কলকাতা, 26 জানুয়ারি: রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে উদযাপিত হল সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজ । সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে শুক্রবার সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস প্রমুখ । বেলা 10টার পরে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী রেড রোডে আসেন । এ দিন পরস্পরের মধ্যে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে ।
এবার দেশের 75তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডে রাজ্য সরকারের তরফ থেকে একাধিক ট্যাবলো হাজির করানো হয়েছিল । এর মধ্যে নজর কাড়ল পথশ্রী প্রকল্পের ট্যাবলো । বাড়তি গুরুত্ব দিয়ে প্রদর্শিত হল সম্প্রীতি ট্যাবলো । রামমন্দির প্রতিষ্ঠার দিন সম্প্রীতি ও সংহতির বার্তা দিয়ে পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী । সেখানেই তিনি জানিয়েছিলেন, ধর্ম যার যার নিজের, উৎসব সবার ।
এ দিন একই বার্তা দেওয়া হল ট্যাবলো থেকে । একতাই সম্প্রীতি বলে ট্যাবলোর সামনে লেখা ছিল । এছাড়াও ট্যাবলোর গায়ে একাধিক ছবি । পশ্চিমবঙ্গের কাটআউট ছিল, রঙ সবুজ । তার মধ্যে লেখা 'একতাই সম্প্রীতি' । এছাড়া দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি দেখতে পাওয়া যায় ট্যাবলোয় । বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলো । একটি গাছের অবয়বে করা হয়েছে সেটিতে । যার নিচে লেখা 'একতা বৃক্ষ' । বিভিন্ন ধর্মের শিশুদের মুখ প্রতীকী হিসেবে ট্যাবলোতে ব্যবহার করা হয়েছে । ট্যাবলোর গায়ে লেখা, পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগ ।
এ দিনের কুচকাওয়াজে মহিলা পুলিশকর্মীরাও অংশ নেন । একইভাবে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে নজর কেড়েছে একাধিক স্কুলের কচিকাঁচাদের অনুষ্ঠান ৷ দার্জিলিংয়ের কুকরি নৃত্য ও আদিবাসীদের আদিবাসী নাচ ।
আরও পড়ুন: