ETV Bharat / sports

মরিয়া লড়াই থামল বাংলাদেশের, জয়ের হ্যাটট্রিক সাউথ আফ্রিকার - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 12:25 PM IST

RSA vs BAN: চলতি টি-20 বিশ্বকাপে এখনও পর্যন্ত সাউথ আফ্রিকা এমন দল যারা জয়ের হ্যাটট্রিকে পৌঁছল ৷ গ্রুপ লিগে এখনও পর্যন্ত 3টি ম্যাচের সবকটিতেই প্রতিপক্ষ দলকে মাত দিয়েছে প্রোটিয়ারা ৷ প্রথমে শ্রীলঙ্কাকে 6 উইকেটে, দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসকে 4 উইকেটে ও গতকাল বাংলাদেশকে 4 রানে হারিয়ে গ্রুপ টপার (ডি) হয় এইডেন মার্করাম বাহিনী ৷

RSA vs BAN
জয়ের হ্যাটট্রিক সাউথ আফ্রিকার (আইসিসি এক্স হ্যান্ডেল)

নিউইয়র্ক, 11 জুন: বাংলাদেশকে 4 রানে হারাল সাউথ আফ্রিকা ৷ গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, সোমবার রাত আটটা) 21তম ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ৷ তাতে প্রথমে ব্যাট করে 113 রান তোলে প্রোটিয়ারা ৷ বাংলাদেশ সেই রান তাড়া করতে নেমে 109 রানেই অল-আউট হয়ে যায় ৷ এই নিয়ে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের পরে এদিন বাংলাদেশকে মাটি ধরাল মার্করাম ব্রিগেড ৷

তবে এদিন ম্যাত জিতেও লজ্জার স্কোরের শিকার হতে হয় সাউথ আফ্রিকাকে ৷ টি-20-র ইতিহাসে 113 রান বাংলাদেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ৷ এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সাউথ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল 148 রান ৷ তবে তারও আগে ভারতের বিরুদ্ধেই 2007 বিশ্বকাপে প্রোটিয়ারা 116 রান করেছিল ৷ এদিন 17 বছর আগের রেকর্ডও ভেঙে দেয় এইডেন অ্যান্ড কোং ৷

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম ৷ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়ারা ৷ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি'কক ও রেজা হেনড্রিক্স ৷ 18 রানেই সাজঘরে ফেরেন ডি'কক ৷ কোনও রান না-নিয়েই আউট হন রেজা হেনড্রিক্স ৷ অধিনাক আউট হন 4 রানে ৷ ত্রিস্তান স্টাবসও খাতা খুলতে পারেন না ৷ একমাত্র হেনরিক ক্লাসেন 46 রান করেন ৷ তাও 44 বলে ও ডেভিড মিলার 29 রানের পর প্যাভিলিয়নমুখী হন ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 113 রান তোলে সাউথ আফ্রিকা ৷ বাংলাদেশের তানজিম হাসান সাকিব এদিন 4 ওভার হাত ঘুরিয়ে 18 রান দিয়ে নেন 3 উইকেট ৷ 2টি উইকেট নেন তাস্কিন আহমেদ ও একটি উইকেট নেন রিশাদ হুসেন ৷

রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের রান তাড়া করতে নেমে দ্রুত চার উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান (9), লিটন দাস (9) ও শাকিব আল হাসান (3) ও অধিনায়ক শান্ত (14) দ্রুত ফিরে যান। দক্ষিণ আফ্রিকার বোলারদের শর্ট বলই বাংলাদেশের ব্যাটারদের কাছে ঘাতক হয়ে দেখা দেয়। একমাত্র তৌহিদ হৃদয় 37 রান ও মাহমুদউল্লাহ 20 রান করেন ৷ সাত উইকেট হারিয়ে 109 রানেই থেমে যায় বাংলাদেশ ৷ 4 রানে জয় নিজেদের পকেটে পুড়ে নেয় এইডেন অ্যান্ড কোং ৷

নিউইয়র্ক, 11 জুন: বাংলাদেশকে 4 রানে হারাল সাউথ আফ্রিকা ৷ গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, সোমবার রাত আটটা) 21তম ম্যাচে নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয় বাংলাদেশ ও সাউথ আফ্রিকা ৷ তাতে প্রথমে ব্যাট করে 113 রান তোলে প্রোটিয়ারা ৷ বাংলাদেশ সেই রান তাড়া করতে নেমে 109 রানেই অল-আউট হয়ে যায় ৷ এই নিয়ে শ্রীলঙ্কা, নেদারল্যান্ডসের পরে এদিন বাংলাদেশকে মাটি ধরাল মার্করাম ব্রিগেড ৷

তবে এদিন ম্যাত জিতেও লজ্জার স্কোরের শিকার হতে হয় সাউথ আফ্রিকাকে ৷ টি-20-র ইতিহাসে 113 রান বাংলাদেশের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোর ৷ এর আগে বাংলাদেশের বিরুদ্ধে সাউথ আফ্রিকার সর্বনিম্ন স্কোর ছিল 148 রান ৷ তবে তারও আগে ভারতের বিরুদ্ধেই 2007 বিশ্বকাপে প্রোটিয়ারা 116 রান করেছিল ৷ এদিন 17 বছর আগের রেকর্ডও ভেঙে দেয় এইডেন অ্যান্ড কোং ৷

এদিন টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সাউথ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম ৷ শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে প্রোটিয়ারা ৷ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি'কক ও রেজা হেনড্রিক্স ৷ 18 রানেই সাজঘরে ফেরেন ডি'কক ৷ কোনও রান না-নিয়েই আউট হন রেজা হেনড্রিক্স ৷ অধিনাক আউট হন 4 রানে ৷ ত্রিস্তান স্টাবসও খাতা খুলতে পারেন না ৷ একমাত্র হেনরিক ক্লাসেন 46 রান করেন ৷ তাও 44 বলে ও ডেভিড মিলার 29 রানের পর প্যাভিলিয়নমুখী হন ৷ নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 113 রান তোলে সাউথ আফ্রিকা ৷ বাংলাদেশের তানজিম হাসান সাকিব এদিন 4 ওভার হাত ঘুরিয়ে 18 রান দিয়ে নেন 3 উইকেট ৷ 2টি উইকেট নেন তাস্কিন আহমেদ ও একটি উইকেট নেন রিশাদ হুসেন ৷

রান তাড়া করতে নেমে প্রোটিয়াদের রান তাড়া করতে নেমে দ্রুত চার উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান (9), লিটন দাস (9) ও শাকিব আল হাসান (3) ও অধিনায়ক শান্ত (14) দ্রুত ফিরে যান। দক্ষিণ আফ্রিকার বোলারদের শর্ট বলই বাংলাদেশের ব্যাটারদের কাছে ঘাতক হয়ে দেখা দেয়। একমাত্র তৌহিদ হৃদয় 37 রান ও মাহমুদউল্লাহ 20 রান করেন ৷ সাত উইকেট হারিয়ে 109 রানেই থেমে যায় বাংলাদেশ ৷ 4 রানে জয় নিজেদের পকেটে পুড়ে নেয় এইডেন অ্যান্ড কোং ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.