ETV Bharat / sports

প্রত্যাবর্তনে আরসিবির 'যশ' প্রাপ্তি, চেন্নাই-বধে শেষ চারে বেঙ্গালুরু - IPL 2024 - IPL 2024

RCB in IPL 2024: চিন্নাস্বামীতে শনি-সন্ধ্যার ম্যাচ স্মরণীয় হয়ে রইল ৷ 219 রান তাড়া করতে নেমে 191 রানেই শেষ হল চেন্নাইয়ের ইনিংস। আরসিবি'র হয়ে অন্তিম ওভারে বাজিমাত করলেন রিংকুর হাতে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল ।

IPL 2024
শেষ চারে বেঙ্গালুরু (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 19, 2024, 12:30 AM IST

Updated : May 19, 2024, 6:41 AM IST

বেঙ্গালুরু, 19 মে: ঘরের মাঠে দুরন্ত বিরাট কোহলি । স্বপ্নের প্রত্যাবর্তন যশ দয়ালের । দু'য়ে মিলে মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই 'বধ' করল বেঙ্গালুরু । চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷

219 রান তাড়া করতে নেমে 20 ওভারে 7 উইকেট হাকিয়ে 191 রানের বেশি তুলতে পারেনি চেন্নাই । অথচ পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে-অফের যোগ্যতাঅর্জনের জন্য প্রয়োজন ছিল 201 রান ৷ প্লে-অফের যোগ্যতাঅর্জনে শেষ ওভারে 17 রান দরকার, এমতাবস্থায় যশ দয়ালের প্রথম বল গ্যালারিতে পাঠান ধোনি ৷ কিন্তু পরের বলেই তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তন করেন গত আইপিএলং রিংকু সিংয়ের কাছে এক ওভারে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল। অন্তিম ওভারে মাত্র 7 রান খরচ করে দলকে প্লে-অফে পৌঁছে দেন তিনি ৷ 13 বলে 25 রানে আউট হন ধোনি ৷ 22 বলে 42 রানে অপরাজিত থেকেও কাজের কাজ করতে ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা ৷

এর আগে বিরাট কোহলি (47), ফ্যাফ ডু'প্লেসি (54), রজত পতিদারদের (41) ব্যাটে বড় রান তোলে আরসিবি ৷ চিন্নাস্বামীতে এদিন ইতিহাস গড়েন কোহলি ৷ প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন কিং কোহলি। চলতি কোটিপতি লিগে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে ৷ সেইসঙ্গে এবারে সবথেকে বেশি রান নিয়ে তাঁর মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ ৷

বেঙ্গালুরুকে প্লে-অফে কোয়ালিফাই করতে হলে শনিবার অন্তত 18 রানে জিততে হত ৷ অন্যথায়, চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই করত চেন্নাই সুপার কিংস ৷ এদিন চেন্নাই হারায় আর হয়তো ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে না মাহিকে। সেই আবেগ ঘিরে রয়েছে শুধু চেন্নাই নয়, আপামর ক্রিকেটপ্রেমীকেই। যদিও ম্যাচের পর কোনও ঘোষণা মাহির থেকে আসেনি ৷

আরও পড়ুন:

  1. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ
  2. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত

বেঙ্গালুরু, 19 মে: ঘরের মাঠে দুরন্ত বিরাট কোহলি । স্বপ্নের প্রত্যাবর্তন যশ দয়ালের । দু'য়ে মিলে মরণ-বাঁচন ম্যাচে চেন্নাই 'বধ' করল বেঙ্গালুরু । চেন্নাইয়ের বিরুদ্ধে আগে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 218 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু । কোহলি, ডু'প্লেসি, রজত পাতিদার, ক্যামেরন গ্রিনদের ব্যাটে 20 ওভারে ইয়েলো ব্রিগেডদের বড় রানের সামনে দাঁড় করিয়ে দেয় বেঙ্গালুরু ৷

219 রান তাড়া করতে নেমে 20 ওভারে 7 উইকেট হাকিয়ে 191 রানের বেশি তুলতে পারেনি চেন্নাই । অথচ পাঁচবারের চ্যাম্পিয়নদের প্লে-অফের যোগ্যতাঅর্জনের জন্য প্রয়োজন ছিল 201 রান ৷ প্লে-অফের যোগ্যতাঅর্জনে শেষ ওভারে 17 রান দরকার, এমতাবস্থায় যশ দয়ালের প্রথম বল গ্যালারিতে পাঠান ধোনি ৷ কিন্তু পরের বলেই তাঁকে ফিরিয়ে প্রত্যাবর্তন করেন গত আইপিএলং রিংকু সিংয়ের কাছে এক ওভারে পাঁচ ছক্কা খাওয়া যশ দয়াল। অন্তিম ওভারে মাত্র 7 রান খরচ করে দলকে প্লে-অফে পৌঁছে দেন তিনি ৷ 13 বলে 25 রানে আউট হন ধোনি ৷ 22 বলে 42 রানে অপরাজিত থেকেও কাজের কাজ করতে ব্যর্থ হন রবীন্দ্র জাদেজা ৷

এর আগে বিরাট কোহলি (47), ফ্যাফ ডু'প্লেসি (54), রজত পতিদারদের (41) ব্যাটে বড় রান তোলে আরসিবি ৷ চিন্নাস্বামীতে এদিন ইতিহাস গড়েন কোহলি ৷ প্রথম কোনও আইপিএল ব্যাটার হিসাবে একটি নির্দিষ্ট মাঠে 3000 রান করলেন কিং কোহলি। চলতি কোটিপতি লিগে তিনি রয়েছেন দুরন্ত ফর্মে ৷ সেইসঙ্গে এবারে সবথেকে বেশি রান নিয়ে তাঁর মাথায় রয়েছে অরেঞ্জ ক্যাপ ৷

বেঙ্গালুরুকে প্লে-অফে কোয়ালিফাই করতে হলে শনিবার অন্তত 18 রানে জিততে হত ৷ অন্যথায়, চতুর্থ দল হিসাবে কোয়ালিফাই করত চেন্নাই সুপার কিংস ৷ এদিন চেন্নাই হারায় আর হয়তো ব্যাট হাতে বাইশ গজে দেখা যাবে না মাহিকে। সেই আবেগ ঘিরে রয়েছে শুধু চেন্নাই নয়, আপামর ক্রিকেটপ্রেমীকেই। যদিও ম্যাচের পর কোনও ঘোষণা মাহির থেকে আসেনি ৷

আরও পড়ুন:

  1. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ
  2. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত
Last Updated : May 19, 2024, 6:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.