কলকাতা, 30 এপ্রিল: হিট স্ট্রোকে মৃত্যু হল এক যুবকের। 26 বছর বয়সি সুমন রানা বড়বাজারের কাছে অসুস্থ হয়ে পড়েন। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সোমবার রাতে তাঁর মৃত্যু হয়। জানা গিয়েছে, বাগুইহাটির বাসিন্দা সুমন দুপুরে কোনও কাজে রাস্তায় বেরিয়েছিলেন। শেষমেশ বড়বাজারের কাছাকাছি এসে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সাহায্যে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। কিন্তু শেষরক্ষা হল না ৷
এমনিতেই গরমের জেরে নাজেহাল বঙ্গবাসী। কলকাতা ও তাঁর আশপাশের এলাকার সর্বোচ্চ তাপমাত্রার 43 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকছে। তীব্র তাপদাহে রাস্তায় কমছে সাধারণ মানুষের আনাগোনা। চিকিৎসকদের তরফেও বারবার সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে। এই বিষয়ে চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, সুতির হালকা রঙের জামা পড়তে হবে। মাথা ঢেকে বেড়তে হবে। তার সঙ্গে অত্যন্ত দরকারি হল খনিজ পদার্থ-সহ জল খাওয়া দরকার। মেয়েদের ক্ষেত্রে বেশি মেকআপ করে না বেরোনোই ভালো। যাঁদের রাস্তায় নেমে কাজ করতে হচ্ছে, তাঁদের ছায়ায় বেশি থাকার চেষ্টা করতে হবে। তেল জাতিয় খাওয়ার বর্জন করে জলীয় পদার্থ বেশি খেতে হবে। এর সঙ্গে অ্যান্টি অ্যালার্জি চিকিৎসকের সঙ্গে পরামর্শ না নিয়ে ওষুধ না খাওয়াই ভালো।
তাপপ্রবাহ নিয়ে সতর্ক করেছে স্বাস্থ্যভবনও । স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, তাপপ্রবাহের ফলে ত্বক লাল এবং শুষ্ক হয়ে যেতে পারে । শরীরের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা 104 ডিগ্রি ফারেনহাইট অথবা তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। মাথাব্যথা, বমি বমি ভাব, পেশিতে টান ধরার সমস্যা হতে পারে ৷ এছাড়াও মানসিক বিভ্রান্তি থেকে মাথা ঘোরা ও জ্ঞান হারানোর মতো অবস্থা হতে পারে।
আরও পড়ুন: