নয়াদিল্লি, 14 জুলাই: হাতে সময় দু'সপ্তাহেরও কম ৷ তার আগে চূড়ান্ত প্রস্তুতির মাঝে অদ্ভুত জটিলতা বাংলার অ্যাথলিটকে ঘিরে ৷ চোখে যাঁর অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন, যোগ্যতা অর্জনের পরও তালিকা থেকে উধাও তাঁর নাম ৷ সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার প্রকাশিত তালিকায় কোথাও দেখা যাচ্ছে না বর্তমানে মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করা মেদিনীপুরের মেয়ে আভা খাটুয়ার নাম ৷ অথচ তিনি বর্তমানে প্যারিস অলিম্পিক্সে যাওয়ার জন্য় জোরকদমে প্রশিক্ষণ নিচ্ছেন পোল্যান্ডে ৷
বিদেশে থাকায় এই মুহূর্তে তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি ৷ যদিও ইটিভি ভারতকে দেওয়া সাক্ষাৎকারে দিনকয়েক আগেই শটপাটার জানিয়েছিলেন, তাঁর ওঠাপড়ার জার্নিটা ৷ কেন তিনি বঙ্গতনয়া হয়েও মহারাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করছেন, সবটাই খোলসা করেন আভা ৷ 18.80 মিটার ছিল অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের ছাড়পত্র। কিন্তু আভার সেরা থ্রো 18.41 মিটার। এই থ্রো'য়ের কারণে আভা এখন বিশ্বের 23 নম্বরে। তাই সরাসরি না-হলেও ব়্যাংকিংয়ের নিরিখে প্যারিসের ছাড়পত্র এসেছে মেদিনীপুরের তরুণীর কাছে। এরপরই প্রস্তুতি নিতে আভার পোল্যান্ড যাত্রা ৷
গত বৃহস্পতিবার অন্যান্য ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলিটদের সঙ্গে পোল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি ৷ সেখান থেকে 28 জুলাই প্যারিসে পৌঁছবেন তাঁরা। কিন্তু বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তালিকায় তাঁর নামের অনুপস্থিতি নতুন করে জটিলতার সৃষ্টি করেছে। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া (এএফআই) আভা খাটুয়ার নাম বাদ পড়ায় বিস্ময় প্রকাশ করেছে। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে খাটুয়া-সহ 30 জন ক্রীড়াবিদদের একটি তালিকা জমা দেয় ভারতীয় অ্যাথলেটিক্স সংস্থা।
কিন্তু বর্তমানে বিশ্ব অ্যাথলেটিক্স সংস্থার তালিকায় 29 জন ভারতীয় ক্রীড়াবিদের নাম রয়েছে ৷ উল্লেখ্য, আভার অনুপস্থিতি ভারতের কাছে বড় ধাক্কা ৷ বর্তমানে কেরিয়ারে সেরা সময়ের মধ্য় দিয়ে যাচ্ছেন এই বঙ্গতনয়া ৷ তাঁর বাদ পড়ার বিষয়টি সত্যি হলে শটপাটে ভারতের পদক সম্ভাবনাও যে ধাক্কা খাবে, বলাই বাহুল্য ৷