ETV Bharat / sports

জোড়া ম্যাচ জিতে শেষ চারে ভিনেশ, ফোগতের প্যাঁচে কাত টোকিয়োর সোনাজয়ী - PARIS OLYMPICS 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 6, 2024, 3:28 PM IST

Updated : Aug 6, 2024, 4:38 PM IST

VINESH PHOGAT INTO QF: পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করা ইউয়ুই সাকাইকে হারিয়ে প্রথমে কোয়ার্টার ফাইনাল ৷ এরপর ইউক্রেনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে অলিম্পিক্সের 50 কেজি বিভাগের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভিনেশ ফোগত ৷ আজই সেমিতে নামবেন তিনি ৷

VINESH PHOGAT
ভিনেশ ফোগত (AP Photo)

প্যারিস, 6 অগস্ট: কোনও পয়েন্ট না-হারিয়ে টোকিয়োয় সোনা জিতেছিলেন যিনি, প্রথম রাউন্ডে মঙ্গলবার ভিনেশ ফোগতের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের সেই কুস্তিগীর ৷ পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করা ইউয়ুই সাকাইকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেলেন কমনওয়েলথে তিনবার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী ৷ 1/8 ফাইনালে মঙ্গলবার জাপানের প্রতিদ্বন্দ্বীকে ভিনেশ হারালেন 3-2 ব্য়বধানে ৷ এরপর সেমির পথে ভিনেশের সামনে ধরাশায়ী ইউক্রেনের কুস্তিগীর ৷

2010 সালের পর আন্তর্জাতিক সার্কিটে হাতে গোনা কয়েকটি বাউট হেরেছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন সাকাই ৷ হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন ভিনেশের লড়াই শুরু হয় খানিক দুলকি চালে ৷ জাপানের সাকাই সেই সুযোগের সদ্ব্যবহার করে জোড়া পয়েন্ট কুড়িয়ে নেন ৷ বাউটের অধিকাংশ সময় 2-0 ব্যবধান ধরে রেখেছিলেন বিশ্বের পয়লা নম্বর ৷ কিন্তু বাউট শেষের 5 সেকেন্ডে হঠাতই পটপরিবর্তন ৷

তাঁর বিরুদ্ধে যাওয়া জোড়া পেনাল্টি পয়েন্টের কারণে এদিন অধিকাংশ সময় পিছিয়েই ছিলেন প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে বিদ্রোহের মুখ ভিনেশ ৷ সেই কারণে এবারের অলিম্পিক্স আরও স্পেশাল ভারতীয় কুস্তিগীর ৷ চারবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে পিছিয়ে থাকা ভিনেশ একেবারে শেষবেলায় প্যাঁচে মাত করেন গতবারের সোনাজয়ীকে ৷ শেষ কয়েক সেকেন্ডে তিন পয়েন্ট সংগ্রহ করে বাউট জিতে নেন ভারতীয় কুস্তিগীর ৷

একঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ, কোয়ার্টারে ভিনেশের তুল্যমূল্য লড়াই হল ইউক্রেনের ওকসানা লিভাচের সঙ্গে ৷ শুরুতে দাপটের সঙ্গে খেলে ভিনেশ 4-0 এগিয়ে যান ৷ এরপর ম্যাচে কামব্যাক করেন লিভাচ ৷ একসময় ভিনেশের পক্ষে ব্যবধান কমে দাঁড়ায় 5-4 ৷ কিন্তু থ্রিলার বাউটে বাজিমাত করে যান ভারতীয় কুস্তিগীরই ৷ 7-5 ব্যবধানে জিতে পদকের খুব কাছে পৌঁছে গেলেন তিনি ৷

প্যারিস, 6 অগস্ট: কোনও পয়েন্ট না-হারিয়ে টোকিয়োয় সোনা জিতেছিলেন যিনি, প্রথম রাউন্ডে মঙ্গলবার ভিনেশ ফোগতের প্রতিদ্বন্দ্বী ছিলেন জাপানের সেই কুস্তিগীর ৷ পরিষ্কার ফেভারিট হিসেবে শুরু করা ইউয়ুই সাকাইকে হারিয়ে কোয়ার্টারে পৌঁছে গেলেন কমনওয়েলথে তিনবার এবং এশিয়াডে একবারের সোনাজয়ী ৷ 1/8 ফাইনালে মঙ্গলবার জাপানের প্রতিদ্বন্দ্বীকে ভিনেশ হারালেন 3-2 ব্য়বধানে ৷ এরপর সেমির পথে ভিনেশের সামনে ধরাশায়ী ইউক্রেনের কুস্তিগীর ৷

2010 সালের পর আন্তর্জাতিক সার্কিটে হাতে গোনা কয়েকটি বাউট হেরেছেন চারবারের বিশ্বচ্যাম্পিয়ন সাকাই ৷ হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এদিন ভিনেশের লড়াই শুরু হয় খানিক দুলকি চালে ৷ জাপানের সাকাই সেই সুযোগের সদ্ব্যবহার করে জোড়া পয়েন্ট কুড়িয়ে নেন ৷ বাউটের অধিকাংশ সময় 2-0 ব্যবধান ধরে রেখেছিলেন বিশ্বের পয়লা নম্বর ৷ কিন্তু বাউট শেষের 5 সেকেন্ডে হঠাতই পটপরিবর্তন ৷

তাঁর বিরুদ্ধে যাওয়া জোড়া পেনাল্টি পয়েন্টের কারণে এদিন অধিকাংশ সময় পিছিয়েই ছিলেন প্রাক্তন কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণের বিরুদ্ধে বিদ্রোহের মুখ ভিনেশ ৷ সেই কারণে এবারের অলিম্পিক্স আরও স্পেশাল ভারতীয় কুস্তিগীর ৷ চারবারের চ্যাম্পিয়নের বিরুদ্ধে পিছিয়ে থাকা ভিনেশ একেবারে শেষবেলায় প্যাঁচে মাত করেন গতবারের সোনাজয়ীকে ৷ শেষ কয়েক সেকেন্ডে তিন পয়েন্ট সংগ্রহ করে বাউট জিতে নেন ভারতীয় কুস্তিগীর ৷

একঘণ্টার মধ্যে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ, কোয়ার্টারে ভিনেশের তুল্যমূল্য লড়াই হল ইউক্রেনের ওকসানা লিভাচের সঙ্গে ৷ শুরুতে দাপটের সঙ্গে খেলে ভিনেশ 4-0 এগিয়ে যান ৷ এরপর ম্যাচে কামব্যাক করেন লিভাচ ৷ একসময় ভিনেশের পক্ষে ব্যবধান কমে দাঁড়ায় 5-4 ৷ কিন্তু থ্রিলার বাউটে বাজিমাত করে যান ভারতীয় কুস্তিগীরই ৷ 7-5 ব্যবধানে জিতে পদকের খুব কাছে পৌঁছে গেলেন তিনি ৷

Last Updated : Aug 6, 2024, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.