কোটি টাকা মূল্যের বই'ই রয়েছে তাঁর ৷ বাকি বিষয় আশয়ের হিসাব দেখলে চোখ ধাঁধিয়ে যাবে ৷ আইনজীবী ও তৃণমূলের সাংসদ হিসেবে তাঁর সম্পত্তির পরিমাণ কত জানেন ?

Kalyan Banerjee Asset
কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 3:30 PM IST

শ্রীরামপুর, 14 মে: শ্রীরামপুর লোকসভার চারবারের প্রার্থী তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি একদিকে পরিচিত বরিষ্ঠ আইনজীবী ও অন্যদিকে তিনবারের সাংসদ। আইনজীবী হিসাবে স্থাবর ও অস্থাবর মিলিয়ে কল্যাণের মোট সম্পত্তির পরিমাণ 29 কোটি 62 লক্ষ 27 হাজার 935 টাকা। তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের বুটিকের ব্যবসা রয়েছে । তাঁর সম্পত্তির পরিমাণ 2 কোটি 91 লক্ষ 51 হাজার 536 টাকা ।

শ্রীরামপুরে লোকসভায় প্রথম জোড়া ফুল ফুটিয়ে ছিলেন আকবর আলি খন্দকার। যদিও 2004 সালে ফের এই লোকসভাটি বামেদের দখলে চলে যায় । তবে পরে তৃণমূল ঘনিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের পুনরুদ্ধার হয়েছিল । আইনজীবী হিসাবে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের পক্ষে একাধিক আইনি লড়াই লড়েছেন তিনি । জনপ্রিয়তা অর্জন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন আগেই ।

এরপর আইনজীবী কল্যাণকে 2009 সালে শ্রীরামপুরের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে তিনি শ্রীরামপুর থেকে তিন বারের সাংসদ হন। ফের তিনি 2024 সালে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে। সেই মনোয়নের হলফনামায় নিজের সম্পত্তির হিসাব দেখিয়েছেন এই আইনজীবী । সেই হিসাব বলছে, বছরে বছরে শ্রীবৃদ্ধি হয়েছে তাঁর । পাশাপাশি তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়েরও সমান তালেই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে।

5 বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয়

  • 2018 -2019 সালে তাঁর বার্ষিক আয় ছিল 3 কোটি 79 লক্ষ 37 হাজার 820 টাকা ।
  • 2019-20 সালে বার্ষিক আয় কমে হয়েছিল 2 কোটি 12 লক্ষ 16 হাজার 369 টাকা ৷
  • 2020-21 সালে ওই আয় আবার বেড়ে হয় 3 কোটি 44 লক্ষ 99 হাজার 123 টাকা ৷
  • 2021-22 সালে বার্ষিক আয় আর বেড়ে হয় 4 কোটি 32 লক্ষ 33 হাজার 544 টাকা ৷
  • 2022-23 সালে বার্ষিক আয় বেড়ে গিয়ে দাঁড়ায় 4 কোটি 32 লক্ষ 63 হাজার 266.09 টাকায় ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বার্ষিক আয়

  • 2018-19 সালে ছবি বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল 2 লক্ষ 75 হাজার 120 টাকা ।
  • 2019-20 সালে তাঁর বার্ষিক আয় ছিল 2 লক্ষ 60 হাজার 254 টাকা ৷
  • 2020-21 সালে ওই আয় হয় 2 লক্ষ 60 হাজার 250 টাকা ৷
  • 2021-22 সালে আয় বেড়ে হয় 2 লক্ষ 88 হাজার 530 টাকা ৷
  • 2022-23 সালে ফের বেড়ে আয় গিয়ে দাঁড়ায় 3 লক্ষ 25 হাজার 600 টাকায় ৷

অস্থাবর সম্পত্তি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে দুটি চারচাকা গাড়ি রয়েছে । যার মূল্য 27 লক্ষ 48 হাজার 427 টাকা । বর্তমানে তাঁর হাতে নগদ টাকা রয়েছে 50 হাজার । আইনজীবীর নামে রয়েছে 250 গ্রাম অর্থাৎ 15 লক্ষ টাকার সোনার গয়না ৷ তাঁর স্ত্রীর নামে সোনার গয়না রয়েছে 400 গ্রাম ৷ যার মূল্য 24 লক্ষ টাকা ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোট 1 কোটি টাকা মূল্যের আইনি বই রয়েছে । শ্রীরামপুর লোকসভার প্রার্থীর নগদ সেভিইংস ও পোস্ট অফিস মিলিয়ে 12টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 5 কোটি 52 লক্ষ 58 হাজার 221 টাকা ৷ তাঁর স্ত্রীর 5টি ব্যাংক ও পোস্ট অফিস মিলিয়ে গচ্ছিত রয়েছে 10 লক্ষ 68 হাজার 637 টাকা 6 পয়সা ৷ কল্যাণের বন্ড ইউকুটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা টাকার পরিমাণ 11 কোটি 5 লক্ষ 62 হাজার 677 টাকা । এই আইনজীবীর ভবিষ্যতের জন্য বিমা ও পোস্ট অফিস গচ্ছিত টাকা রয়েছে 6 কোটি 21 লক্ষ 48 হাজার 610 টাকা । স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের নামে জমানো টাকার পরিমাণ 54 লক্ষ 87 হাজার 701 টাকা ।

স্থাবর সম্পত্তি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতা ও দিল্লিতে বাড়ি নিজস্ব ও ফ্ল্যাট রয়েছে ৷ এই তিনটির বর্তমানে মোট বাজার মূল্য 3 কোটি 50 লক্ষ 10 হাজার টাকা । এর মধ্যে তাঁর শ্রীরামপুরের ফ্ল্যাটটি স্ত্রীর সঙ্গে যুক্ত । কল্যাণের স্ত্রীর নামে উত্তরপাড়ায় একটি ফ্ল্যাট রয়েছে । আর শ্রীরামপুরে দুজনের নামে আরেকটি ফ্ল্যাট রয়েছে ৷ যেগুলির বর্তমান বাজার মূল্য 13 লক্ষ 1 হাজার টাকা ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ঋণ

বাড়ি ও গাড়ি নিয়ে তাঁর ঋণ রয়েছে 13 লক্ষ 60 হাজার 398 টাকা ।

মামলা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে দুর্নীতি বা আইনি কোনও মামলা নেই । এখনও তিনি আইনজীবী ও তৃণমূলের বর্ষীয়ান দাপুটে নেতা বলেই খ্যাত ।

আরও পড়ুন:

  1. তহবিল খরচ করলেও কল্যাণ-ভূমে কাঁটা স্বাস্থ্য-পরিযায়ী শ্রমিক
  2. কোটিপতি কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, স্থাবর সম্পত্তিতে সুদীপকে টেক্কা স্ত্রী নয়নার!
  3. হু হু করে বেড়েছে সম্পত্তি, কোটিপতি সৌগত রায়ের বিষয়-আশয় একনজরে

শ্রীরামপুর, 14 মে: শ্রীরামপুর লোকসভার চারবারের প্রার্থী তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি একদিকে পরিচিত বরিষ্ঠ আইনজীবী ও অন্যদিকে তিনবারের সাংসদ। আইনজীবী হিসাবে স্থাবর ও অস্থাবর মিলিয়ে কল্যাণের মোট সম্পত্তির পরিমাণ 29 কোটি 62 লক্ষ 27 হাজার 935 টাকা। তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের বুটিকের ব্যবসা রয়েছে । তাঁর সম্পত্তির পরিমাণ 2 কোটি 91 লক্ষ 51 হাজার 536 টাকা ।

শ্রীরামপুরে লোকসভায় প্রথম জোড়া ফুল ফুটিয়ে ছিলেন আকবর আলি খন্দকার। যদিও 2004 সালে ফের এই লোকসভাটি বামেদের দখলে চলে যায় । তবে পরে তৃণমূল ঘনিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের পুনরুদ্ধার হয়েছিল । আইনজীবী হিসাবে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনে তৃণমূলের পক্ষে একাধিক আইনি লড়াই লড়েছেন তিনি । জনপ্রিয়তা অর্জন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র হয়ে উঠেছিলেন আগেই ।

এরপর আইনজীবী কল্যাণকে 2009 সালে শ্রীরামপুরের প্রার্থী করেন মমতা বন্দ্যোপাধ্যায় । তারপর থেকে তিনি শ্রীরামপুর থেকে তিন বারের সাংসদ হন। ফের তিনি 2024 সালে লোকসভা নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে তৃণমূলের প্রার্থী হয়ে। সেই মনোয়নের হলফনামায় নিজের সম্পত্তির হিসাব দেখিয়েছেন এই আইনজীবী । সেই হিসাব বলছে, বছরে বছরে শ্রীবৃদ্ধি হয়েছে তাঁর । পাশাপাশি তাঁর স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়েরও সমান তালেই সম্পত্তি বৃদ্ধি পেয়েছে।

5 বছরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বার্ষিক আয়

  • 2018 -2019 সালে তাঁর বার্ষিক আয় ছিল 3 কোটি 79 লক্ষ 37 হাজার 820 টাকা ।
  • 2019-20 সালে বার্ষিক আয় কমে হয়েছিল 2 কোটি 12 লক্ষ 16 হাজার 369 টাকা ৷
  • 2020-21 সালে ওই আয় আবার বেড়ে হয় 3 কোটি 44 লক্ষ 99 হাজার 123 টাকা ৷
  • 2021-22 সালে বার্ষিক আয় আর বেড়ে হয় 4 কোটি 32 লক্ষ 33 হাজার 544 টাকা ৷
  • 2022-23 সালে বার্ষিক আয় বেড়ে গিয়ে দাঁড়ায় 4 কোটি 32 লক্ষ 63 হাজার 266.09 টাকায় ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর বার্ষিক আয়

  • 2018-19 সালে ছবি বন্দ্যোপাধ্যায়ের আয় ছিল 2 লক্ষ 75 হাজার 120 টাকা ।
  • 2019-20 সালে তাঁর বার্ষিক আয় ছিল 2 লক্ষ 60 হাজার 254 টাকা ৷
  • 2020-21 সালে ওই আয় হয় 2 লক্ষ 60 হাজার 250 টাকা ৷
  • 2021-22 সালে আয় বেড়ে হয় 2 লক্ষ 88 হাজার 530 টাকা ৷
  • 2022-23 সালে ফের বেড়ে আয় গিয়ে দাঁড়ায় 3 লক্ষ 25 হাজার 600 টাকায় ৷

অস্থাবর সম্পত্তি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নিজের নামে দুটি চারচাকা গাড়ি রয়েছে । যার মূল্য 27 লক্ষ 48 হাজার 427 টাকা । বর্তমানে তাঁর হাতে নগদ টাকা রয়েছে 50 হাজার । আইনজীবীর নামে রয়েছে 250 গ্রাম অর্থাৎ 15 লক্ষ টাকার সোনার গয়না ৷ তাঁর স্ত্রীর নামে সোনার গয়না রয়েছে 400 গ্রাম ৷ যার মূল্য 24 লক্ষ টাকা ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মোট 1 কোটি টাকা মূল্যের আইনি বই রয়েছে । শ্রীরামপুর লোকসভার প্রার্থীর নগদ সেভিইংস ও পোস্ট অফিস মিলিয়ে 12টি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 5 কোটি 52 লক্ষ 58 হাজার 221 টাকা ৷ তাঁর স্ত্রীর 5টি ব্যাংক ও পোস্ট অফিস মিলিয়ে গচ্ছিত রয়েছে 10 লক্ষ 68 হাজার 637 টাকা 6 পয়সা ৷ কল্যাণের বন্ড ইউকুটি শেয়ার ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা টাকার পরিমাণ 11 কোটি 5 লক্ষ 62 হাজার 677 টাকা । এই আইনজীবীর ভবিষ্যতের জন্য বিমা ও পোস্ট অফিস গচ্ছিত টাকা রয়েছে 6 কোটি 21 লক্ষ 48 হাজার 610 টাকা । স্ত্রী ছবি বন্দ্যোপাধ্যায়ের নামে জমানো টাকার পরিমাণ 54 লক্ষ 87 হাজার 701 টাকা ।

স্থাবর সম্পত্তি

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে কলকাতা ও দিল্লিতে বাড়ি নিজস্ব ও ফ্ল্যাট রয়েছে ৷ এই তিনটির বর্তমানে মোট বাজার মূল্য 3 কোটি 50 লক্ষ 10 হাজার টাকা । এর মধ্যে তাঁর শ্রীরামপুরের ফ্ল্যাটটি স্ত্রীর সঙ্গে যুক্ত । কল্যাণের স্ত্রীর নামে উত্তরপাড়ায় একটি ফ্ল্যাট রয়েছে । আর শ্রীরামপুরে দুজনের নামে আরেকটি ফ্ল্যাট রয়েছে ৷ যেগুলির বর্তমান বাজার মূল্য 13 লক্ষ 1 হাজার টাকা ।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ঋণ

বাড়ি ও গাড়ি নিয়ে তাঁর ঋণ রয়েছে 13 লক্ষ 60 হাজার 398 টাকা ।

মামলা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে দুর্নীতি বা আইনি কোনও মামলা নেই । এখনও তিনি আইনজীবী ও তৃণমূলের বর্ষীয়ান দাপুটে নেতা বলেই খ্যাত ।

আরও পড়ুন:

  1. তহবিল খরচ করলেও কল্যাণ-ভূমে কাঁটা স্বাস্থ্য-পরিযায়ী শ্রমিক
  2. কোটিপতি কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী, স্থাবর সম্পত্তিতে সুদীপকে টেক্কা স্ত্রী নয়নার!
  3. হু হু করে বেড়েছে সম্পত্তি, কোটিপতি সৌগত রায়ের বিষয়-আশয় একনজরে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.