ETV Bharat / state

ফিরহাদের 'ললিপপে'ও গলল না বরফ, পার্থর বিরুদ্ধে ব্যারাকপুরেই প্রার্থী অর্জুন ! - Arjun Singh Lok Sabha Barrackpore

Arjun Singh Controversy: ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে পার্থ ভৌমিকের বিপরীতে লড়াই করার ইঙ্গিত দিলেন ক্ষুব্ধ অর্জুন সিং। 10 মার্চ জনগর্জন সভা থেকে ঘোষিত প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না ৷ সেদিনই তিনি বলেছিলেন, 'বিজেপি ছেড়ে আসা ভুল হয়েছে' ৷ ববি হাকিম তাঁকে অন্য প্রস্তাব দিলেও তাতে ক্ষোভের আগুন নেভেনি ৷

ETV Bharat
অর্জুন সিং
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 11:32 AM IST

Updated : Mar 12, 2024, 1:14 PM IST

ব্যারাকপুরে তৃণমূল লোকসভা প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হতে চান অর্জুন সিং

ব্যারাকপুর, 12 মার্চ: ব্যাটলগ্রাউন্ডের আরেক নাম ব্যারাকপুর ৷ একজনের নাম পার্থ আর অন্যজন অর্জুন ৷ লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকায় নাম নেই বিজেপি সাংসদ কিন্তু তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ৷ তারপরই তিনি জানিয়েছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা তাঁর ভুল হয়েছে ৷ মঙ্গলবার তিনি আরও ইঙ্গিত দিলেন, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারেন অর্জুন সিং নিজেই ৷ তাহলে কি ফের বিজেপিতে ফিরে যাচ্ছেন ? এ নিয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা অর্জুন ৷ গত লোকসভা নির্বাচনের আগেও এক ঘটনাই ঘটিয়েছিলেন তিনি ৷

আজ কী বললেন অর্জুন সিং ? আমাকে এমনভাবে বেইজ্জত করা হল, সেটা আমি আশা করিনি ৷ আমি শুধু ব্যারাকপুর চেয়েছিলাম ৷ কারণ ব্যারাকপুরের মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিল ৷ আমি ব্যারাকপুরকে চিনি, এখানকার মানুষ আমায় চেনে ৷ মনে হচ্ছে, পরিকল্পনামাফিক আমাকে বঞ্চিত করা হয়েছে ৷ দু'দিন ধরে শোকাহত ছিলাম ৷ আজ একটু ঘুমিয়েছি ৷ বিজেপিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে অবশ্য অর্জুন সাফ বলেন, "আমি কোনও সিদ্ধান্ত নিলে আপনাদের জানাব ৷ এখানে আমার প্রয়োজন নেই ৷ আমাকে যেভাবে ছুড়ে ফেলে দেওয়া হল ৷" তিনি তৃণমূলে আছেন না নেই ? এর উত্তর তিনি বলেন, "তৃণমূলের নেই এটা বলতে পারি না ৷ আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড ৷ তবে ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড ৷"

2022 সালের মে মাসে বিজেপি থেকে তিনি তৃণমূলে ফিরে আসেন ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ৷ এদিকে 10 মার্চ, রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে ৷ সেদিনের ব্রিগেড মঞ্চেই ছিলেন বিজেপি সাংসদ অর্জুন ৷ এই সিদ্ধান্তে তিনি যে দলের উপর ক্ষুব্ধ, তা সেদিনই তিনি একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার থেকে ক্রমে স্পষ্ট হচ্ছিল ৷

এই পরিস্থিতিতে অর্জুন সিংকে তৃণমূলে ধরে রাখতে মাঠে নামেন স্বয়ং মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সোমবারই অর্জুন সিং বলেন, "আমার সঙ্গে ফিরহাদ হাকিমের কথা হয়েছে ৷" ফিরহাদও বলেন, "হ্যাঁ, আমার সঙ্গে অর্জুনের কথা হয়েছে ৷ আমি ওকে বিকল্প একটা প্রস্তাব দিয়েছি ৷ ও আমায় বলেছে যে আমি কোথাও যাচ্ছি না ৷ অর্জুন সিংকে লোকসভা নির্বাচনে প্রার্থী না-করার সিদ্ধান্ত দলের ৷ আমি বলেছি, দলের মধ্যে আমরা অন্য একটা ব্যবস্থা করে দেব ৷" তাতে মন গলেনি বলেই এদিন জানালেন অর্জুন সিং ৷ সোমবার দেশজুড়ে সিএএ কার্যকর করেছে মোদি সরকার ৷ এই ঘটনাকে সমর্থন করেছেন তৃণমূল নেতা ৷ তাঁর কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাতেই ইঙ্গিত মিলছে যে, অর্জুন আবারও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতেই যাচ্ছেন ৷ ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হওয়া ঘোষণার অপেক্ষা মাত্র বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

আরও পড়ুন:

  1. দলের গরিমা রক্ষা করাই এখন আমার প্রধান কাজ, বললেন অর্জুন
  2. ক্ষুব্ধ অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলেছেন ফিরহাদ, কী জানালেন ব্যারাকপুরের সাংসদ ?
  3. আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের

ব্যারাকপুরে তৃণমূল লোকসভা প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে প্রার্থী হতে চান অর্জুন সিং

ব্যারাকপুর, 12 মার্চ: ব্যাটলগ্রাউন্ডের আরেক নাম ব্যারাকপুর ৷ একজনের নাম পার্থ আর অন্যজন অর্জুন ৷ লোকসভা নির্বাচনের প্রার্থীতালিকায় নাম নেই বিজেপি সাংসদ কিন্তু তৃণমূল নেতা অর্জুন সিংয়ের ৷ তারপরই তিনি জানিয়েছিলেন, বিজেপি ছেড়ে তৃণমূলে আসা তাঁর ভুল হয়েছে ৷ মঙ্গলবার তিনি আরও ইঙ্গিত দিলেন, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের বিরুদ্ধে নির্বাচনে লড়তে পারেন অর্জুন সিং নিজেই ৷ তাহলে কি ফের বিজেপিতে ফিরে যাচ্ছেন ? এ নিয়ে অবশ্য স্পষ্ট কিছু জানাননি বিজেপি থেকে তৃণমূলে ফিরে আসা অর্জুন ৷ গত লোকসভা নির্বাচনের আগেও এক ঘটনাই ঘটিয়েছিলেন তিনি ৷

আজ কী বললেন অর্জুন সিং ? আমাকে এমনভাবে বেইজ্জত করা হল, সেটা আমি আশা করিনি ৷ আমি শুধু ব্যারাকপুর চেয়েছিলাম ৷ কারণ ব্যারাকপুরের মানুষ আমায় ভোট দিয়ে জিতিয়েছিল ৷ আমি ব্যারাকপুরকে চিনি, এখানকার মানুষ আমায় চেনে ৷ মনে হচ্ছে, পরিকল্পনামাফিক আমাকে বঞ্চিত করা হয়েছে ৷ দু'দিন ধরে শোকাহত ছিলাম ৷ আজ একটু ঘুমিয়েছি ৷ বিজেপিতে যোগ দেবেন কি না, এই প্রশ্নের উত্তরে অবশ্য অর্জুন সাফ বলেন, "আমি কোনও সিদ্ধান্ত নিলে আপনাদের জানাব ৷ এখানে আমার প্রয়োজন নেই ৷ আমাকে যেভাবে ছুড়ে ফেলে দেওয়া হল ৷" তিনি তৃণমূলে আছেন না নেই ? এর উত্তর তিনি বলেন, "তৃণমূলের নেই এটা বলতে পারি না ৷ আমি তৃণমূলের কাছে আনওয়ান্টেড ৷ তবে ব্যারাকপুরের মানুষের কাছে ওয়ান্টেড ৷"

2022 সালের মে মাসে বিজেপি থেকে তিনি তৃণমূলে ফিরে আসেন ৷ তাঁকে উত্তরীয় পরিয়ে দেন স্বয়ং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক ৷ এদিকে 10 মার্চ, রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সেচমন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দেওয়া হয়েছে ৷ সেদিনের ব্রিগেড মঞ্চেই ছিলেন বিজেপি সাংসদ অর্জুন ৷ এই সিদ্ধান্তে তিনি যে দলের উপর ক্ষুব্ধ, তা সেদিনই তিনি একাধিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকার থেকে ক্রমে স্পষ্ট হচ্ছিল ৷

এই পরিস্থিতিতে অর্জুন সিংকে তৃণমূলে ধরে রাখতে মাঠে নামেন স্বয়ং মেয়র-মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ সোমবারই অর্জুন সিং বলেন, "আমার সঙ্গে ফিরহাদ হাকিমের কথা হয়েছে ৷" ফিরহাদও বলেন, "হ্যাঁ, আমার সঙ্গে অর্জুনের কথা হয়েছে ৷ আমি ওকে বিকল্প একটা প্রস্তাব দিয়েছি ৷ ও আমায় বলেছে যে আমি কোথাও যাচ্ছি না ৷ অর্জুন সিংকে লোকসভা নির্বাচনে প্রার্থী না-করার সিদ্ধান্ত দলের ৷ আমি বলেছি, দলের মধ্যে আমরা অন্য একটা ব্যবস্থা করে দেব ৷" তাতে মন গলেনি বলেই এদিন জানালেন অর্জুন সিং ৷ সোমবার দেশজুড়ে সিএএ কার্যকর করেছে মোদি সরকার ৷ এই ঘটনাকে সমর্থন করেছেন তৃণমূল নেতা ৷ তাঁর কার্যালয় থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে দেওয়া হয়েছে ৷ তাতেই ইঙ্গিত মিলছে যে, অর্জুন আবারও লোকসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতেই যাচ্ছেন ৷ ব্যারাকপুর থেকে বিজেপি প্রার্থী হওয়া ঘোষণার অপেক্ষা মাত্র বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ ৷

আরও পড়ুন:

  1. দলের গরিমা রক্ষা করাই এখন আমার প্রধান কাজ, বললেন অর্জুন
  2. ক্ষুব্ধ অর্জুন সিংয়ের সঙ্গে কথা বলেছেন ফিরহাদ, কী জানালেন ব্যারাকপুরের সাংসদ ?
  3. আসা-যাওয়ার মাঝেও জয়ের অনবদ্য ট্র্যাক রেকর্ড অর্জুনের
Last Updated : Mar 12, 2024, 1:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.