ETV Bharat / sports

এশিয়া অলিম্পিক কোয়ালিফায়ারে নামা হল না দীপক পুনিয়া-সুজিত কালাকালের - Dubai Rains - DUBAI RAINS

Dubai Rains: বৃহস্পতিবার রাতে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছিল, দীপক পুনিয়া এবং সুজিত কালাকালের বিশখেক যাওয়ার জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হবে ৷ কিন্তু, খারাপ আবহাওয়ার কারণে, সেই বিমানের ব্যবস্থা করা যায়নি ৷

Image Courtesy: SAI Media X
Image Courtesy: SAI Media X
author img

By ANI

Published : Apr 19, 2024, 2:38 PM IST

দুবাই, 19 এপ্রিল: প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের আরও একটি সুযোগ হাতছাড়া হল ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া এবং সুজিত কালাকালের ৷ কিরগিজস্তানের বিশখেকে আয়োজিত এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে নামতেই পারলেন না তাঁরা ৷ গত দু’দিন ধরে দুবাই বিমানবন্দরে আটকে রয়েছেন তাঁরা ৷ মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ডুবে রয়েছে দুবাই এয়ারপোর্টের রানওয়ে ৷ খারাপ আবহাওয়ার কারণে, বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে সব পরিষেবা বন্ধ ৷

সেখানে গত 16 এপ্রিল থেকে আটকে রয়েছেন ভারতের দুই কুস্তিগীর ৷ এশিয়ান অলিম্পিকস কোয়ালিফায়ারে অংশ নেওয়ার আগে, 2 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত রাশিয়ায় প্রস্তুতি নিচ্ছিলেন দীপক পুনিয়া এবং সুজিত কালাকাল ৷ 16 এপ্রিল তাঁরা রাশিয়া থেকে বিমানে দুবাই আসেন ৷ সেখান থেকে কিরগিজস্তানের বিশখেকের বিমানে ওঠার কথা ছিল এই টুর্নামেন্টে অংশ নিতে ৷ কিন্তু, খারাপ আবহাওয়া ও মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে, সব বিমান বাতিল হয়ে যায় ৷

16 এপ্রিল থেকে দুই কুস্তিগীর এবং তাঁদের কোচরা দুবাই বিমানবন্দরেই আটকে পড়েন ৷ তবে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, দুই কুস্তিগীরের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে ৷ শুক্রবার তাঁদের ম্যাচের আগে বিশখেক পৌঁছে যাবেন দুই কুস্তিগীর ৷ এমনকি দুবাইয়ে ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানায় সাই ৷ কিন্তু, সেই বিমানের ব্যবস্থা করা যায়নি ৷ ফলস্বরূপ এশিয়া অলিম্পিকস কোয়ালিফায়ারে নামতে পারলেন না তাঁরা ৷ আজ সকাল আটটায় তাঁদের প্রথম ম্যাচ ছিল ৷

যদিও, দুই কুস্তিগীরের কাছে এখনও সুযোগ রয়েছে জুলাই মাসে আয়োজিত প্যারিস অলিম্পিকসে অংশ নেওয়ার ৷ তুরস্কতে আগামী মে মাসে ওয়ার্ল্ড অলিম্পিকস কোয়ালিফায়ার রয়েছে ৷ সেখানে দুই ভারতীয়ের সামনে শেষ সুযোগ থাকবে প্যারিস অলিম্পিকসের টিকিট সুনিশ্চিত করার ৷ উল্লেখ্য, কুস্তিতে ভারতের তরফে একমাত্র অন্তিম পানঘাল গতবছর সেপ্টেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেছিলেন ৷

আরও পড়ুন:

  1. অ্যাপারাটাস বিশ্বকাপের ফাইনালে জিমন্যাস্ট দীপা কর্মকার, ব্যর্থ প্রণতি নায়েক
  2. ঘরের মাঠে চার গোল খেয়ে বিদায় বার্সার, এমবাপে ম্যাজিকে শেষ চারে পিএসজি

দুবাই, 19 এপ্রিল: প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জনের আরও একটি সুযোগ হাতছাড়া হল ভারতীয় কুস্তিগীর দীপক পুনিয়া এবং সুজিত কালাকালের ৷ কিরগিজস্তানের বিশখেকে আয়োজিত এশিয়ান অলিম্পিক কোয়ালিফায়ারে নামতেই পারলেন না তাঁরা ৷ গত দু’দিন ধরে দুবাই বিমানবন্দরে আটকে রয়েছেন তাঁরা ৷ মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে ডুবে রয়েছে দুবাই এয়ারপোর্টের রানওয়ে ৷ খারাপ আবহাওয়ার কারণে, বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরে সব পরিষেবা বন্ধ ৷

সেখানে গত 16 এপ্রিল থেকে আটকে রয়েছেন ভারতের দুই কুস্তিগীর ৷ এশিয়ান অলিম্পিকস কোয়ালিফায়ারে অংশ নেওয়ার আগে, 2 এপ্রিল থেকে 15 এপ্রিল পর্যন্ত রাশিয়ায় প্রস্তুতি নিচ্ছিলেন দীপক পুনিয়া এবং সুজিত কালাকাল ৷ 16 এপ্রিল তাঁরা রাশিয়া থেকে বিমানে দুবাই আসেন ৷ সেখান থেকে কিরগিজস্তানের বিশখেকের বিমানে ওঠার কথা ছিল এই টুর্নামেন্টে অংশ নিতে ৷ কিন্তু, খারাপ আবহাওয়া ও মাত্রাতিরিক্ত বৃষ্টির কারণে, সব বিমান বাতিল হয়ে যায় ৷

16 এপ্রিল থেকে দুই কুস্তিগীর এবং তাঁদের কোচরা দুবাই বিমানবন্দরেই আটকে পড়েন ৷ তবে, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া বা সাই বৃহস্পতিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায়, দুই কুস্তিগীরের জন্য বিশেষ বিমানের ব্যবস্থা করা হচ্ছে ৷ শুক্রবার তাঁদের ম্যাচের আগে বিশখেক পৌঁছে যাবেন দুই কুস্তিগীর ৷ এমনকি দুবাইয়ে ভারতীয় দূতাবাস তাঁদের সঙ্গে যোগাযোগ করেছিল বলেও জানায় সাই ৷ কিন্তু, সেই বিমানের ব্যবস্থা করা যায়নি ৷ ফলস্বরূপ এশিয়া অলিম্পিকস কোয়ালিফায়ারে নামতে পারলেন না তাঁরা ৷ আজ সকাল আটটায় তাঁদের প্রথম ম্যাচ ছিল ৷

যদিও, দুই কুস্তিগীরের কাছে এখনও সুযোগ রয়েছে জুলাই মাসে আয়োজিত প্যারিস অলিম্পিকসে অংশ নেওয়ার ৷ তুরস্কতে আগামী মে মাসে ওয়ার্ল্ড অলিম্পিকস কোয়ালিফায়ার রয়েছে ৷ সেখানে দুই ভারতীয়ের সামনে শেষ সুযোগ থাকবে প্যারিস অলিম্পিকসের টিকিট সুনিশ্চিত করার ৷ উল্লেখ্য, কুস্তিতে ভারতের তরফে একমাত্র অন্তিম পানঘাল গতবছর সেপ্টেম্বর মাসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে প্যারিস অলিম্পিকসে যোগ্যতা অর্জন করেছিলেন ৷

আরও পড়ুন:

  1. অ্যাপারাটাস বিশ্বকাপের ফাইনালে জিমন্যাস্ট দীপা কর্মকার, ব্যর্থ প্রণতি নায়েক
  2. ঘরের মাঠে চার গোল খেয়ে বিদায় বার্সার, এমবাপে ম্যাজিকে শেষ চারে পিএসজি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.