ETV Bharat / sports

মেডেল পাবেন ভিনেশ ? জানালেন রেসলিং ফেডারেশনের কর্তা - Paris Olympics 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 14, 2024, 7:03 PM IST

Updated : Aug 14, 2024, 7:26 PM IST

Vinesh Phogat Medal Fate: প্যারিস অলিম্পিক্সে কুস্তিগীর ভিনেশ ফোগতের আবেদনে শুক্রবার রায় দেবে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷

Vinesh Phogat
ভিনেশ ফোগত (ইটিভি ভারত)

হায়দরাবাদ, 14 অগস্ট: রুপো নিয়ে টানাটানি অব্যহত ৷ 16 অগস্ট পর্যন্ত ভিনেশ ফোগতের আবেদনের রায়দান পিছিয়ে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ পদক পাক ভিনেশ, সেই আশাতেই বুক বেঁধেছে দেশবাসী ৷ তা নিয়েই এবার মুখ খুললেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সহ-সভাপতি জয়প্রকাশ চৌধুরী ৷

ওজন বাড়ায় ফাইনালের আগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল ফোগতকে ৷ ভিনেশকেই এদিন কাঠগড়ায় তুলেছেন ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ট কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় বলেছেন, ‘‘ওজন বাড়ানো এবং কমানোও খেলোয়াড়ের উপর নির্ভর করে ৷ তাঁকে প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হয়েছিল ।’’ সভাপতির সঙ্গে যদিও এতমত নন ডেপুটি ৷

শুক্রবারের রায়ে পদক আসবে ভিনেশের ঝুলিতে ৷ সেই আশাতেই বুক বেঁধেছেন জয়প্রকাশ ৷ সংবাদসংস্থাকে সঞ্জয়ের ডেপুটি বলছেন, "এটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি ভিনেশের পক্ষেই রায় আসতে চলেছে ৷ সাপোর্ট স্টাফদের দোষ যে ওর ওজনে হেরফের হয়েছে ৷ দেখা যাক 16 অগস্টে কী হয় ৷ বড় বড় উকিলরা আছেন, প্রধানমন্ত্রী মোদীও বিষয়টি বিবেচনা করেছেন ৷ আমি মনে করি সিদ্ধান্ত আমাদের পক্ষেই হবে ৷’’

দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ফোগত ৷ আন্তর্জাতিক অলিম্পিক সংগঠন (আইওএ) জানিয়েছে, ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগতের আবেদনের উত্তর দিতে আরও সময় চেয়েছে ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তারা চূড়ান্ত রায় জানাবে ৷

হায়দরাবাদ, 14 অগস্ট: রুপো নিয়ে টানাটানি অব্যহত ৷ 16 অগস্ট পর্যন্ত ভিনেশ ফোগতের আবেদনের রায়দান পিছিয়ে দিয়েছে কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস ৷ পদক পাক ভিনেশ, সেই আশাতেই বুক বেঁধেছে দেশবাসী ৷ তা নিয়েই এবার মুখ খুললেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া (ডব্লিউএফআই) সহ-সভাপতি জয়প্রকাশ চৌধুরী ৷

ওজন বাড়ায় ফাইনালের আগে অযোগ্য ঘোষণা করা হয়েছিল ফোগতকে ৷ ভিনেশকেই এদিন কাঠগড়ায় তুলেছেন ফেডারেশন সভাপতি সঞ্জয় সিং ৷ ব্রিজভূষণ শরণ সিংয়ের ঘনিষ্ট কুস্তি ফেডারেশনের সভাপতি সঞ্জয় বলেছেন, ‘‘ওজন বাড়ানো এবং কমানোও খেলোয়াড়ের উপর নির্ভর করে ৷ তাঁকে প্রয়োজনীয় সমস্ত সুবিধা দেওয়া হয়েছিল ।’’ সভাপতির সঙ্গে যদিও এতমত নন ডেপুটি ৷

শুক্রবারের রায়ে পদক আসবে ভিনেশের ঝুলিতে ৷ সেই আশাতেই বুক বেঁধেছেন জয়প্রকাশ ৷ সংবাদসংস্থাকে সঞ্জয়ের ডেপুটি বলছেন, "এটা হওয়া উচিত ছিল না। আমি মনে করি ভিনেশের পক্ষেই রায় আসতে চলেছে ৷ সাপোর্ট স্টাফদের দোষ যে ওর ওজনে হেরফের হয়েছে ৷ দেখা যাক 16 অগস্টে কী হয় ৷ বড় বড় উকিলরা আছেন, প্রধানমন্ত্রী মোদীও বিষয়টি বিবেচনা করেছেন ৷ আমি মনে করি সিদ্ধান্ত আমাদের পক্ষেই হবে ৷’’

দেশের প্রথম মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে ইতিহাস গড়েছিলেন ফোগত ৷ আন্তর্জাতিক অলিম্পিক সংগঠন (আইওএ) জানিয়েছে, ক্রীড়া আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) ভারতীয় কুস্তিগীর ভিনেশ ফোগতের আবেদনের উত্তর দিতে আরও সময় চেয়েছে ৷ 16 তারিখ প্যারিসের স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তারা চূড়ান্ত রায় জানাবে ৷

Last Updated : Aug 14, 2024, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.