ETV Bharat / state

বিয়ে করতে চাই ! বিচিত্র দাবিতে বৈদ্যুতিক টাওয়ারের টঙে উঠে তাণ্ডব যুবকের - Youth on High Tension Pole - YOUTH ON HIGH TENSION POLE

Crazy For Marriage: বিয়ে দিতে হবে ৷ এই দাবিতে সটান বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়লেন যুবক ৷ স্থানীয়রা অনেক অনুরোধ করা সত্ত্বেও নামেননি ৷

Crazy For Marriage
হাইটেনশন তারে যুবক, বুঝিয়ে সুঝিয়ে নীচে নামাল পুলিশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2024, 10:35 PM IST

আলিপুরদুয়ার, 25 সেপ্টেম্বর: এ যেন শোলে সিনেমার দৃশ্য ! বাসন্তীকে বিয়ে করতে চেয়ে বীরু যেমন জলের ট্যাংকের ওপর উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন গ্রামবাসীদের । আর বুধবার ফালাকাটা ধনিরামপুর এলাকার যুবক বিপ্লব রায় নিজের বিয়ের দাবিতে চড়ে বসল হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে । যা নিয়ে হুলুস্থুল কাণ্ড ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় । ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে গেল পুলিশের । প্রায় দু'ঘণ্টা পর অবশেষে টাওয়ার থেকে নামলেন 'গুণধর' যুবক । যুবককে দেখতে ভিড় জমল এলাকায় । যদিও নিরাপদে নামানো গিয়েছে সেই যুবককে ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বিদ্যুতের টাওয়ারে হঠাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক । এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যুবককে দেখে স্থানীয়রা নিচ থেকে অনুরোধ করতে থাকে তাঁকে নেমে আসার জন্য । কিন্তু যুবক কোনওমতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনও চেষ্টাই করেননি । বাধ্য হয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার বাসিন্দারা । খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আসেন ৷ এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষ ওই যুবক নীচে নামে ।

হাইটেনশন তারে উঠল যুবক (ইটিভি ভারত)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজের মর্জিতেই ওই যুবক বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে । বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে । স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেন, ওই যুবক কোনওভাবে মানসিক বিকারগ্রস্ত । সে কারণেই ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টের উপর উঠে পড়েছেন । এরপর থেকে ক্রমাগত তাঁকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করা হয় । কিন্তু ওই যুবক কিছুতেই নিচে নামতে চাননি । পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । স্বস্তি পায় এলাকাবাসীও ।

জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার জানান, ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পেরেছি তাতে বলছে ওর মাথার একটু সমস্যা আছে এবং তার চিকিৎসা চলছে । ও যে জায়গায় বসেছিল এটা কোনও সুস্থ মানুষের লক্ষণ না, আমি মনে করি না । একটু এদিক-ওদিক হলেই মরে যেত । আবার এদিকে ও নিজের থেকেই নেমে এসেছে । আমরা সেখান থেকে ছেলেটিকে বাড়িতে পৌঁছে দিই ।

আলিপুরদুয়ার, 25 সেপ্টেম্বর: এ যেন শোলে সিনেমার দৃশ্য ! বাসন্তীকে বিয়ে করতে চেয়ে বীরু যেমন জলের ট্যাংকের ওপর উঠে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন গ্রামবাসীদের । আর বুধবার ফালাকাটা ধনিরামপুর এলাকার যুবক বিপ্লব রায় নিজের বিয়ের দাবিতে চড়ে বসল হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে । যা নিয়ে হুলুস্থুল কাণ্ড ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায় । ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে গেল পুলিশের । প্রায় দু'ঘণ্টা পর অবশেষে টাওয়ার থেকে নামলেন 'গুণধর' যুবক । যুবককে দেখতে ভিড় জমল এলাকায় । যদিও নিরাপদে নামানো গিয়েছে সেই যুবককে ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বিদ্যুতের টাওয়ারে হঠাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক । এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । যুবককে দেখে স্থানীয়রা নিচ থেকে অনুরোধ করতে থাকে তাঁকে নেমে আসার জন্য । কিন্তু যুবক কোনওমতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনও চেষ্টাই করেননি । বাধ্য হয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার বাসিন্দারা । খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা আসেন ৷ এরপর বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষ ওই যুবক নীচে নামে ।

হাইটেনশন তারে উঠল যুবক (ইটিভি ভারত)

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিজের মর্জিতেই ওই যুবক বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে । বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে । স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেন, ওই যুবক কোনওভাবে মানসিক বিকারগ্রস্ত । সে কারণেই ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টের উপর উঠে পড়েছেন । এরপর থেকে ক্রমাগত তাঁকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করা হয় । কিন্তু ওই যুবক কিছুতেই নিচে নামতে চাননি । পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় । স্বস্তি পায় এলাকাবাসীও ।

জটেশ্বর ফাঁড়ির ওসি অসীম মজুমদার জানান, ছেলেটির বাবাকে জিজ্ঞাসা করে যতটুকু জানতে পেরেছি তাতে বলছে ওর মাথার একটু সমস্যা আছে এবং তার চিকিৎসা চলছে । ও যে জায়গায় বসেছিল এটা কোনও সুস্থ মানুষের লক্ষণ না, আমি মনে করি না । একটু এদিক-ওদিক হলেই মরে যেত । আবার এদিকে ও নিজের থেকেই নেমে এসেছে । আমরা সেখান থেকে ছেলেটিকে বাড়িতে পৌঁছে দিই ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.