ETV Bharat / sports

ফাদার্স-ডে'তে নানা লুকে ধোনি, বিশেষ উপহার দিয়ে বিরাটকে চমকে দিল ভামিকা - Fathers Day 2024 - FATHERS DAY 2024

Happy Father's Day: ফাদার্স-ডে'তে হালকা মেজাজে দেখা গেল ক্যাপ্টেন কুলকে ৷ কী করছেন তিনি? কার সঙ্গে সময় কাটাচ্ছেন ক্রিকেটের প্রাক্তন ভারত অধিনায়ক ৷ তাঁর নানা লুকের ও কাজকর্মের একটি ভিডিয়ো ফাঁস করলেন কন্যা জিভা সিং ধোনি ৷ পাশাপাশি বাবা কোহলির জন্য বিশেষ ছবি এঁকেছেন কন্য়া ভামিকা ৷ তাতে কী বোঝা যাচ্ছে ?

Happy Fathers Day 2024
বাঁ-দিক থেকে মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 16, 2024, 9:23 PM IST

Updated : Jun 16, 2024, 10:33 PM IST

হায়দরাবাদ, 16 জুন: বয়সে একরত্তি হলেও পিছিয়ে নেই ভামিকা কোহলি ৷ ফাদার্স-ডে'তে বাবাকে বিশেষ উপহার দিয়ে চমকে দিল সে ৷ অন্যদিকে, ক্যাপ্টেন কুলও রয়েছেন অন্য মুডে ৷ আইপিএল খেলে কয়েক সপ্তাহ আগেই বাড়ি ফিরেছেন ধোনি ৷ রয়েছেন একেবারে ফুরফুরে মেজাজে। কিন্তু কী করছেন মহেন্দ্র সিং ধোনি ? ফাঁস করলেন কন্যা জিভা ৷

রবিবার জিভা সিং বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ বিদেশি গায়ক ম্যাক্সি প্রিস্টের গান 'ওয়াইল্ড ওয়ার্ল্ড'-এ ভিডিয়োটি এডিট করেছে জিভা ৷ পরে স্প্যানিশ ওয়ার্ডে লিখেছেন ফ্যামিলিয়া অর্থাৎ পরিবার ৷ এদিনের ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহি কন্যা জিভাও বেশ বড় হয়েছে ৷

কন্যার পোস্ট করা ভিডিয়ো-তে দেখা গিয়েছে রাঁচিতে নিজের ফার্ম হাউসে কুল মুডে ধোনি ৷ সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে ৷ ভিডিয়োতে ধোনিকে কখনও দেখা যাচ্ছে পোষ্যদের মাথায়-শরীরে হাত বুলিয়ে দিতে ৷ শুধু মাহি নয়, এই ভিডিয়োয় দেখা গিয়েছে সাক্ষী ও জিভাকে ৷ তাঁরাও বাড়ির পোষ্যদের ‌নিয়ে খুনসুটিতে মেতেছেন ৷ এর আগেও পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ছবি সোশালে শেয়ার করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷

এদিকে ভামিকা কোহলিও বিরাটকে একটি বিশেষ ছবি এঁকে উপহার দিয়েছেন ৷ টি-20 বিশ্বকাপ খেলতে বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপে রয়েছেন তিনি ৷ তাতে দেখা যাচ্ছে হলুদ রংয়ের দু'টো পায়ের পাতার ছাপ ৷ নীচে লেখা হ্যাপি ফাদার্স ডে ৷ মা অনুষ্কা শর্মা এই ছবি ইনস্টায় পোস্ট করেছেন ৷ তাতে বিরাটপত্নী লিখেছেন, "একজন মানুষ এত কিছুতে ভালো কীভাবে হতে পারে! হতবাক ৷ আমরা তোমাকে ভালোবাসি ৷" এই পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে 16 লাখেরও বেশি মানুষ পোস্টটি লাইক করেছেন ৷ তবে, তারকার দুই খুদে সন্তানের চমক কিন্তু তাদের বাবাদের চমকে দিলেন ৷ আর ফাদার্স ডে-তে তা খবরের শিরোনামে ৷

হায়দরাবাদ, 16 জুন: বয়সে একরত্তি হলেও পিছিয়ে নেই ভামিকা কোহলি ৷ ফাদার্স-ডে'তে বাবাকে বিশেষ উপহার দিয়ে চমকে দিল সে ৷ অন্যদিকে, ক্যাপ্টেন কুলও রয়েছেন অন্য মুডে ৷ আইপিএল খেলে কয়েক সপ্তাহ আগেই বাড়ি ফিরেছেন ধোনি ৷ রয়েছেন একেবারে ফুরফুরে মেজাজে। কিন্তু কী করছেন মহেন্দ্র সিং ধোনি ? ফাঁস করলেন কন্যা জিভা ৷

রবিবার জিভা সিং বাবাকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছে ৷ বিদেশি গায়ক ম্যাক্সি প্রিস্টের গান 'ওয়াইল্ড ওয়ার্ল্ড'-এ ভিডিয়োটি এডিট করেছে জিভা ৷ পরে স্প্যানিশ ওয়ার্ডে লিখেছেন ফ্যামিলিয়া অর্থাৎ পরিবার ৷ এদিনের ভিডিয়োতে দেখা যাচ্ছে, মাহি কন্যা জিভাও বেশ বড় হয়েছে ৷

কন্যার পোস্ট করা ভিডিয়ো-তে দেখা গিয়েছে রাঁচিতে নিজের ফার্ম হাউসে কুল মুডে ধোনি ৷ সেখানে প্রাক্তন ভারত অধিনায়ক সময় কাটাচ্ছেন তাঁর প্রিয় পোষ্যদের সঙ্গে ৷ ভিডিয়োতে ধোনিকে কখনও দেখা যাচ্ছে পোষ্যদের মাথায়-শরীরে হাত বুলিয়ে দিতে ৷ শুধু মাহি নয়, এই ভিডিয়োয় দেখা গিয়েছে সাক্ষী ও জিভাকে ৷ তাঁরাও বাড়ির পোষ্যদের ‌নিয়ে খুনসুটিতে মেতেছেন ৷ এর আগেও পোষ্যদের সঙ্গে সময় কাটানোর ছবি সোশালে শেয়ার করেছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ৷

এদিকে ভামিকা কোহলিও বিরাটকে একটি বিশেষ ছবি এঁকে উপহার দিয়েছেন ৷ টি-20 বিশ্বকাপ খেলতে বর্তমানে ক্যারিবিয়ান দ্বীপে রয়েছেন তিনি ৷ তাতে দেখা যাচ্ছে হলুদ রংয়ের দু'টো পায়ের পাতার ছাপ ৷ নীচে লেখা হ্যাপি ফাদার্স ডে ৷ মা অনুষ্কা শর্মা এই ছবি ইনস্টায় পোস্ট করেছেন ৷ তাতে বিরাটপত্নী লিখেছেন, "একজন মানুষ এত কিছুতে ভালো কীভাবে হতে পারে! হতবাক ৷ আমরা তোমাকে ভালোবাসি ৷" এই পোস্ট নিমেষেই ভাইরাল হয়ে যায়। মাত্র পাঁচ ঘণ্টার মধ্যে 16 লাখেরও বেশি মানুষ পোস্টটি লাইক করেছেন ৷ তবে, তারকার দুই খুদে সন্তানের চমক কিন্তু তাদের বাবাদের চমকে দিলেন ৷ আর ফাদার্স ডে-তে তা খবরের শিরোনামে ৷

Last Updated : Jun 16, 2024, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.