ETV Bharat / sports

ফুটবলে থামল লাতিন আমেরিকার আধিপত্য, ইউরোর পর অলিম্পিক্সেও সেরা স্পেন - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

SPAIN CLINCH GOLD IN FOOTBALL: ইউরোর পর অলিম্পিক্সেও সেরা স্পেন ৷ ফ্রান্সকে 5-3 গোলে হারিয়ে দ্বিতীবার পোডিয়াম শীর্ষে দাঁড়াল স্প্যানিশ আর্মাডা ৷ যদিও ইউরোজয়ী দলের মাত্র দু'জন ফুটবলারই ছিলেন স্পেনের অলিম্পিক্স স্কোয়াডে ৷

SPAIN CLINCH GOLD IN FOOTBALL
ফুটবলে সোনা স্পেনের (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 10, 2024, 7:20 PM IST

প্যারিস, 10 অগস্ট: একমাসও হয়নি, চতুর্থবার ইউরোপ সেরা হয়েছে স্পেন ৷ মাস ঘুরতে না-ঘুরতেই এবার অলিম্পিক্সেও শিরোপা উঠল স্প্যানিশ ফুটবল দলের মাথায় ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ দ্বিতীয়বারের জন্য সোনা জিতল তারা ৷ ইউরোপের দেশ হিসেবে 1992 সালে শেষবার সোনা জিতেছিল স্পেনই ৷ শনিবার ফ্রান্স বনাম স্পেন ফাইনাল গড়াল অতিরিক্ত সময় ৷ এক্সট্রা টাইমে 5-3 গোলে জয়লাভ করল তিকিতাকা'র দেশ ৷

অলিম্পিক্সে শেষ পাঁচবারের মধ্যে দু'বার করে সোনা জিতে নিয়েছিল আর্জেন্তিনা ও ব্রাজিল ৷ একবার সোন এসেছিল মেক্সিকোর ঝুলিতে ৷ অর্থাৎ, স্পেনের জয়ে অলিম্পিক্স ফুটবলে শেষ হল লাতিন আমেরিকার আধিপত্য ৷ পার্ক দ্য প্রিন্সেস এদিন সাক্ষী থাকল নাটকীয় ম্য়াচের ৷ গোল্ড মেডেল ম্য়াচে এদিন একসময় 3-1 গোলে এগিয়ে ছিল সদ্য ইউরোজয়ী স্পেন ৷ যদিও অলিম্পিক্স অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা হওয়ায় ইউরোজয়ী দলের কেবল ফারমিন লোপেজ এবং অ্যালেক্স বায়েনাকে রেখে দল গড়েছিল স্পেন ৷

এদিন ম্যাচের 11 মিনিটে যদিও প্রথম গোল করে আয়োজক দেশ ফ্রান্সকে এগিয়ে দেন এঞ্জো মিলট ৷ তবে 18 থেকে 28, স্পেনের দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ফরাসি রক্ষণ ৷ প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইউরো জয়ীরা ৷ তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে নির্ধারিত সময়ে ম্য়াচ ড্র রাখতে সমর্থ হয় ফ্রান্স ৷ 79 মিনিটে গোল করেন ম্যাগনেস আক্লিয়োউচে ৷ অতিরিক্ত সময়ে বল জালে জড়িয়ে 3-3 করেন জিয়ান ফিলিপ মাতেতা ৷

তবে ম্য়াচ এক্সট্রা টাইমে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি ফ্রান্সের ৷ অতিরিক্ত সময়ে জোড়া গোল করে স্পেনের সোনা নিশ্চিত করেন সুপার-সাব সার্জিয়ো ক্যামেলো ৷ 83 মিনিটে পরিবর্ত হিসেবে নামা রায়ো ভ্য়ালেকানো ফুটবলার ম্যাচ শেষে জানান, আমরা এখন পৃথিবীর সবচেয়ে খুশি কচিকাঁচা ৷ স্প্যানিশ কোচ স্যান্তি দেনিয়া জানান, এই জয় ছেলেদের প্রাপ্য ছিল ৷ (PTI Input)

প্যারিস, 10 অগস্ট: একমাসও হয়নি, চতুর্থবার ইউরোপ সেরা হয়েছে স্পেন ৷ মাস ঘুরতে না-ঘুরতেই এবার অলিম্পিক্সেও শিরোপা উঠল স্প্যানিশ ফুটবল দলের মাথায় ৷ 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ দ্বিতীয়বারের জন্য সোনা জিতল তারা ৷ ইউরোপের দেশ হিসেবে 1992 সালে শেষবার সোনা জিতেছিল স্পেনই ৷ শনিবার ফ্রান্স বনাম স্পেন ফাইনাল গড়াল অতিরিক্ত সময় ৷ এক্সট্রা টাইমে 5-3 গোলে জয়লাভ করল তিকিতাকা'র দেশ ৷

অলিম্পিক্সে শেষ পাঁচবারের মধ্যে দু'বার করে সোনা জিতে নিয়েছিল আর্জেন্তিনা ও ব্রাজিল ৷ একবার সোন এসেছিল মেক্সিকোর ঝুলিতে ৷ অর্থাৎ, স্পেনের জয়ে অলিম্পিক্স ফুটবলে শেষ হল লাতিন আমেরিকার আধিপত্য ৷ পার্ক দ্য প্রিন্সেস এদিন সাক্ষী থাকল নাটকীয় ম্য়াচের ৷ গোল্ড মেডেল ম্য়াচে এদিন একসময় 3-1 গোলে এগিয়ে ছিল সদ্য ইউরোজয়ী স্পেন ৷ যদিও অলিম্পিক্স অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা হওয়ায় ইউরোজয়ী দলের কেবল ফারমিন লোপেজ এবং অ্যালেক্স বায়েনাকে রেখে দল গড়েছিল স্পেন ৷

এদিন ম্যাচের 11 মিনিটে যদিও প্রথম গোল করে আয়োজক দেশ ফ্রান্সকে এগিয়ে দেন এঞ্জো মিলট ৷ তবে 18 থেকে 28, স্পেনের দশ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ফরাসি রক্ষণ ৷ প্রথমার্ধে 3-1 গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে ইউরো জয়ীরা ৷ তবে দ্বিতীয়ার্ধে জোড়া গোলে নির্ধারিত সময়ে ম্য়াচ ড্র রাখতে সমর্থ হয় ফ্রান্স ৷ 79 মিনিটে গোল করেন ম্যাগনেস আক্লিয়োউচে ৷ অতিরিক্ত সময়ে বল জালে জড়িয়ে 3-3 করেন জিয়ান ফিলিপ মাতেতা ৷

তবে ম্য়াচ এক্সট্রা টাইমে নিয়ে গিয়েও শেষরক্ষা হয়নি ফ্রান্সের ৷ অতিরিক্ত সময়ে জোড়া গোল করে স্পেনের সোনা নিশ্চিত করেন সুপার-সাব সার্জিয়ো ক্যামেলো ৷ 83 মিনিটে পরিবর্ত হিসেবে নামা রায়ো ভ্য়ালেকানো ফুটবলার ম্যাচ শেষে জানান, আমরা এখন পৃথিবীর সবচেয়ে খুশি কচিকাঁচা ৷ স্প্যানিশ কোচ স্যান্তি দেনিয়া জানান, এই জয় ছেলেদের প্রাপ্য ছিল ৷ (PTI Input)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.