ETV Bharat / state

প্রথম দফায় সর্বাধিক মহিলা পরিচালিত বুথ আলিপুরদুয়ারে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Female Conducted Polling Booths: উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে প্রথম দফায় 19 এপ্রিল নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ৷ এর মধ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা বেশি রয়েছে আলিপুরদুয়ারে ৷

Etv Bharat
আলিপুরদুয়ারে থাকছে মহিলা পরিচালিত সর্বাধিক বুথ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 7:30 PM IST

কলকাতা, 11 এপ্রিল: চলতি মাসের 19 তারিখ থেকে দেশ তথা রাজ্যে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । 19 এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে । এই তিন জেলায় থাকছে মহিলা পরিচালিত বুথ । এখানকার মোট 428টি ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা । যার মধ্য়ে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পরিচালিত বুথ থাকছে । ওই জেলায় মোট 230টি ভোটগ্রহণ কেন্দ্র হবে মহিলা পরিচালিত । জলপাইগুড়িতে এই সংখ্যাটি 138 । পাশাপাশি কোচবিহারে 60টি ভোটগ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা ।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, কোচবিহার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে ভোটদাতার সংখ্যা 19 লক্ষ 66 হাজার 593 জন । আলিপুরদুয়ার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে এই সংখ্যা 17 লক্ষ 73 হাজার 415 জন । জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে ভোটদাতা 18 লক্ষ 85 হাজার 792 জন । তিনটি সংসদীয় কেন্দ্র মিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 5,884টি । প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 34 জন প্রার্থী ।

অন্যদিকে, সব জেলা মিলিয়ে আমাদের রাজ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা হল 6,243টি । এই মোট সংখ্যার মধ্যে ডায়মন্ড হারবার এবং কলকাতার দক্ষিণ সংসদীয় কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলাদের দ্বারা পরিচালিত বুথ রয়েছে । এই দুটি কেন্দ্রেই 422টি করে বুথ রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে । মূলত, ভোটারদের বিশেষ করে মহিলা ভোটারদের বুথমুখী করতে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে এই ব্যবস্থা করে থাকে । তবে এই বুথে মহিলা এবং পুরুষ উভয়েই ভোট দিতে আসতে পারবেন ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, স্পর্শকাতর এলাকাগুলিতে মহিলা পরিচালিত বুথ নাও তৈরি করা হতে পারে । কারণ ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে । তবে কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করার সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে । এই বুথগুলিতে মহিলা ভোটকর্মীর থেকে শুরু করে মহিলা প্রিসাইডিং অফিসার-সহ সবটাই পরিচালিত হবে মহিলাদের দ্বারা ।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার রাজ্যে হয়েছিল পিংক বুথ । এই বুথগুলি ছিল সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত । মহিলা পরিচালিত এই বুথগুলিকে গোলাপী রংয়ের থিমে সাজানো হয়েছিল বলে বুথগুলির নম দেওয়া হয়েছিল পিংক বুথ । সেবারই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করা হয় ।

কলকাতা, 11 এপ্রিল: চলতি মাসের 19 তারিখ থেকে দেশ তথা রাজ্যে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন । 19 এপ্রিল প্রথম দফায় নির্বাচন হবে কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে । এই তিন জেলায় থাকছে মহিলা পরিচালিত বুথ । এখানকার মোট 428টি ভোটগ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা । যার মধ্য়ে আলিপুরদুয়ারে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা পরিচালিত বুথ থাকছে । ওই জেলায় মোট 230টি ভোটগ্রহণ কেন্দ্র হবে মহিলা পরিচালিত । জলপাইগুড়িতে এই সংখ্যাটি 138 । পাশাপাশি কোচবিহারে 60টি ভোটগ্রহণ কেন্দ্রে পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলারা ।

জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, কোচবিহার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে ভোটদাতার সংখ্যা 19 লক্ষ 66 হাজার 593 জন । আলিপুরদুয়ার (তপশিলি) সংসদীয় কেন্দ্রে এই সংখ্যা 17 লক্ষ 73 হাজার 415 জন । জলপাইগুড়ি সংসদীয় কেন্দ্রে ভোটদাতা 18 লক্ষ 85 হাজার 792 জন । তিনটি সংসদীয় কেন্দ্র মিলিয়ে ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 5,884টি । প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 34 জন প্রার্থী ।

অন্যদিকে, সব জেলা মিলিয়ে আমাদের রাজ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা হল 6,243টি । এই মোট সংখ্যার মধ্যে ডায়মন্ড হারবার এবং কলকাতার দক্ষিণ সংসদীয় কেন্দ্রে সবচেয়ে বেশি মহিলাদের দ্বারা পরিচালিত বুথ রয়েছে । এই দুটি কেন্দ্রেই 422টি করে বুথ রয়েছে যেগুলি সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত হবে । মূলত, ভোটারদের বিশেষ করে মহিলা ভোটারদের বুথমুখী করতে নির্বাচন কমিশন লোকসভা নির্বাচনে এই ব্যবস্থা করে থাকে । তবে এই বুথে মহিলা এবং পুরুষ উভয়েই ভোট দিতে আসতে পারবেন ।

সূত্র মারফত জানা গিয়েছে যে, স্পর্শকাতর এলাকাগুলিতে মহিলা পরিচালিত বুথ নাও তৈরি করা হতে পারে । কারণ ভোটের দিন কোনও সমস্যার সৃষ্টি হলে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে । তবে কমিশনের পক্ষ থেকে শান্তিপূর্ণ ভোট করার সমস্ত উদ্যোগ নেওয়া হচ্ছে । এই বুথগুলিতে মহিলা ভোটকর্মীর থেকে শুরু করে মহিলা প্রিসাইডিং অফিসার-সহ সবটাই পরিচালিত হবে মহিলাদের দ্বারা ।

প্রসঙ্গত, সম্প্রতি শেষ হওয়া পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার রাজ্যে হয়েছিল পিংক বুথ । এই বুথগুলি ছিল সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত । মহিলা পরিচালিত এই বুথগুলিকে গোলাপী রংয়ের থিমে সাজানো হয়েছিল বলে বুথগুলির নম দেওয়া হয়েছিল পিংক বুথ । সেবারই প্রথমবার পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত বুথ করা হয় ।

আরও পড়ুন :

  1. প্রথমবার পঞ্চায়েতে মহিলা পরিচালিত 'পিংক বুথ', জানাল রাজ্য নির্বাচন কমিশন
  2. স্বাধীন দেশের প্রথম লোকসভা ভোটে বাদ পড়েছিলেন 28 লক্ষ মহিলা ভোটার, কারণ কি বৈষম্য!
  3. ভোটার মাত্র 5, ছত্তিশগড়ে দেশের সবচেয়ে ছোট ভোট কেন্দ্র
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.