হায়দরাবাদ, 19 মে: 214 রান অনায়াসে তুলে দিল অরেঞ্জ ব্রিগেড ৷ পঞ্জাব কিংস এদিন উপলের মাঠে প্রথম ব্য়াট করে ৷ পালটা রান তাড়া করতে নেমে অজি তারকা ব্যাটার ট্র্যাভিস হেড শূন্য রানে ফিরলেও তাঁর অভাব পূরণ করলের অভিষেক শর্মা ৷ পাঁচ বল বাকি থাকতেই 4 উইকেটে পঞ্জাব কিংসকে বধ করে লিগ টেবিলে 2 নম্বর স্থান পাকা করল নিজামের শহরের দল ৷ তবে আজকের পরের ম্যাচে অর্থাৎ গুয়াহাটিতে কেকেআর ও রয়্যালসের ম্যাচে যদি নাইট শিবিরকে হারিয়ে দেয় পিঙ্ক সিটির দল তাহলে হায়দরাবাদ ফের 3 নম্বরে চলে যাবে ৷
-
A sensational win in front of our #OrangeArmy to finish off our #IPL2024 league stage 🧡🔥#PlayWithFire #SRHvPBKS pic.twitter.com/bxSiuuPcwc
— SunRisers Hyderabad (@SunRisers) May 19, 2024
প্রথমে ব্যাট করে এদিন পঞ্জাবের দুই ভারতীয় ওপেনার অথর্ব তাওড়ে (46) এবং প্রভসিমরন সিং 71 রানের জুটি গড়েন। রিলি রুসো 49 রান করেন। শেষ বেলায় ব্যাট করতে নেমে এই ম্যাচের পঞ্জাব অধিনায়ক জীতেশ শর্মা 15 বলে 32 রান করেন। তাঁদের দাপটে 214 রান তোলে পঞ্জাব ৷ রান তাড়া করতে নেমে হেড শূন্য রানে ফেরেন ৷ 66 রান করেন অভিষেক শর্মা ৷ 28 বলের ঝোড়ো ইনিংস সাজানো পাঁচটি চার ও চারটি ছক্কায় ৷ হেনরিক ক্লাসেন 26 বলে 42 করেন ৷ 37 রান করেন নীতীশ রেড্ডি ৷
33 রানে আউট হয়ে সাজঘরে ফেরেন রাহুল ত্রিপাঠী ৷ 6 উইকেট হারালেও 19.1 ওভারে জয়ের রান তুলে নেয় হায়দরাবাদ। অন্য়দিকে, পঞ্জাব কিংসের অর্শদীপ সিং 2 উইকেট নেন ৷ 2টি উইকেট নেন হর্ষল প্যাটেল ৷ একটি করে উইকেট পান হারপ্রীত ব্রার ও শশাঙ্ক সিং ৷ হায়দরাবাদ জেতায় পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে। 17 পয়েন্ট পেয়েছে তারা। লিগ পর্বের শেষ ম্যাচে রাজস্থান রয়্যাল মুখোমুখি কলকাতা নাইট রাইডার্সের। সেই ম্যাচে রাজস্থান জিতলে তারা দ্বিতীয় স্থানে শেষ করবে। কিন্তু হেরে গেলে তৃতীয় স্থানে আটকে যাবে। হায়দরাবাদ এখন রাজস্থানের হারের অপেক্ষায়।
আরও পড়ুন: