ব্রিজটাউন, 18 জুন: চলতি টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে অপরাজিত ‘মেন ইন ব্লু’ ৷ ফলে আত্মবিশ্বাস নিয়েই সুপার-8 পর্বে মাঠে নামছে ভারত। শেষ আটের লড়াইয়ে আফগানিস্তান, বাংলাদেশ ও অস্ট্রেলিয়া 'বধ' করতে মরিয়া রোহিতরা ৷ এতদিন আয়োজক দেশ আমেরিকাতে খেলা চলেছে ৷ এবার আরও এক আয়োজক দেশ ওয়েস্ট ইন্ডিজে পাড়ি দিয়েছে ভরতীয় ক্রিকেট দল ৷ সোমবার থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে তারা অনুশীলন শুরু করে দিয়েছে ৷ অধিনায়ক রোহিত শর্মা বিসিসিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, "জানি পাঁচদিনে 3টি ম্যাচ খেলতে হবে ৷ আমরা বিশেষ কিছু করতে চলেছি ৷ একটু ব্যস্ত কিন্তু আমরা প্রস্তুত ৷
সুপার এইট মিশনে নামার আগে হিটম্যানের আরও সংযোজন, "দলের সকলেই মাঠে গিয়ে বিশেষ কিছু করতে চায়। সকলেই অধীর আগ্রহে আসন্ন ম্যাচগুলোর জন্য অপেক্ষা করছে এবং সকলেই এটা নিয়ে উত্তেজিত। টুর্নামেন্টের প্রথম ধাপটা ভালোভাবেই সমাপ্ত হয়েছে এবার আমাদের লক্ষ্য দ্বিতীয় পর্যায়। এটা আরও কঠিন হতে চলেছে। এর জন্য আমরা প্রস্তুতি শুরু করে দিয়েছি, প্রত্যেকের নিজস্ব দক্ষতা আছে। সেটাকেই ঝালিয়ে নিতে হবে। আমরা এখানে অনেক খেলা দেখেছি, খেলেওছি, জানি কীভাবে প্রস্তুত হতে হবে ৷"
গ্রুপ পর্বে ভারত প্রথম তিনটি ম্যাচে আয়ারল্যান্ড, পাকিস্তান এবং আমেরিকাকে হারিয়ে দেয়। শেষ ম্যাচটি ছিল কানাডার বিরুদ্ধে। তা বৃষ্টির কারণে ভেস্তে যায়। উল্লেখ্য, টিম ইন্ডিয়াকে সুপার এইটে 20 জুন আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে হবে ৷ 22 জুন বাংলাদেশের বিরুদ্ধে ও তারপর 24 জুন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ম্যাচ খেলতে হবে। শেষ আটের লড়াইয়ে ভারত টপ 2-এ থাকলে তবেই সেমিফাইনালে উঠবে। 26 জুন প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে যা গায়ানায় অনুষ্ঠিত হবে। 27 জুন দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৷ আগামী 29 জুন বার্বাডোজে এবারের টি-20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।