ETV Bharat / state

জেলা বিজেপির কার্যালয়ে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, অস্বীকার শাসকদলের - Post Poll Violence 2024 - POST POLL VIOLENCE 2024

Bardhaman BJP Party Office: বর্ধমান শহরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুরে অভিযুক্ত শাসকদল ৷

BJP Party Office of Bardhaman Town
বর্ধমানের বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 6, 2024, 7:32 PM IST

বর্ধমান, 6 জুন: জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনায় দু'জন বিজেপি কর্মী আহত হয়েছেন । এছাড়াও বিজেপির জেলা সভাপতির গাড়ি-সহ আরও দুটো বাইকে ভাঙচুর চালানো হয় বলে বিজেপির অভিযোগ । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

স্থানীয় ও বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পরেই জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি নেতা কর্মীদের উপরে হামলা চালাচ্ছে । ফলে আতঙ্কে অনেক কর্মী ও মহিলা কর্মীরাও জেলা বিজেপির কার্যালয়ে আশ্রয় নিয়েছে । আজ বৃহস্পতিবার বেলার দিকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বৈকুণ্ঠপুর এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । ওই মিছিল শেষে প্রায় দেড়শো দু'শো বাইক জেলা বিজেপি কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তারা জেলা কার্যালয় লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে ৷ এমনকি তারা জ্যারিকেনে করে পেট্রল নিয়ে এসেছিল । জেলা কার্যালয়ে আগুন ধরানোর পরিকল্পনা ছিল তাদের বলে অভিযোগ বিজেপির ৷ খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় ৷ নামানো হয় র‍্যাফ । যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি ।

বিজেপি চুপ করে থাকবে না, শুধরে যান; ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে হুঁশিয়ারি সুকান্তর

বিষয়টি নিয়ে বিজেপি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, "বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল ছিল ৷ প্রায় দেড়শো-দু'শো জনের বাইক এখানে এসে জড়ো হয় । সেই সময় বাইরে আমাদের কিছু কর্মী ছিল তাদের মারধর করা হয় । বাইরে থাকা জেলা সভাপতির গাড়ি-সহ আরও দুটো বাইক ভাঙচুর করা হয় । এরপর তারা জেলা কার্যালয় লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে । ফলে জেলা পার্টি অফিসের কাঁচ ভেঙে যায় । তাদের কাছে জ্যারিকেনে পেট্রল ছিল । আমাদের কার্যালয়ে দলীয় কর্মী এমনকি মহিলারাও আশ্রয় নিয়েছে । তারা এদিন পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ।"

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস ৷ তিনি বলেন, "বিজেপিকে সাধারণ মানুষ ছুড়ে ফেলে দিয়েছে সেটা নির্বাচনের ফলেই পরিষ্কার । এখন সেই দিক থেকে মুখ ঘোরাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি । তৃণমূল কংগ্রেস কোনও হামলা চালায়নি ।"

বর্ধমান, 6 জুন: জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । ঘটনায় দু'জন বিজেপি কর্মী আহত হয়েছেন । এছাড়াও বিজেপির জেলা সভাপতির গাড়ি-সহ আরও দুটো বাইকে ভাঙচুর চালানো হয় বলে বিজেপির অভিযোগ । যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে ।

স্থানীয় ও বিজেপির দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পরেই জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা বিজেপি নেতা কর্মীদের উপরে হামলা চালাচ্ছে । ফলে আতঙ্কে অনেক কর্মী ও মহিলা কর্মীরাও জেলা বিজেপির কার্যালয়ে আশ্রয় নিয়েছে । আজ বৃহস্পতিবার বেলার দিকে বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বৈকুণ্ঠপুর এলাকায় বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা । ওই মিছিল শেষে প্রায় দেড়শো দু'শো বাইক জেলা বিজেপি কার্যালয়ে হামলা চালায় বলে অভিযোগ ৷ বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তারা জেলা কার্যালয় লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে ৷ এমনকি তারা জ্যারিকেনে করে পেট্রল নিয়ে এসেছিল । জেলা কার্যালয়ে আগুন ধরানোর পরিকল্পনা ছিল তাদের বলে অভিযোগ বিজেপির ৷ খবর পেয়ে বর্ধমান থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে যায় ৷ নামানো হয় র‍্যাফ । যদিও তৃণমূল কংগ্রেসের দাবি তাদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি ।

বিজেপি চুপ করে থাকবে না, শুধরে যান; ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতাকে হুঁশিয়ারি সুকান্তর

বিষয়টি নিয়ে বিজেপি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, "বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের বাইক মিছিল ছিল ৷ প্রায় দেড়শো-দু'শো জনের বাইক এখানে এসে জড়ো হয় । সেই সময় বাইরে আমাদের কিছু কর্মী ছিল তাদের মারধর করা হয় । বাইরে থাকা জেলা সভাপতির গাড়ি-সহ আরও দুটো বাইক ভাঙচুর করা হয় । এরপর তারা জেলা কার্যালয় লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকে । ফলে জেলা পার্টি অফিসের কাঁচ ভেঙে যায় । তাদের কাছে জ্যারিকেনে পেট্রল ছিল । আমাদের কার্যালয়ে দলীয় কর্মী এমনকি মহিলারাও আশ্রয় নিয়েছে । তারা এদিন পার্টি অফিস আগুনে পুড়িয়ে দেওয়ার চক্রান্ত করেছিল ।"

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের বর্ধমান জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাস ৷ তিনি বলেন, "বিজেপিকে সাধারণ মানুষ ছুড়ে ফেলে দিয়েছে সেটা নির্বাচনের ফলেই পরিষ্কার । এখন সেই দিক থেকে মুখ ঘোরাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলছে বিজেপি । তৃণমূল কংগ্রেস কোনও হামলা চালায়নি ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.