ETV Bharat / state

পেট্রল পাম্পে তৃণমূল নেতার দাদাগিরি-মারধর ! আতঙ্কে মহিলা কর্মীরা - HOOLIGANISM OF TMC

জ্বালানি ভরা নিয়ে তর্কাতর্কির ঘটনায় পেট্রল পাম্পের কর্মীদের মারধরের অভিযোগ ৷ আসানসোলের প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের ৷

Hooliganism of TMC
আসানসোলের পেট্রল পাম্পে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 6, 2024, 6:05 PM IST

আসানসোল, 6 নভেম্বর: তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তির বাইকে জ্বালানি না-ভরে, পাশের চারচাকা গাড়িকে কেন আগে ছাড়া হল ? এই প্রশ্ন তুলে সদলবলে পেট্রল পাম্পে এসে সংশ্লিষ্ট কর্মীকে মারধর এবং বাকিদের হেনস্তার অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ গত সোমবার আসানসোলের ঘটনায় আতঙ্কে রয়েছেন পেট্রল পাম্পের মহিলা কর্মীরা ৷

পেট্রল পাম্পের মালিকের তরফে ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে ৷ সেখানে একদল লোক পেট্রল পাম্পের কর্মীদের ঘিরে রেখেছে ৷ আর দু-তরফে তর্কাতর্কির দৃশ্য ধরা পড়েছে সেখানে ৷ পেট্রল পাম্পের মালিক সুমিত সাহার অভিযোগ, একটি সামান্য কারণে, রবিউল ইসলাম নামে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল ঝামেলা করেছেন ৷

আসানসোলের পেট্রল পাম্পে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

তিনি জানান, তাঁর পেট্রল পাম্পের একটি নিয়ম রয়েছে ৷ তিনটি বাইকে তেল ভরানোর পর, একটি চারচাকা গাড়িকে ছাড়া হয় ৷ 50 বছরের বেশি সময় ধরে চলা এই পেট্রল পাম্পের সুনাম রয়েছে আসানসোল শহরে ৷ জ্বালানির পরিমাপ সঠিক দেওয়ার কারণে প্রায় সবসময়ই ভিড় থাকে এই পাম্পটিতে ৷

তিনি অভিযোগ করেছেন, "মাঝেমধ্যেই রবিউল ইসলাম এবং তাঁর লোকজন পেট্রল পাম্পে এসে ঝামেলা করে ৷ কর্মীদের হুমকি দেওয়া, মারধরের ঘটনাও ঘটেছিল আগে ৷ সোমবার বিকেলে পেট্রল পাম্পে এক তৃণমূল কর্মী তেল ভরতে এসেছিলেন ৷ পেট্রল পাম্পের নিয়ম অনুযায়ী তিনটি বাইককে তেল দেওয়ার পর, একটি চারচাকা গাড়িকে তেল দেওয়া হয় ৷ সেই মতো ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে, একটি চারচাকায় তেল দিতে গেলে, পাম্পের কর্মীকে অকথ্য ভাষায় গালাগালি করেন ওই তৃণমূল কর্মী ৷ এরপর তেল নিয়ে হুমকি দিয়ে চলে যান ৷"

সুমিত সাহার অভিযোগ, "এর 5-7 মিনিটের মধ্যে একদল ছেলে নিয়ে আমার পেট্রল পাম্পে আসেন তৃণমূলের ওই নেতা ৷ রবিউল ইসলাম আমার এক কর্মীকে চড় মেরেছেন ৷ সিসিটিভি ফুটেজে সেটা স্পষ্ট ধরা পড়েছে ৷ এই ঘটনায় আমার পেট্রল পাম্পের কর্মীরা আতঙ্কিত ৷" এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন পেট্রল পাম্পের মালিক ৷

পাম্পের দুই মহিলাকর্মী সান্ত্বনা মাজি এবং মৌসুমী দাস অভিযোগ করেন, "আমরা বাইরে থেকে কাজ করতে আসি ৷ এই ধরনের ঘটনায় আমরা খুব আতঙ্কিত ৷ উনিই বারবার এমন ঘটনা ঘটান ৷ প্রতি মাসে আমাদের পাম্পে এসে ঝামেলা করেন ৷ গায়ে হাত তোলেন ৷ যদি বারবার এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কীভাবে কাজ করব ?"

যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা রবিউল ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, ওই পেট্রল পাম্পে সবসময় লাইন ভেঙে বড় গাড়িকে তেল দেওয়া হয় ৷ তৃণমূল নেতার দাবি, তিনি যদি অন্যায় করে থাকেন, তাহলে পুলিশ ঘটনার তদন্ত করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক ৷ তিনি যদি দোষী হন, তাহলে তাঁর জেল হবে ৷ আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

আসানসোল, 6 নভেম্বর: তৃণমূল নেতার ঘনিষ্ঠ ব্যক্তির বাইকে জ্বালানি না-ভরে, পাশের চারচাকা গাড়িকে কেন আগে ছাড়া হল ? এই প্রশ্ন তুলে সদলবলে পেট্রল পাম্পে এসে সংশ্লিষ্ট কর্মীকে মারধর এবং বাকিদের হেনস্তার অভিযোগ উঠল প্রাক্তন কাউন্সিলর তথা তৃণমূল নেতার বিরুদ্ধে ৷ গত সোমবার আসানসোলের ঘটনায় আতঙ্কে রয়েছেন পেট্রল পাম্পের মহিলা কর্মীরা ৷

পেট্রল পাম্পের মালিকের তরফে ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করা হয়েছে ৷ সেখানে একদল লোক পেট্রল পাম্পের কর্মীদের ঘিরে রেখেছে ৷ আর দু-তরফে তর্কাতর্কির দৃশ্য ধরা পড়েছে সেখানে ৷ পেট্রল পাম্পের মালিক সুমিত সাহার অভিযোগ, একটি সামান্য কারণে, রবিউল ইসলাম নামে ওই তৃণমূল নেতা ও তাঁর দলবল ঝামেলা করেছেন ৷

আসানসোলের পেট্রল পাম্পে তৃণমূল নেতার বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ ৷ (ইটিভি ভারত)

তিনি জানান, তাঁর পেট্রল পাম্পের একটি নিয়ম রয়েছে ৷ তিনটি বাইকে তেল ভরানোর পর, একটি চারচাকা গাড়িকে ছাড়া হয় ৷ 50 বছরের বেশি সময় ধরে চলা এই পেট্রল পাম্পের সুনাম রয়েছে আসানসোল শহরে ৷ জ্বালানির পরিমাপ সঠিক দেওয়ার কারণে প্রায় সবসময়ই ভিড় থাকে এই পাম্পটিতে ৷

তিনি অভিযোগ করেছেন, "মাঝেমধ্যেই রবিউল ইসলাম এবং তাঁর লোকজন পেট্রল পাম্পে এসে ঝামেলা করে ৷ কর্মীদের হুমকি দেওয়া, মারধরের ঘটনাও ঘটেছিল আগে ৷ সোমবার বিকেলে পেট্রল পাম্পে এক তৃণমূল কর্মী তেল ভরতে এসেছিলেন ৷ পেট্রল পাম্পের নিয়ম অনুযায়ী তিনটি বাইককে তেল দেওয়ার পর, একটি চারচাকা গাড়িকে তেল দেওয়া হয় ৷ সেই মতো ওই ব্যক্তিকে দাঁড় করিয়ে, একটি চারচাকায় তেল দিতে গেলে, পাম্পের কর্মীকে অকথ্য ভাষায় গালাগালি করেন ওই তৃণমূল কর্মী ৷ এরপর তেল নিয়ে হুমকি দিয়ে চলে যান ৷"

সুমিত সাহার অভিযোগ, "এর 5-7 মিনিটের মধ্যে একদল ছেলে নিয়ে আমার পেট্রল পাম্পে আসেন তৃণমূলের ওই নেতা ৷ রবিউল ইসলাম আমার এক কর্মীকে চড় মেরেছেন ৷ সিসিটিভি ফুটেজে সেটা স্পষ্ট ধরা পড়েছে ৷ এই ঘটনায় আমার পেট্রল পাম্পের কর্মীরা আতঙ্কিত ৷" এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন পেট্রল পাম্পের মালিক ৷

পাম্পের দুই মহিলাকর্মী সান্ত্বনা মাজি এবং মৌসুমী দাস অভিযোগ করেন, "আমরা বাইরে থেকে কাজ করতে আসি ৷ এই ধরনের ঘটনায় আমরা খুব আতঙ্কিত ৷ উনিই বারবার এমন ঘটনা ঘটান ৷ প্রতি মাসে আমাদের পাম্পে এসে ঝামেলা করেন ৷ গায়ে হাত তোলেন ৷ যদি বারবার এই ধরনের ঘটনা ঘটে তাহলে আমরা কীভাবে কাজ করব ?"

যদিও, মারধরের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা রবিউল ৷ তিনি পালটা অভিযোগ করেছেন, ওই পেট্রল পাম্পে সবসময় লাইন ভেঙে বড় গাড়িকে তেল দেওয়া হয় ৷ তৃণমূল নেতার দাবি, তিনি যদি অন্যায় করে থাকেন, তাহলে পুলিশ ঘটনার তদন্ত করে, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিক ৷ তিনি যদি দোষী হন, তাহলে তাঁর জেল হবে ৷ আসানসোল দক্ষিণ থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.