ETV Bharat / state

রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের

Ram Mandir: 1990 সালে রামমন্দিরের দাবিতে করসেবকদের পদযাত্রায় হাঁটতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের অভয় কুমার বার্নওয়াল ৷ তাঁকে আগামী 22 জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে ৷ শুক্রবার আসানসোল থেকে অযোধ্যার উদ্দেশে রওনা দেন এই করসেবক ৷

Avay Kumar Burnwal
Avay Kumar Burnwal
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 2:35 PM IST

Updated : Jan 20, 2024, 3:56 PM IST

রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের

আসানসোল, 21 জানুয়ারি: 1990 সালে রামমন্দিরের দাবিতে অযোধ্যায় করসেবকদের পদযাত্রায় হেঁটেছিলেন আসানসোলের অভয় কুমার বার্নওয়াল । পুলিশ করসেবকদের উদ্দেশ্যে গুলি চালালে অভয় বার্নওয়ালের পায়েও গুলি লেগেছিল । রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য থেকে জীবিত করসেবক হিসেবে তিনিই পাড়ি দিলেন অযোধ্যা । শুক্রবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি । সেখান থেকে অযোধ্যা যাবেন । উৎসবের মেজাজে বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোল রেল স্টেশনে ।

1990 সালের 30 অক্টোবর রামমন্দিরের দাবিতে করসেবকদের পদযাত্রায় গুলি চালিয়েছিল উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের সরকার । সেই গুলি চালানোর ঘটনায় 16 জন করসেবকের প্রাণ গিয়েছিল । সেদিন পদযাত্রায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের বাসিন্দা করসেবক অভয় কুমার বার্নোয়াল । রামমন্দির তৈরির দাবিতে অনড় অভয় বার্নোয়াল নানা বাধা পার করে 350 কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন অযোধ্যা ।

আর তাই আগামী সোমবার রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ আমন্ত্রণপত্র তাঁর বাড়িতে এসে পৌঁছেছিল । সেই মতো তিনি অযোধ্যার উদ্দেশে পাড়ি দিলেন । সম্ভবত 1990 সালে সেই ঘটনায় আক্রান্ত করসেবকদের মধ্যে রাজ্যে তিনিই একমাত্র জীবিত । আর এই গর্ব ভাগ করে নিয়েছেন তাঁর প্রতিবেশীরা ও আসানসোলের সনাতন হিন্দু সংগঠনের সদস্যরা ।

Ram Mandir
আসানসোলে করসেবক অভয় কুমার বার্নওয়াল

আসানসোল স্টেশনে অভয় কুমার বার্নওয়ালকে শুভেচ্ছা জানাতে বহু মানুষের সমাগম হয়েছিল । অভয় কুমারকে মালা পরিয়ে স্বাগত জানানো হয় এবং একেবারে ট্রেনের দরজা পর্যন্ত রামের নামে জয়ধ্বনি দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় । অভয় কুমার বার্নওয়াল বলেন, "আমার খুব গর্ব হচ্ছে, আমি এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পারব ৷ ভগবান রাম প্রায় পাঁচশো বছর পর মুক্তি পেলেন ।"

Ram Mandir
আসানসোলে করসেবক অভয় কুমার বার্নওয়াল

সেদিনের সেই অযোধ্যা আর আজকের এই যাওয়ার মধ্যে তফাৎ কি দেখছেন ? এমন প্রশ্নের উত্তরের অভয় কুমার বার্নওয়াল বলেন, ‘‘সেদিন মনে হচ্ছিল আমি যেন অন্য কোনও দেশে রয়েছি । এটা আমার দেশ নয় । আর আজ মনে হচ্ছে যে রামের আদেশেই তাঁরই কোনও এক ভক্ত আজ দেশে এমন ঐতিহাসিক সময় নিয়ে এসেছেন ।"

আরও পড়ুন:

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর
  3. মন্দির উদ্বোধনে ভগবানের নৈবেদ্যে স্থান পাচ্ছে কলকাতার 'রাম পিঠে'

রামমন্দির উদ্বোধনে সাক্ষী থাকতে আসানসোল থেকে অযোধ্যায় পাড়ি করসেবক অভয়ের

আসানসোল, 21 জানুয়ারি: 1990 সালে রামমন্দিরের দাবিতে অযোধ্যায় করসেবকদের পদযাত্রায় হেঁটেছিলেন আসানসোলের অভয় কুমার বার্নওয়াল । পুলিশ করসেবকদের উদ্দেশ্যে গুলি চালালে অভয় বার্নওয়ালের পায়েও গুলি লেগেছিল । রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে যোগ দিতে রাজ্য থেকে জীবিত করসেবক হিসেবে তিনিই পাড়ি দিলেন অযোধ্যা । শুক্রবার বিকেলে দিল্লির উদ্দেশ্যে রওনা হন তিনি । সেখান থেকে অযোধ্যা যাবেন । উৎসবের মেজাজে বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন আসানসোল রেল স্টেশনে ।

1990 সালের 30 অক্টোবর রামমন্দিরের দাবিতে করসেবকদের পদযাত্রায় গুলি চালিয়েছিল উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংয়ের সরকার । সেই গুলি চালানোর ঘটনায় 16 জন করসেবকের প্রাণ গিয়েছিল । সেদিন পদযাত্রায় অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন আসানসোলের বাসিন্দা করসেবক অভয় কুমার বার্নোয়াল । রামমন্দির তৈরির দাবিতে অনড় অভয় বার্নোয়াল নানা বাধা পার করে 350 কিলোমিটার হেঁটে পৌঁছেছিলেন অযোধ্যা ।

আর তাই আগামী সোমবার রামমন্দিরের উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বিশেষ আমন্ত্রণপত্র তাঁর বাড়িতে এসে পৌঁছেছিল । সেই মতো তিনি অযোধ্যার উদ্দেশে পাড়ি দিলেন । সম্ভবত 1990 সালে সেই ঘটনায় আক্রান্ত করসেবকদের মধ্যে রাজ্যে তিনিই একমাত্র জীবিত । আর এই গর্ব ভাগ করে নিয়েছেন তাঁর প্রতিবেশীরা ও আসানসোলের সনাতন হিন্দু সংগঠনের সদস্যরা ।

Ram Mandir
আসানসোলে করসেবক অভয় কুমার বার্নওয়াল

আসানসোল স্টেশনে অভয় কুমার বার্নওয়ালকে শুভেচ্ছা জানাতে বহু মানুষের সমাগম হয়েছিল । অভয় কুমারকে মালা পরিয়ে স্বাগত জানানো হয় এবং একেবারে ট্রেনের দরজা পর্যন্ত রামের নামে জয়ধ্বনি দিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় । অভয় কুমার বার্নওয়াল বলেন, "আমার খুব গর্ব হচ্ছে, আমি এই বিশেষ মুহূর্তে উপস্থিত থাকতে পারব ৷ ভগবান রাম প্রায় পাঁচশো বছর পর মুক্তি পেলেন ।"

Ram Mandir
আসানসোলে করসেবক অভয় কুমার বার্নওয়াল

সেদিনের সেই অযোধ্যা আর আজকের এই যাওয়ার মধ্যে তফাৎ কি দেখছেন ? এমন প্রশ্নের উত্তরের অভয় কুমার বার্নওয়াল বলেন, ‘‘সেদিন মনে হচ্ছিল আমি যেন অন্য কোনও দেশে রয়েছি । এটা আমার দেশ নয় । আর আজ মনে হচ্ছে যে রামের আদেশেই তাঁরই কোনও এক ভক্ত আজ দেশে এমন ঐতিহাসিক সময় নিয়ে এসেছেন ।"

আরও পড়ুন:

  1. পিঠে-লাড্ডু-সুগন্ধি-ধনুক; রামলালার জন্য প্রচুর উপহার জমছে অযোধ্যায়
  2. শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর
  3. মন্দির উদ্বোধনে ভগবানের নৈবেদ্যে স্থান পাচ্ছে কলকাতার 'রাম পিঠে'
Last Updated : Jan 20, 2024, 3:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.