ETV Bharat / state

দাঁড়িয়ে থাকা লরিকে ধাক্কা, মৃত ডাম্পারের চালক ও খালাসি - পথ দুর্ঘটনা

Road Accident in Murshidabad: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল এক ডাম্পার চালক ও খালাসির ৷ রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরিকে ধাক্কা মারার ফলে এই দুর্ঘটনা বলে জানা গিয়েছে ৷

Etv Bharat
মুর্শিদাবাদে পথ দুর্ঘটনা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 1:58 PM IST

রঘুনাথগঞ্জ, 25 ফেব্রুয়ারি: দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরে উলটে গেল ডাম্পার । ঘটনায় মৃত ডাম্পার চালক ও খালাসি । রবিবার ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার উমরপুরে । মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি । পুলিশ তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে । কুয়াশার কারণেই দৃশ্যমানতা কম হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান । চালক ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের আপ লেন । পুলিশের তৎপরতায় এক ঘণ্টা পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে জাতীয় সড়ক যানজট মুক্ত করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাম্পারটি বহরমপুরের দিক ফরাক্কার দিকে যাচ্ছিল । সেই সময় রঘুনাথগঞ্জ থানার উমরপুর 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি । ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ডাম্পার চালক ও খালাসির । দু'জনেই গাড়ির ভিতর আটকে পড়েছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে দু'জনকে উদ্ধার করা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় ওই দুই যুবকের । তাদের বয়স আনুমানিক 35-40 বছর বলে জানিয়েছে পুলিশ ।

স্থানীয়দের অভিযোগ, দূরপাল্লার পণ্যবাহী লরি নিয়মের তোয়াক্কা না করে বরাবরই জাতীয় সড়কের ধার ঘেঁষে দাঁড়ায় । গাড়ির একদিকের চাকা জাতীয় সড়কেই থাকে । যার ফলে জাতীয় সড়ক অনেকটা সংকীর্ণ হয়ে পড়ে । স্থানীয়দের দাবি, বেআইনি পার্কিং করার ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে । বিশেষ করে শীতের সময় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আকছার দুর্ঘটনা ঘটে ।

তার উপর শনিবার সন্ধ্যা থেকে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । ভোর রাতে কুয়াশার দাপটও ছিল । কুয়াশার কারণেই দাঁড়িয়ে থাকা লরিটি ডাম্পার চালকের নজরে আসেনি বলেই মনে করা হচ্ছে । যার ফলে সজোরে লরির পিছনে ধাক্কা মেরে উলটে যায় ডাম্পারটি । দুমড়ে মুচড়ে তার তলায় চাপা পড়েন চালক ও খালাসি । চালকের কেবিন কেটেই দু'জনকে উদ্ধার করা হয় । তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু'জনেরই বাড়ি নদিয়া জেলায় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি ।

আরও পড়ুন :

  1. ঘোড়াকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যোগীর কনভয়, জখম 15
  2. দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ লরির চাকায় দীর্ঘক্ষণ পিষ্ট রইল বৃদ্ধের পা, হাসপাতালে মৃত ঘোষণা
  3. পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু

রঘুনাথগঞ্জ, 25 ফেব্রুয়ারি: দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা মেরে উলটে গেল ডাম্পার । ঘটনায় মৃত ডাম্পার চালক ও খালাসি । রবিবার ভোর নাগাদ দুর্ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের 34 নম্বর জাতীয় সড়কের উপর রঘুনাথগঞ্জ থানার উমরপুরে । মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি । পুলিশ তাদের নাম পরিচয় জানার চেষ্টা করছে । কুয়াশার কারণেই দৃশ্যমানতা কম হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে পুলিশের অনুমান । চালক ঘুমিয়ে পড়ার কারণেও দুর্ঘটনা ঘটে থাকতে পারে ৷ ঘটনার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কের আপ লেন । পুলিশের তৎপরতায় এক ঘণ্টা পর দুর্ঘটনাগ্রস্ত গাড়ি সরিয়ে জাতীয় সড়ক যানজট মুক্ত করা হয় ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডাম্পারটি বহরমপুরের দিক ফরাক্কার দিকে যাচ্ছিল । সেই সময় রঘুনাথগঞ্জ থানার উমরপুর 34 নম্বর জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা লরিকে পিছন থেকে ধাক্কা মারে ডাম্পারটি । ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় ডাম্পার চালক ও খালাসির । দু'জনেই গাড়ির ভিতর আটকে পড়েছিলেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রঘুনাথগঞ্জ থানার পুলিশ । গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে দু'জনকে উদ্ধার করা হয় । ঘটনাস্থলেই মৃত্যু হয় অজ্ঞাত পরিচয় ওই দুই যুবকের । তাদের বয়স আনুমানিক 35-40 বছর বলে জানিয়েছে পুলিশ ।

স্থানীয়দের অভিযোগ, দূরপাল্লার পণ্যবাহী লরি নিয়মের তোয়াক্কা না করে বরাবরই জাতীয় সড়কের ধার ঘেঁষে দাঁড়ায় । গাড়ির একদিকের চাকা জাতীয় সড়কেই থাকে । যার ফলে জাতীয় সড়ক অনেকটা সংকীর্ণ হয়ে পড়ে । স্থানীয়দের দাবি, বেআইনি পার্কিং করার ফলে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে । বিশেষ করে শীতের সময় কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় আকছার দুর্ঘটনা ঘটে ।

তার উপর শনিবার সন্ধ্যা থেকে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে । ভোর রাতে কুয়াশার দাপটও ছিল । কুয়াশার কারণেই দাঁড়িয়ে থাকা লরিটি ডাম্পার চালকের নজরে আসেনি বলেই মনে করা হচ্ছে । যার ফলে সজোরে লরির পিছনে ধাক্কা মেরে উলটে যায় ডাম্পারটি । দুমড়ে মুচড়ে তার তলায় চাপা পড়েন চালক ও খালাসি । চালকের কেবিন কেটেই দু'জনকে উদ্ধার করা হয় । তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু'জনেরই বাড়ি নদিয়া জেলায় । তবে তাদের নাম পরিচয় জানা যায়নি ।

আরও পড়ুন :

  1. ঘোড়াকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে যোগীর কনভয়, জখম 15
  2. দুর্ঘটনার পর দীর্ঘক্ষণ লরির চাকায় দীর্ঘক্ষণ পিষ্ট রইল বৃদ্ধের পা, হাসপাতালে মৃত ঘোষণা
  3. পুকুরে ট্রাক্টর ট্রলি উলটে শিশু ও মহিলা-সহ 24 পুণ্যার্থীর মৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.