শিলিগুড়ি, 24 জুন: সিকিমে একাধিক জায়গায় ধসের ফলে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে অনেক এলাকা। খরস্রোতা জিমা চু নদীর স্রোতে ভেঙে গিয়েছে সেতুও ৷ তার জেরেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে একটা গোটা গ্রাম। বন্ধ হয়ে গিয়েছিল সমস্তরকম যোগাযোগ। এবার সেই গ্রামের মানুষদের উদ্ধার করতে জিমা চু নদীর উপর ঝুলন্ত ফুট সাসপেনশন ব্রিজ বানিয়ে নজির গড়ল ভারতীয় সেনা। ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়ার শাখার জওয়ানরা মাত্র 48 ঘণ্টার সেতু তৈরি করেন ৷ যার দৈর্ঘ্য 150 ফুট ৷
জানা গিয়েছে, টানা বৃষ্টিতে জিমা চু নদী প্রবল বেগে বইতে শুরু করেছে । স্রোতের কারণে ওই নদীর উপর থাকা সেতুটি সম্পূর্ণ ভেসে যায়। বিগত 21 জুন থেকে লাচেন থেকে বিচ্ছিন্ন হয়ে পরে পরে জিমা নামে ওই গ্রামটি। প্রায় সাড়ে 750 জন মানুষের বসবাস ওই গ্রামে। এই অবস্থায় বিষয়টি নজরে আসে ভারতীয় সেনার। এরপরই ভারতীয় সেনা সেখানে সেতু তৈরির উদ্যোগ নেয়। কিন্তু জিমা চু নদীটি কমপক্ষে 20 নটসের (নদীর গতিপথ মাপার একক) বেশি বেগে বইছে। পাশাপাশি ভৌগলিক পরিস্থিতি ও দুরত্বের কারণে সেটির উপর বেইলি ব্রিজ বানানো সম্ভব হচ্ছিল না। এরপরই ভারতীয় সেনার তরফে সেখানে ফুট সাসপেনশন ব্রিজ তৈরির উদ্যোগ নেয়। মাত্র 48 ঘণ্টার মধ্যে ওই নদীর উপর 150 ফুটের সাসপেনশন ব্রিজ তৈরি করে ভারতীয় সেনা।
এই প্রসঙ্গেই ভারতীয় সেনার কর্নেল অঞ্জনকুমার বাসুমাতারি বলেন, "ভারতীয় সেনা সবসময় দেশ ও দশের স্বার্থে কাজ করে। ওই গ্রামের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। উদ্ধারের পাশাপাশি যোগাযোগের জন্য সেখানে ওই সেতু তৈরি করা হয়েছে।" প্রসঙ্গত, চলতি বছরে হড়পা বানে সিকিমের একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ভারতীয় সেনা রাতদিন কাজ করে 200 ও 250 ফুটের একাধিক বেইলি ব্রিজ তৈরি করে ফের যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে সাহায্য করেছিল। টানা বৃষ্টির জেরে ধসে বিপর্যস্ত সিকিম। এখনও বন্ধ হয়ে রয়েছে বাংলা-সিকিমের লাইফলাইন 10নম্বর জাতীয় সড়ক। গরুবাথান, লাভা দিয়ে ঘুরপথে যান চলাচল করছে সিকিমে।