ETV Bharat / sports

বৃষ্টি উপেক্ষা করেও রানের পাহাড়ে কোহলিরা, ধোনিদের দু'শোতে বাঁধলেই শেষ চারে বেঙ্গালুরু - IPL 2024 - IPL 2024

RCB vs CSK: কালো মেঘ দেখেই শনি সন্ধ্যায় টস হয় চিন্নাস্বামীতে ৷ ঘরের মাঠে টস হেরে ওপেন করতে বাইশ গজে এলেন বেঙ্গালুরু অধিনায়ক দু'প্লেসি ও কোহলি ৷ বরুণ দেবের আগমনে খানিক পরই ফিরে যেতে হল দুই ওপেনারকে ৷ এবারের আইপিএলের ঘরের মাঠে শেষ ম্যাচে এইভাবে যে বৃষ্টি কাঁটা বসাতে চলেছে দেখে দল-সহ সকলেরই মুখ প্রায় কালো ৷ কোহলিও চিন্তায় মগ্ন ৷ বিরাট-ঘরণী অনুষ্কা শর্মাও স্টেডিয়ামে বসে চিন্তায় ৷ তবে বৃষ্টি থামলে ব্যাটাররা মাঠে ফিরে চালালেন ব্যাট ৷ পরপর ব্যাটারদের মারে বেঙ্গালুরু রান তুলল 218 ৷

RCB vs CSK
ধোনিদের দু'শোতে বাঁধলেই শেষ চারে বেঙ্গালুরু (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 10:24 PM IST

Updated : May 18, 2024, 10:49 PM IST

বেঙ্গালুরু, 18 মে: চিন্নাস্বামীতে শনি সন্ধ্যার ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ৷ কোহলি-ধোনি দ্বৈরথ যুগের অবসান হয়তো আজই ৷ এদিন টসে জিতে কোহলিদের ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ ৷ কোহলি ও ডু'প্লেসি মিলে 31 রান তুলতেই বৃষ্টি নামল ৷ পরে বৃষ্টি থামার পর চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তুলল বেঙ্গালুরু। কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷ দুই দলেরই মরণ বাঁচন ম্যাচে কোহলিরা আজ জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত করবে ৷ তাই চেন্নাইকে 200 রানের মধ্যে থামাতে হবে ডু'প্লেসির দলকে ৷

চিন্নাস্বামীতে এদিন ইতিহাস গড়েন কোহলি ৷ প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন কিং কোহলি। চলতি কোটিপতি লিগে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে ৷ সেইসঙ্গে এবারে সবথেকে বেশি (700) রান নিয়ে তাঁর মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ ৷ বিরাটের পরে এই তালিকায় 2295 রান করেন দ্বিতীয় রোহিত শর্মা ৷ তিনি ওয়াংখেড়েতে এই কীর্তি গড়েছেন। তালিকায় তিন নম্বরে আছেন এবি ডে'ভিলিয়ার্স, বেঙ্গালুরুর মাঠেই তিনি 1960 রান করেন।

এদিন বিরাট কোহলি 29 বলে 47 রান করেন ৷ অর্ধ-শতরানের দোরগোড়া থেকে তাঁকে ফিরে যেতে হয় সাজঘরে ৷ অধিনায়ক ডু'প্লেসির খাতায় রানসংখ্যা 54 ৷ 23 বলে 41 রান করেন রজত পাতিদার ৷ 38 রান তোলেন ক্যামেরন গ্রিন ৷ অপরাজিত থেকে যান অজি ব্যাটার ৷ ডি'কে ও গ্লেন ম্যাক্সওয়েল 14 ও 16 রানে আউট হন ৷

অন্যদিকে, আজ বল হাতে ছন্দে দেখা যায়নি চেন্নাইয়ের কোনও বোলারকেই ৷ 4 ওভারে 49 রান দিয়ে একটি উইকেট নেন তুষার দেশপাণ্ডে ৷ অন্যদিকে, 4 ওভার হাত ঘুরিয়ে 61 রানের বিনিময়ে 2টি উইকেট নেন শার্দূল ঠাকুর ৷ স্যান্টনার 4 ওভারে 23 রান দিয়ে একটি উইকেট নেন ৷ জাদেজার স্পিনে কোনও ব্যাটারই এদিন ঘায়েল হননি ৷ 3 ওভার বল করে 40 রান দিয়েও কোনও উইকেট পাননি ইয়েলো ব্রিগেডের 8 নম্বর জার্সিধারী ৷

আরও পড়ুন :

  1. শেষবার মুখোমুখি ধোনি-কোহলি ! 'ডু অর ডাই' ম্যাচে টস জিতে বল করছে চেন্নাই
  2. প্লে-অফের যোগ্যতাঅর্জনে ধোনিদের বিরুদ্ধে জটিল সমীকরণ বিরাটদের
  3. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ

বেঙ্গালুরু, 18 মে: চিন্নাস্বামীতে শনি সন্ধ্যার ম্যাচ স্মরণীয় হয়ে থাকবে ৷ কোহলি-ধোনি দ্বৈরথ যুগের অবসান হয়তো আজই ৷ এদিন টসে জিতে কোহলিদের ব্যাট করতে পাঠান চেন্নাই অধিনায়ক রুতুরাজ ৷ কোহলি ও ডু'প্লেসি মিলে 31 রান তুলতেই বৃষ্টি নামল ৷ পরে বৃষ্টি থামার পর চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তুলল বেঙ্গালুরু। কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷ দুই দলেরই মরণ বাঁচন ম্যাচে কোহলিরা আজ জিতলেই প্লে-অফের টিকিট নিশ্চিত করবে ৷ তাই চেন্নাইকে 200 রানের মধ্যে থামাতে হবে ডু'প্লেসির দলকে ৷

চিন্নাস্বামীতে এদিন ইতিহাস গড়েন কোহলি ৷ প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন কিং কোহলি। চলতি কোটিপতি লিগে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে ৷ সেইসঙ্গে এবারে সবথেকে বেশি (700) রান নিয়ে তাঁর মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ ৷ বিরাটের পরে এই তালিকায় 2295 রান করেন দ্বিতীয় রোহিত শর্মা ৷ তিনি ওয়াংখেড়েতে এই কীর্তি গড়েছেন। তালিকায় তিন নম্বরে আছেন এবি ডে'ভিলিয়ার্স, বেঙ্গালুরুর মাঠেই তিনি 1960 রান করেন।

এদিন বিরাট কোহলি 29 বলে 47 রান করেন ৷ অর্ধ-শতরানের দোরগোড়া থেকে তাঁকে ফিরে যেতে হয় সাজঘরে ৷ অধিনায়ক ডু'প্লেসির খাতায় রানসংখ্যা 54 ৷ 23 বলে 41 রান করেন রজত পাতিদার ৷ 38 রান তোলেন ক্যামেরন গ্রিন ৷ অপরাজিত থেকে যান অজি ব্যাটার ৷ ডি'কে ও গ্লেন ম্যাক্সওয়েল 14 ও 16 রানে আউট হন ৷

অন্যদিকে, আজ বল হাতে ছন্দে দেখা যায়নি চেন্নাইয়ের কোনও বোলারকেই ৷ 4 ওভারে 49 রান দিয়ে একটি উইকেট নেন তুষার দেশপাণ্ডে ৷ অন্যদিকে, 4 ওভার হাত ঘুরিয়ে 61 রানের বিনিময়ে 2টি উইকেট নেন শার্দূল ঠাকুর ৷ স্যান্টনার 4 ওভারে 23 রান দিয়ে একটি উইকেট নেন ৷ জাদেজার স্পিনে কোনও ব্যাটারই এদিন ঘায়েল হননি ৷ 3 ওভার বল করে 40 রান দিয়েও কোনও উইকেট পাননি ইয়েলো ব্রিগেডের 8 নম্বর জার্সিধারী ৷

আরও পড়ুন :

  1. শেষবার মুখোমুখি ধোনি-কোহলি ! 'ডু অর ডাই' ম্যাচে টস জিতে বল করছে চেন্নাই
  2. প্লে-অফের যোগ্যতাঅর্জনে ধোনিদের বিরুদ্ধে জটিল সমীকরণ বিরাটদের
  3. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ
Last Updated : May 18, 2024, 10:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.