ETV Bharat / state

সন্দেশখালি যাওয়ার পথে রামপুরে বিজেপির ফ্যাক্ট ফাউন্ডিং দলকে আটকে দিল পুলিশ

BJP delegation to visit Sandeshkhali has been stopped by Police: শুক্রবার সকালে সন্দেশখালি যাচ্ছিল 6 সদস্যের একটি প্রতিনিধি দল ৷ রামপুরে তাদের আটকে দেওয়া হয় ৷

ETV Bharat
বিজেপির প্রতিনিধি দল
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 12:12 PM IST

Updated : Feb 16, 2024, 1:22 PM IST

সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

রামপুর, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালি যেতে গিয়ে রামপুরের কাছে বাধা পেল বিজেপির 6 সদস্যের উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৷ রাস্তাতেই বসে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ প্রতিনিধি দলের সঙ্গে থাকা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ শুক্রবার সকালে বিজেপির এই উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ৷ কিন্তু

দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "এতে পরিষ্কার বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার কতটা ভয় পেয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না ৷ 144 ধারা জারি করে রেখেছে ৷ আমরা বললাম, 5 জন সদস্য যাব, কিন্তু আমাদের যেতে দিল না ৷ তারপর আমরা বললাম, শুধু 2 জন মন্ত্রীকে যেতে দেওয়া হোক ৷ তাও পুলিশ অনুমতি দিল না ৷ পুলিশকে কড়া নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে, বিজেপির প্রতিনিধি দল এলে তাদের যেন সন্দেশখালি যেতে দেওয়া না-হয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কী হচ্ছে ৷ পশ্চিমবঙ্গ জ্বলছে ৷" গতকাল এখানেই আটকে দেওয়া হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ৷

সন্দেশখালিতে মহিলাদের উপর শারীরিক নির্যাতন, যৌন হেনস্তা, অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এর তদন্তে ছ'জন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ এই দলে রয়েছেন- কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, সাংসদ কবিতা পাতিদার, বিজেপি সাংসদ সঙ্গীতা যাদব ও রাজ্যসভা সাংসদ বৃজলাল ৷

এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, "আমরা নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে এসেছি ৷ তারা যাতে ন্যায়বিচার পায় ৷ আজ (সন্দেশখালি) যাওয়ার পথে আমাদের আটকানোর জন্য পুলিশ এখানে দাঁড়িয়ে ছিল ৷ শেখ শাহজাহান এবং তার গুন্ডাদের গ্রেফতার করতে যদি পুলিশ এত সক্রিয়তা দেখাতে পারত, তাহলে এই অবস্থাটা হত না ৷"

আজ সন্দেশখালি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে সেখানে মহিলাদের উপর কী ধরনের নিপীড়ন এবং অত্যাচার হয়েছে, সেই সব বিষয়গুলি রেকর্ড করার কথা ছিল এই কমিটির ৷ সন্দেশখালির তদন্তে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এই উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন ৷ দ্রুত এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো কথা ৷

আরও পড়ুন:

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  3. সন্দেশখালি ইস্যুতে শহরে বিদ্বজ্জনদের মিছিলে উত্তেজনা

সন্দেশখালি যাওয়ার পথে বিজেপির প্রতিনিধি দলকে আটকাল পুলিশ

রামপুর, 16 ফেব্রুয়ারি: সন্দেশখালি যেতে গিয়ে রামপুরের কাছে বাধা পেল বিজেপির 6 সদস্যের উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি ৷ রাস্তাতেই বসে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী-সহ প্রতিনিধি দলের সঙ্গে থাকা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ শুক্রবার সকালে বিজেপির এই উচ্চস্তরীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিম কলকাতা থেকে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দেয় ৷ কিন্তু

দক্ষিণ আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল বলেন, "এতে পরিষ্কার বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকার কতটা ভয় পেয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রীদের সন্দেশখালি যেতে দেওয়া হচ্ছে না ৷ 144 ধারা জারি করে রেখেছে ৷ আমরা বললাম, 5 জন সদস্য যাব, কিন্তু আমাদের যেতে দিল না ৷ তারপর আমরা বললাম, শুধু 2 জন মন্ত্রীকে যেতে দেওয়া হোক ৷ তাও পুলিশ অনুমতি দিল না ৷ পুলিশকে কড়া নির্দেশ দেওয়া দেওয়া হয়েছে, বিজেপির প্রতিনিধি দল এলে তাদের যেন সন্দেশখালি যেতে দেওয়া না-হয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কী হচ্ছে ৷ পশ্চিমবঙ্গ জ্বলছে ৷" গতকাল এখানেই আটকে দেওয়া হয়েছিল বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও ৷

সন্দেশখালিতে মহিলাদের উপর শারীরিক নির্যাতন, যৌন হেনস্তা, অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ৷ এর তদন্তে ছ'জন সদস্যের একটি ফ্যাক্ট ফাইন্ডিং দল গঠন করেন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ৷ এই দলে রয়েছেন- কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ সুনীতা দুগ্গল, সাংসদ কবিতা পাতিদার, বিজেপি সাংসদ সঙ্গীতা যাদব ও রাজ্যসভা সাংসদ বৃজলাল ৷

এই প্রতিনিধি দলের অন্যতম সদস্য কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, "আমরা নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে এসেছি ৷ তারা যাতে ন্যায়বিচার পায় ৷ আজ (সন্দেশখালি) যাওয়ার পথে আমাদের আটকানোর জন্য পুলিশ এখানে দাঁড়িয়ে ছিল ৷ শেখ শাহজাহান এবং তার গুন্ডাদের গ্রেফতার করতে যদি পুলিশ এত সক্রিয়তা দেখাতে পারত, তাহলে এই অবস্থাটা হত না ৷"

আজ সন্দেশখালি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বলে সেখানে মহিলাদের উপর কী ধরনের নিপীড়ন এবং অত্যাচার হয়েছে, সেই সব বিষয়গুলি রেকর্ড করার কথা ছিল এই কমিটির ৷ সন্দেশখালির তদন্তে বিজেপি সভাপতি জে পি নাড্ডা এই উচ্চস্তরীয় কমিটি গঠন করেছেন ৷ দ্রুত এই রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো কথা ৷

আরও পড়ুন:

  1. 'আদালতে দেখা হবে', সন্দেশখালি যেতে বাধা পেয়ে সড়বেরিয়া থেকে হুঁশিয়ারি শুভেন্দুর
  2. সন্দেশখালি যেতে গিয়ে বাধা পেয়ে ফের হাইকোর্টে মামলা শুভেন্দুর
  3. সন্দেশখালি ইস্যুতে শহরে বিদ্বজ্জনদের মিছিলে উত্তেজনা
Last Updated : Feb 16, 2024, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.