ETV Bharat / state

'পুলিশ শান্ত ছিল', রাজ্যবাসীর কাছে বনধ ব্যর্থ করার আবেদন আলাপনের - Alapan Appeals to Defeat Bandh

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 27, 2024, 5:12 PM IST

Updated : Aug 27, 2024, 6:42 PM IST

Nabanna Abhijan: রাজ্যবাসীর কাছে আগামিকালের বনধ ব্যর্থ করার আবেদন জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, নবান্ন অভিযানে পুলিশ শান্তই ছিল ৷ বনধ নিয়ে রাজ্য সরকারের বিবৃতি প্রকাশ করে তিনি আর কী কী বলেছেন, জানতে প্রতিবেদনটি পড়ুন ৷

ETV BHARAT
ইনসেটে আলাপন বন্দ্যোপাধ্যায় (নিজস্ব চিত্র)

কলকাতা, 27 অগস্ট: রাজ্যজুড়ে বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ ব্যর্থ করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিজেপি বনধের ডাক দেওয়ার পরই নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের একটি বিবৃতি তুলে ধরেন তিনি ৷ সেখানেই এই বনধ ব্যর্থ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান আলাপন । একইসঙ্গে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশ সহনশীলতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি ৷

রাজ্যবাসীর কাছে বনধ ব্যর্থ করার আবেদন আলাপনের (নিজস্ব ভিডিয়ো)

আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে ৷ ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে ৷ নির্যাতিতার সুবিচার আমরা সবাই চাই ৷ এখন তদন্তের ভার সিবিআইয়ের হাতে ৷ আজ মহানগর ও বাংলাকে অচল করার যে প্রয়াস হল, তা অসমর্থনীয় ৷ পরীক্ষা রয়েছে ৷ শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে ৷ ব্যবসায়ী ও বৃহৎ সংখ্যক মানুষের জীবন বিপন্ন হচ্ছে ৷"

নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর পুলিশ সন্ত্রাস চালিয়েছে, এই অভিযোগে আগামীকাল বাংলা বনধের ডাক দিয়েছে ৷ তবে রাজ্য সরকারের দাবি, পুলিশ এদিন যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে ৷ আলাপন এ প্রসঙ্গে বলেন, "বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার ৷ সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে ৷ এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশই বজায় রাখা হবে ৷"

আগামিকালের বনধ রাজ্য সরকার মানছে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ৷ তিনি বনধ নিয়ে আদালতের একটি রায়ের কথা তুলে ধরে এদিন বলেন, "সরকার জানাচ্ছে, আগামিকালের প্রস্তাবিত বনধকে মেনে নেওয়া হবে না ৷ সকলের কাছে অনুরোধ, এই বনধে অংশ নেবেন না ৷ সম্প্রতি মহারাষ্ট্র হাইকোর্টের চাপিয়ে দেওয়া বনধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন ৷ সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিচারবিভাগের নানা নির্দেশ আছে ৷ বনধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে জোর করে বন্ধ করার ব্যাপারে বিচারবিভাগের সিদ্ধান্তকে মানতে হবে ৷"

বুধবার জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে ৷ সবকিছু চালু থাকবে ৷ সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিক ভাবে আসবেন ৷ দোকানপাট খোলা রাখবেন ৷ সরকার এজন্য সব অনুকূল আইনানুগ ব্যবস্থা করবে ৷ কারও কোনও ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবে ৷ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, এটাও সরকারি নির্দেশ ৷ সব বেসরকারি বাস, মিনিবাস অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে ৷ বাংলাকে সর্বতভাবে সর্ব ক্ষেত্রে সচল রাখতে হবে ৷ কাল জনজীবন স্বাভাবিক থাকবে বলে সরকারের বিশ্বাস ৷"

কলকাতা, 27 অগস্ট: রাজ্যজুড়ে বিজেপির ডাকা 12 ঘণ্টার বনধ ব্যর্থ করার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিজেপি বনধের ডাক দেওয়ার পরই নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্য সরকারের একটি বিবৃতি তুলে ধরেন তিনি ৷ সেখানেই এই বনধ ব্যর্থ করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান আলাপন । একইসঙ্গে ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশ সহনশীলতার পরিচয় দিয়েছে বলেও দাবি করেন তিনি ৷

রাজ্যবাসীর কাছে বনধ ব্যর্থ করার আবেদন আলাপনের (নিজস্ব ভিডিয়ো)

আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, "আজ সারাদিন ধরে রাজ্যে দফায় দফায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে ৷ ছাত্রদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে ৷ নির্যাতিতার সুবিচার আমরা সবাই চাই ৷ এখন তদন্তের ভার সিবিআইয়ের হাতে ৷ আজ মহানগর ও বাংলাকে অচল করার যে প্রয়াস হল, তা অসমর্থনীয় ৷ পরীক্ষা রয়েছে ৷ শারদোৎসবের বেচাকেনা শুরু হয়ে গিয়েছে ৷ ব্যবসায়ী ও বৃহৎ সংখ্যক মানুষের জীবন বিপন্ন হচ্ছে ৷"

নবান্ন অভিযানে আন্দোলনকারীদের উপর পুলিশ সন্ত্রাস চালিয়েছে, এই অভিযোগে আগামীকাল বাংলা বনধের ডাক দিয়েছে ৷ তবে রাজ্য সরকারের দাবি, পুলিশ এদিন যথেষ্ট সহনশীলতার পরিচয় দিয়েছে ৷ আলাপন এ প্রসঙ্গে বলেন, "বাংলার সংস্কৃতি ও কৃষ্টি মূলত সৌজন্য ও পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতার ৷ সেই সামাজিক কৃষ্টির প্রতি শ্রদ্ধা রেখে পুলিশ আজ যথাসাধ্য শান্ত থেকেছে ৷ এই সৌজন্য ও শিষ্টতার পরিবেশই বজায় রাখা হবে ৷"

আগামিকালের বনধ রাজ্য সরকার মানছে না বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা ৷ তিনি বনধ নিয়ে আদালতের একটি রায়ের কথা তুলে ধরে এদিন বলেন, "সরকার জানাচ্ছে, আগামিকালের প্রস্তাবিত বনধকে মেনে নেওয়া হবে না ৷ সকলের কাছে অনুরোধ, এই বনধে অংশ নেবেন না ৷ সম্প্রতি মহারাষ্ট্র হাইকোর্টের চাপিয়ে দেওয়া বনধ বিরোধী নিষেধাজ্ঞার কথা সকলেই জানেন ৷ সাধারণভাবে এই জাতীয় অচলাবস্থা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিচারবিভাগের নানা নির্দেশ আছে ৷ বনধ তথা আন্দোলনের নামে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে জোর করে বন্ধ করার ব্যাপারে বিচারবিভাগের সিদ্ধান্তকে মানতে হবে ৷"

বুধবার জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, "রাজ্য সরকারের সিদ্ধান্ত, আগামিকাল সমগ্র রাজ্যে স্বাভাবিক জনজীবন সচল রাখা হবে ৷ সবকিছু চালু থাকবে ৷ সরকারি কর্মচারীদের প্রতি সরকারের নির্দেশ, অফিস কাছারিতে অবশ্যই স্বাভাবিক ভাবে আসবেন ৷ দোকানপাট খোলা রাখবেন ৷ সরকার এজন্য সব অনুকূল আইনানুগ ব্যবস্থা করবে ৷ কারও কোনও ক্ষতি হলে সরকার সেদিকটিও দেখবে ৷ যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে, এটাও সরকারি নির্দেশ ৷ সব বেসরকারি বাস, মিনিবাস অপারেটরের প্রতিও এই অনুজ্ঞা থাকবে ৷ বাংলাকে সর্বতভাবে সর্ব ক্ষেত্রে সচল রাখতে হবে ৷ কাল জনজীবন স্বাভাবিক থাকবে বলে সরকারের বিশ্বাস ৷"

Last Updated : Aug 27, 2024, 6:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.