ETV Bharat / sports

'দ্বিতীয় জীবন তো সবাই পায় না', মৃত্যুমুখ থেকে ফেরার ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের

Rishabh Pant Opens Up on Threatening Accident: 2022 সালের 30 ডিসেম্বর ৷ দিল্লি থেকে বাড়ি ফেরার পথে রুরকিতে পথ দুর্ঘটনার সম্মুখীন হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্ত। তারপর কেটে গিয়েছে 13 মাস ৷ প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়ে এই প্রথমবারের মুখ খুললেন তিনি। উইকেটরক্ষক ব্যাটারের কথায়, "আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। দ্বিতীয় জীবন তো সবাই পায় না ৷"

মৃত্যুর মুখ থেকে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার পন্তের
Rishabh Pant Opens Up on Threatening Accident
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 31, 2024, 9:13 AM IST

হায়দরাবাদ, 31 জানুয়ারি: প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মুখ খুললেন ভারতীয় দলের স্টাম্পার ব্যাটার ঋষভ পন্ত। জানালেন, দুর্ঘটনার পর তিনি ভেবেছিলেন মারা যাবেন, তাঁর আর ফেরা হবে না। তবে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ঋষভ পন্ত ৷ দুর্ঘটনার এক বছর 1 মাস পর মুখ খুললেন তিনি ৷ শোনালেন 30 ডিসেম্বর 2022-এর ভয়ানক অভিজ্ঞতা ৷ উইকেটরক্ষক ব্যাটারের কথায়, "আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। দ্বিতীয় জীবন তো সবাই পায় না ৷"

দিল্লি থেকে সেদিন বাড়ি ফেরার পথে রুরকিতে ভয়ানক পথ দুর্ঘটনার সম্মুখীন হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ডিভাইডারে তাঁর গাড়ি ধাক্কা খায় ও সেটা পালটি খেয়ে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। মৃত্যুমুখ থেকে বেরিয়ে এসে তিনি এখন ফিটনেসের জন্য লড়াই করছেন। স্বাভাবিক জীবনে ফিরলেও জাতীয় দলের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তকুল ৷

  • Rishabh Pant’s Perseverance Through Adversity & Road To Recovery

    Watch as he narrates and describes his journey towards glory, for the FIRST TIME!

    Thu 1st Feb, 7 PM and 10 PM, and on Fri 2nd Feb, 10:15 PM - and LIVE on 1st Feb at 7:30 PM on our YouTube channel! pic.twitter.com/rXJTwd36vb

    — Star Sports (@StarSportsIndia) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ফেরায় নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন তিনি। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্ত বলেন, "জীবনে প্রথমবার আমি অনুভব করেছিলাম এই পৃথিবীতে আমার সময় শেষ। এই দুর্ঘটনাটা কত বড় হতে পারত সেই ব্যাপারে কোনও আন্দাজ ছিল না কারোরই। আমি দুর্ঘটনার সময় আঘাত সম্পর্কে সচেতন ছিলাম কিন্তু আমি ভাগ্যবান ছিলাম কারণ এটি আরও গুরুতর হতে পারত। আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। এই দ্বিতীয় জীবন তো সবাই পায় না। আমি জানতাম এই পরিস্থিতি থেকে ফিট হয়ে আসতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।" 2024-এর আইপিএলে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। এখন অপেক্ষা বাইশ গজে ঋষভের পারফরম্যান্স দেখার ৷

আরও পড়ুন:

  1. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
  2. '2024-এ ঋষভ পন্ত পুরনো ফর্মেই ফিরবে', আশাবাদী প্রাক্তন ক্রিকেটার
  3. পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার-ব্যাটার

হায়দরাবাদ, 31 জানুয়ারি: প্রাণঘাতী দুর্ঘটনার বিষয়ে প্রথমবারের মুখ খুললেন ভারতীয় দলের স্টাম্পার ব্যাটার ঋষভ পন্ত। জানালেন, দুর্ঘটনার পর তিনি ভেবেছিলেন মারা যাবেন, তাঁর আর ফেরা হবে না। তবে মৃত্যুমুখ থেকে ফিরে এসেছেন ঋষভ পন্ত ৷ দুর্ঘটনার এক বছর 1 মাস পর মুখ খুললেন তিনি ৷ শোনালেন 30 ডিসেম্বর 2022-এর ভয়ানক অভিজ্ঞতা ৷ উইকেটরক্ষক ব্যাটারের কথায়, "আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। দ্বিতীয় জীবন তো সবাই পায় না ৷"

দিল্লি থেকে সেদিন বাড়ি ফেরার পথে রুরকিতে ভয়ানক পথ দুর্ঘটনার সম্মুখীন হন ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পন্থ। ডিভাইডারে তাঁর গাড়ি ধাক্কা খায় ও সেটা পালটি খেয়ে আগুন ধরে যায়। পন্থ কোনওরকমে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। মৃত্যুমুখ থেকে বেরিয়ে এসে তিনি এখন ফিটনেসের জন্য লড়াই করছেন। স্বাভাবিক জীবনে ফিরলেও জাতীয় দলের জার্সি পরে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন তিনি। আর তাঁকে টিম ইন্ডিয়ার জার্সিতে দেখতে মুখিয়ে রয়েছে তাঁর অগণিত ভক্তকুল ৷

  • Rishabh Pant’s Perseverance Through Adversity & Road To Recovery

    Watch as he narrates and describes his journey towards glory, for the FIRST TIME!

    Thu 1st Feb, 7 PM and 10 PM, and on Fri 2nd Feb, 10:15 PM - and LIVE on 1st Feb at 7:30 PM on our YouTube channel! pic.twitter.com/rXJTwd36vb

    — Star Sports (@StarSportsIndia) January 29, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গাড়ি দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া ফেরায় নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে করেন তিনি। সম্প্রতি স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষভ পন্ত বলেন, "জীবনে প্রথমবার আমি অনুভব করেছিলাম এই পৃথিবীতে আমার সময় শেষ। এই দুর্ঘটনাটা কত বড় হতে পারত সেই ব্যাপারে কোনও আন্দাজ ছিল না কারোরই। আমি দুর্ঘটনার সময় আঘাত সম্পর্কে সচেতন ছিলাম কিন্তু আমি ভাগ্যবান ছিলাম কারণ এটি আরও গুরুতর হতে পারত। আমার মনে হচ্ছিল কিছু একটা আমাকে বাঁচিয়েছে। এই দ্বিতীয় জীবন তো সবাই পায় না। আমি জানতাম এই পরিস্থিতি থেকে ফিট হয়ে আসতে আমাকে কঠোর পরিশ্রম করতে হবে।" 2024-এর আইপিএলে তিনি ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। এখন অপেক্ষা বাইশ গজে ঋষভের পারফরম্যান্স দেখার ৷

আরও পড়ুন:

  1. চিন্নাস্বামীর নেটে ব্যাটিংয়ের ফাঁকে রোহিতদের সঙ্গে খুনসুটিতে মাতলেন পন্ত
  2. '2024-এ ঋষভ পন্ত পুরনো ফর্মেই ফিরবে', আশাবাদী প্রাক্তন ক্রিকেটার
  3. পুরোপুরি ফিট নন ঋষভ, অপেক্ষা আরও কয়েকমাসের; নিজেই জানালেন স্টাম্পার-ব্যাটার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.