ETV Bharat / state

সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে 65-র বৃদ্ধা - JUNIOR DOCTORS HUNGER STRIKE

জুনিয়র ডাক্তারদের প্রতীকী অনশনে সামিল হলেন সোদপুরের বাসিন্দা এক বৃদ্ধা ৷ তাঁদের দাবিকে ন্যায্য বলে উল্লেখ করলেন তিনি ৷

JUNIOR DOCTORS HUNGER STRIKE
সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে 65 বছরের জয়তী সেনগুপ্ত ৷ (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2024, 8:10 PM IST

কামারহাটি, 8 অক্টোবর: সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে বসলেন 65 বছরের এক বৃদ্ধা ৷ মঙ্গলবার দুপুরে হঠাৎই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে এসে হাজির হন সোদপুরের বাসিন্দা জয়তী সেনগুপ্ত ৷ প্রতীকী অনশনে অংশ নেওয়া জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করে, তাঁদের আন্দোলনে সামিল হতে চান তিনি ৷

বৃদ্ধার সাহসী এই পদক্ষেপ দেখে মুগ্ধ সাগর দত্ত হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গেই প্রতীকী অনশন শুরু করেন প্রৌঢ়া ৷ তাঁর কথায়, "ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন দেখে আমি চুপ করে বসে থাকতে পারিনি ৷ চেয়েছিলাম ডোরিনা ক্রসিংয়ে অনশন মঞ্চে গিয়ে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব ৷ কিন্তু সংকীর্ণ জায়গা হওয়ায়, তা আর সম্ভব হয়নি ৷" তাই, বাড়ির কাছে সাগর দত্ত হাসপাতালে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন ওই বৃদ্ধা ৷

সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে 65 বছরের জয়তী সেনগুপ্ত ৷ (ইটিভি ভারত)

10 দফা দাবিতে শনিবার রাত থেকেই ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশন শুরু করেছেন 7 জন জুনিয়র ডাক্তারদের একাংশ ৷ তাঁদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও ৷ ইতিমধ্যে, আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন ৷

যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ, আমরণ অনশনে বসার পর থেকেই পুলিশ প্রশাসনের একাংশ, তাঁদের সঙ্গে অসহযোগিতা শুরু করেছে ৷ সরকারেরও এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ দাবি পূরণে রাজ‍্য সরকারের পক্ষ থেকে কোনও রকম যোগাযোগ কিংবা ইমেল করা হয়নি ৷ এই অবস্থায় আন্দোলনের তীব্রতা বাড়াতে মঙ্গলবারই রাজ‍্যের প্রতিটি মেডিক্যাল কলেজে 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

সেই ডাকে সাড়া দিয়ে রেসিডেন্ট ডক্টর'স অ্যাসোসিয়েশনও সামিল হয় প্রতীকী এই আন্দোলনে ৷ তাঁদের সংগঠনের তরফেই এ দিন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতীকী অনশন ৷ সেই আন্দোলনেই সামিল হন জয়তী সেনগুপ্ত নামে ওই বৃদ্ধা ৷ এ দিন অনশনকারীর ব্যাজ বুকে ঝুলিয়ে মঞ্চে প্রতীকী অনশনে বসেন তিনি ৷ উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবিপূরণের বিষয়টি মানা না-হলে আগামিকাল গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও ৷

কামারহাটি, 8 অক্টোবর: সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে বসলেন 65 বছরের এক বৃদ্ধা ৷ মঙ্গলবার দুপুরে হঠাৎই জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে এসে হাজির হন সোদপুরের বাসিন্দা জয়তী সেনগুপ্ত ৷ প্রতীকী অনশনে অংশ নেওয়া জুনিয়র ডাক্তারদের সঙ্গে দেখা করে, তাঁদের আন্দোলনে সামিল হতে চান তিনি ৷

বৃদ্ধার সাহসী এই পদক্ষেপ দেখে মুগ্ধ সাগর দত্ত হাসপাতালের আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা ৷ জুনিয়র ডাক্তারদের সঙ্গেই প্রতীকী অনশন শুরু করেন প্রৌঢ়া ৷ তাঁর কথায়, "ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন দেখে আমি চুপ করে বসে থাকতে পারিনি ৷ চেয়েছিলাম ডোরিনা ক্রসিংয়ে অনশন মঞ্চে গিয়ে তাঁদের কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন করব ৷ কিন্তু সংকীর্ণ জায়গা হওয়ায়, তা আর সম্ভব হয়নি ৷" তাই, বাড়ির কাছে সাগর দত্ত হাসপাতালে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন ওই বৃদ্ধা ৷

সাগর দত্ত মেডিক্যালে জুনিয়র ডাক্তারদের সঙ্গে প্রতীকী অনশনে 65 বছরের জয়তী সেনগুপ্ত ৷ (ইটিভি ভারত)

10 দফা দাবিতে শনিবার রাত থেকেই ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশন শুরু করেছেন 7 জন জুনিয়র ডাক্তারদের একাংশ ৷ তাঁদের এই আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে পাশে দাঁড়িয়েছেন সিনিয়র চিকিৎসকরাও ৷ ইতিমধ্যে, আরজি কর হাসপাতালের প্রায় 50 জন সিনিয়র ডাক্তার গণইস্তফা দিয়েছেন ৷

যদিও আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ, আমরণ অনশনে বসার পর থেকেই পুলিশ প্রশাসনের একাংশ, তাঁদের সঙ্গে অসহযোগিতা শুরু করেছে ৷ সরকারেরও এ নিয়ে কোনও হেলদোল নেই ৷ দাবি পূরণে রাজ‍্য সরকারের পক্ষ থেকে কোনও রকম যোগাযোগ কিংবা ইমেল করা হয়নি ৷ এই অবস্থায় আন্দোলনের তীব্রতা বাড়াতে মঙ্গলবারই রাজ‍্যের প্রতিটি মেডিক্যাল কলেজে 12 ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ৷

সেই ডাকে সাড়া দিয়ে রেসিডেন্ট ডক্টর'স অ্যাসোসিয়েশনও সামিল হয় প্রতীকী এই আন্দোলনে ৷ তাঁদের সংগঠনের তরফেই এ দিন সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হয়েছিল জুনিয়র ডাক্তারদের প্রতীকী অনশন ৷ সেই আন্দোলনেই সামিল হন জয়তী সেনগুপ্ত নামে ওই বৃদ্ধা ৷ এ দিন অনশনকারীর ব্যাজ বুকে ঝুলিয়ে মঞ্চে প্রতীকী অনশনে বসেন তিনি ৷ উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের 10 দফা দাবিপূরণের বিষয়টি মানা না-হলে আগামিকাল গণইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সিনিয়র চিকিৎসকরাও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.